দিনাজপুরের হিলি সীমান্তে রেলওয়ে ব্রিজের সংস্কার কাজে বিএসএফের বাধা দেওয়ার অভিযোগ উঠেছে। তবে বিজিবি বলছে, বিএসএফের বাধা দেওয়ার কথা নয়। তারপরেও কেন তারা এমন করলো ঘটনাটি আলোচনা করে দেখা হবে। 

স্থানীয়রা জানান, কয়েকদিন আগে ধরন্দা গ্রামের কয়েক গজ পশ্চিমে সীমান্তবর্তী রেলওয়ে ব্রিজের সংস্কার কাজ শুরু হয়। সেখানে ইট-বালু দিয়ে কাজ চলছিল। গতকাল শনিবার (১৫ ফেব্রুয়ারি) বিকালে বিএসএফ সদস্যরা ঘটনাস্থলের কাছে এসে কাজ বন্ধ করতে বলে। এসময় শ্রমিকেরা কাজ বন্ধ করে চলে যায়।

হিলি রেলওয়ের টাইম কিপার আরাফাত রহমান বলেন, “হিলি সীমান্তের ধরন্দা গ্রাম সংলগ্ন রেলওয়ে ব্রিজের নিচের অংশে পাথর সরে দেবে গেছে। একারণে ট্রেন ঝুঁকিপূর্ণভাবে চলাচল করছিল। এক সপ্তাহ আগে রেলওয়ে বিভাগ থেকে সংস্কার কাজ করার উদ্যোগ নেয়। এরপর থেকে শ্রমিকেরা এই সংস্কার কাজ শুরু করে। কাজ চলমান রয়েছে, এমন অবস্থায় গতকাল শনিবার বিকালে কোন কারণ ছাড়াই ভারতের বিএসএফ ক্যাম্পের সদস্যরা এতে বাধা দেয়। ফলে ব্রিজের কাজ বন্ধ হয়ে যায়। বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে।”

তিনি আরো বলেন, “বিষয়টি স্থানীয় হিলি বিজিবি ক্যাম্পে জানানো হলে তারা গতকাল শনিবার সন্ধ্যায় বিএসএফের সাথে আলোচনা করে। এরপর বিজিবির পক্ষ থেকে কাজ শুরু করার কথা বলে। কিন্তু কাজ করতে গেলে বিএসএফ বাধা দিচ্ছে। এ কারণে শ্রমিকেরা সেখানে কাজ করতে চাচ্ছে না। বিষয়টি আবারও বিজিবিকে জানানো হয়েছে।”

হিলি রেলওয়ে স্টেশন মাস্টার জয়ন্ত কুমার দাস বলেন, “শুনেছি বিএসএফ সদস্যরা ব্রিজের সংস্কার কাজ করতে দিচ্ছে না। ফলে এই রেলপথ দিয়ে ঢাকা, খুলনা, রাজশাহী, নীলফামারী ও পঞ্চগড়গামী ট্রেন ব্রিজের উপর দিয়ে ঝুঁকি নিয়ে চলাচল করছে। ব্রিজের কাজ দ্রুত সংস্কার করা দরকার।”

এ বিষয়ে জয়পুরহাট ২০ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে.

কর্নেল মো. নাহিদ নেওয়াজ পিএসসি বলেন, “কিছুদিন আগে রেলওয়ে কর্তৃপক্ষ চিঠি দিয়ে আমাদের জানায় তারা ধরন্দা রেলওয়ে ব্রিজের সংস্কার কাজ শুরু করবে। সে অনুয়ায়ী গত ৩০ জানুয়ারি বিএসএফের ব্যাটালিয়ন পর্যায়ে মিটিংয়ে বিষয়টির ব্যাপারে বিএসএফকে জানানো হয় এবং তারা আপত্তি করবে না বলে জানায়। কিন্তু ওই বিএসএফ ব্যাটালিয়নের কর্মকর্তারা অন্যত্র বদলি হয়ে যাওয়ায় এমনটি হয়েছে। যারা নতুন এসেছে আমরা তাদের সাথে আলোচনা করছি। দ্রুত কাজ শুরু হবে।”

তিনি আরো বলেন, “বিষয়টি নিয়ে আজ রোববার বিজিবি ও বিএসএফ’র মধ্যে আলোচনা হওয়ার কথা রয়েছে।”

ঢাকা/মোসলেম/এস

উৎস: Risingbd

কীওয়ার্ড: চ কর চ কর ব এসএফ র ব ক জ কর ব ষয়ট র লওয়

এছাড়াও পড়ুন:

‘মাধবপুরের ২ কৃষককে ভারতে নির্যাতন’, ফেরত এনেছে বিজিবি

হবিগঞ্জ জেলার মাধবপুরের দুই কৃষককে ভারতে নির্যাতন করা হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনার একটি ভিডিও ভাইরাল হয়েছে। 

মাধবপুর সীমান্তের ওপারে ভারতের ত্রিপুরা রাজ্যের সিধাই এলাকায় রবিবার (২০ এপ্রিল) সকালে ঘটনাটি ঘটে। পরে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর সঙ্গে পতাকা বৈঠকের মাধ্যমে আটককৃতদের দেশে ফিরিয়ে আনে বিজিবি।

ভিডিওতে দেখা যায়, ভারতীয় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের সামনেই কিছু লোক বাংলাদেশি দুই কৃষককে মারধর করছেন। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পিকআপ ভ্যানে ওঠানোর সময়ও তাদের মারধর করা হয়।

আরো পড়ুন:

উলুখালীতে বাংলাদেশি জেলেদের ওপর বিএসএফের ‘হামলা’

আরাকান আর্মির কবল থেকে ফিরলেন ৫৫ জেলে

ভারতে নির্যাতনের শিকার ব্যক্তিরা হলেন- মাধবপুর উপজেলার চৌমুহনী ইউনিয়নের তুলশীপুর গ্রামের আব্দুল আলীর ছেলে তোফাজ্জল হোসেন (৫৩) ও একই গ্রামের ফরিদ মিয়ার ছেলে জামাল মিয়া (৫৪)। 

জানা গেছে, পতাকা বৈঠকের মাধ্যমে ভারতের সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ সদস্যরা হরিণখোলা সীমান্ত ফাঁড়ি বিজিবি সদস্যদের কাছে রবিবার বিকেল পৌনে ৬টার দিকে আটক তোফাজ্জল হোসেন ও জামাল মিয়াকে হস্তান্তর করে। সীমান্তের মেইন পিলার ১৯৮৮ যার জিআর ৪১৭৫৭৮ মানচিত্র ৭৮পি/৮ শূন্য লাইনে বিএসএফ ও বিজিবি সদস্যদের মধ্যে পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়।

সোমবার (২১ এপ্রিল) সন্ধ্যায় হবিগঞ্জ ব্যাটালিয়ান ৫৫ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল তানজিল আহমেদ জানান, পতাকা বৈঠকের মাধ্যমে ভারতে আটক তোফাজ্জল হোসেন ও জামাল মিয়াকে দেশে ফিরিয়ে আনা হয়েছে। 

মাধবপুর থানার ইন্সপেক্টর (তদন্ত) কবির হোসেন জানান, আটককৃতদের বিরুদ্ধে অবৈধ অনুপ্রবেশে অভিযোগে মামলা হয়েছে। তাদের আদালতে পাঠানো হয়েছে।

ঢাকা/মামুন/মাসুদ

সম্পর্কিত নিবন্ধ

  • ‘মাধবপুরের ২ কৃষককে ভারতে নির্যাতন’, ফেরত এনেছে বিজিবি
  • দুই বাংলাদেশিকে ভারতে নির্যাতনের অভিযোগ, ভিডিও ভাইরাল
  • বিজিবির বাধায় মাটি কাটা বন্ধ করল বিএসএফ
  • হাতীবান্ধা সীমান্তে বিএসএফের গুলিতে নিহত হাসিবুলের বাড়িতে জামায়াতের আমির, চাইলেন বিচার
  • আমরা ভালো থাকলে ভারতও ভালো থাকবে: জামায়াত আমির
  • পাটগ্রাম সীমান্ত থেকে বাংলাদেশি যুবককে ধরে নিয়ে গেছে বিএসএফ