আবু সাঈদ হত্যা মামলায় জামালপুরে গ্রেপ্তার ছাত্রলীগ নেতা
Published: 16th, February 2025 GMT
ছবি: সংগৃহীত
.উৎস: Prothomalo
এছাড়াও পড়ুন:
৪ সড়ক ও ৮ সেতু থেকে শেখ পরিবারের নাম বাদ
সড়ক ও জনপথ অধিদপ্তরের (সওজ) চারটি মহাসড়ক ও আটটি সেতুর নাম পরিবর্তন করেছে সরকার। শেখ পরিবারের সদস্যদের নাম বাদ দেওয়া হয়েছে এসব স্থাপনা থেকে।
সোমবার এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করেছে সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ। ‘জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এক্সপ্রেসওয়ে’ থেকে ঢাকা-মাওয়া-ভাঙ্গা এক্সপ্রেস নাম পুনর্বহাল করা হয়েছে।
সিলেটে ‘জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মহাসড়ক’কে আগের নামে ফিরিয়ে নেওয়া হয়েছে। বিমানবন্দর বাইপাস ইন্টারসেকশন-লালবাগ-সালুটিকর-কোম্পানীগঞ্জ-ভোলাগঞ্জ জাতীয় মহাসড়কের নাম পুনর্বহাল করা হয়েছে।
মাদারীপুর (মোস্তফাপুর)-ভায়া কাজিরটেক ব্রিজ হয়ে শরীয়তপুর পর্যন্ত দীর্ঘ ২২২ কিলোমিটার দীর্ঘ মহাসড়কের নাম ‘শেখ হাসিনা মহাসড়ক’ থেকে পরিবর্তন করে ‘কাজীরটেক ব্রিজ-শরীয়তপুর মহাসড়ক’ করা হয়েছে।
চট্টগ্রামের মিরসরাই অর্থনৈতিক অঞ্চল সংযোগ সড়কের নাম ‘শেখ হাসিনা সরণি’ থেকে পরিবর্তন করে বড়তাকিয়া (আবুতোরাব)-মিরসরাই অর্থনৈতিক অঞ্চল সংযোগ সড়ক করা হয়েছে।
পীরগঞ্জ উপজেলার কাঁচদহঘাটে করতোয়া নদীতে নির্মিত সেতুর নাম ‘ওয়াজেদ মিয়া সেতু থেকে ‘কাঁচদহ সেতু’ নামে পুনর্বহাল করা হয়েছে।
পটুয়াখালী-কুয়াকাটা আঞ্চলিক মহাসড়কে আন্দারমানিক নদীতে নির্মিত সেতুর নাম ‘শেখ কামাল সেতু’ থেকে পরিবর্তন করে ‘আন্দারমানিক সেতু’ নামকরণ করা হয়েছে।
পটুয়াখালী-কুয়াকাটা আঞ্চলিক মহাসড়কে সোনাতলা নদীর উপর নির্মিত সেতুর নাম ‘শেখ জামাল সেতু’ থেকে পরিবর্তন করে ‘সোনাতলা সেতু’ নামকরণ করা হয়েছে।
পটুয়াখালী-কুয়াকাটা আঞ্চলিক মহাসড়কের খাপড়াভাঙ্গা নদীর ওপর নির্মিত সেতুর নাম ‘শেখ রাসেল সেতু’ থেকে পরিবর্তন করে ‘খাপড়া ভাঙ্গা সেতু’ রাখা হয়েছে।
পিরোজপুর জেলার জিয়ানগর উপজেলায় বলেশ্বর নদীতে নির্মিত সেতুর নাম ‘শহীদ শেখ ফজলুল হক মনি’ সেতু থেকে পরিবর্তন করে ‘ইন্দুরকানি সেতু’ রাখা হয়েছে।
রাজাপুর-নৈকাঠী-বেকুটিয়া-পিরোজপুর জেলা মহাসড়কের বেকুটিয়া পয়েন্টে কঁচা নদীতে নির্মিত সেতুর নাম ‘বঙ্গমাতা বেগম ফজিলাতুন নেছা মুজিব সেতু’ থেকে ‘বেকুটিয়া সেতু’ রাখা হয়েছে।
দ্বিতীয় শীতলক্ষ্যা সেতুর নাম ‘সুলতানা কামাল সেতু’ থেকে ‘ডেমরা সেতু’ রাখা হয়েছে এবং বরিশালে দপদপিয়া সেতুর নাম ‘শহীদ আব্দুর রব সেরনিয়াবাদ সেতু’ থেকে ‘দপদপিয়া সেতু’ রাখা হয়েছে।