হাড় ভেঙেছে কে-পপ তারকা ফিলিক্সের
Published: 16th, February 2025 GMT
সড়ক দুর্ঘটনার কবলে পড়েছেন কে-পপ তারকা ফিলিক্স। শনিবার (১৫ ফেব্রুয়ারি) রাতে দক্ষিণ কোরিয়ার ইন্সপায়ার এরিনায় দুর্ঘটনাটি ঘটে। এতে তার হাতের হাড় ভেঙে গেছে। ফিলিক্সের এজেন্সি জেওয়াইপি এন্টারটেইনমেন্ট এক বিবৃতিতে এসব তথ্য জানিয়েছে।
স্ট্রে কিডসের মাইক্রোব্লগিং সাইট এক্সে (টুইটার) প্রকাশিত এই বিবৃতিতে বলা হয়েছে, ভক্তদের সঙ্গে সভা শেষ হওয়ার পর ফিলিক্স বাড়ি ফেরার জন্য গাড়িতে ওঠেন। গাড়িটি ইন্সপায়ার এরিনা পার্কিং লট থেকে ধীরে ধীরে মূল লবির দিকে যাচ্ছিল। ঠিক সেই সময়ে গাড়ির পেছনের বাঁ দিকে ধীর গতিতে আসা একটি শাটল বাসের সংঘর্ষ হয়। দুর্ঘটনাটি গুরুতর নয়। তবে ফিলিক্সের হাতের একটি হাড় ভেঙে গেছে।
দুর্ঘটনার পর দ্রুত তাকে হাসপাতালে নেওয়া হয় এবং পরীক্ষা করানো হয়। চিকিৎসকের পরামর্শে বিশ্রামে রয়েছেন ফিলিক্স। চিকিৎসকরা আপাতত গান থেকে দূরে থাকার পরামর্শ দিয়েছেন বলেও এ বিবৃতিতে জানানো হয়েছে।
আরো পড়ুন:
যেভাবে সৃষ্টি ‘আমি বাংলায় গান গাই’
একই দিনে ঢাবি ও জবির ভর্তি পরীক্ষা, তীব্র যানজট
প্রায় ১১ মাস পর গত শুক্রবার থেকে ‘মিট অ্যান্ড গ্রিট’ অনুষ্ঠানের আয়োজন করেছে স্ট্রে কিডস। আজ সমাপনী দিনেও ফিলিক্সের উপস্থিত থাকার কথা ছিল। কিন্তু এ আয়োজনে থাকতে পারছেন না এই তারকা।
ঢাকা/শান্ত
.উৎস: Risingbd
এছাড়াও পড়ুন:
এয়ার ইন্ডিয়ার ওপর ক্ষোভ ঝাড়লেন মন্ত্রী
ভারতের কেন্দ্রীয় সরকারের কৃষিমন্ত্রী শিবরাজ সিং চৌহান জানিয়েছেন, তাঁর কাছে ভাঙা সিটের টিকিট বিক্রি করেছে এয়ার ইন্ডিয়া।
গতকাল শনিবার এ নিয়ে ক্ষোভ জানিয়ে সামাজিক মাধ্যম এক্সে তিনি লেখেন, এয়ার ইন্ডিয়া ‘যাত্রীদের সঙ্গে প্রতারণা’ করছে।
তিনি জানান, ভাঙা সিটের ব্যাপারে বিমানের এক ক্রুকে জিজ্ঞেস করা হলে তাঁকে বলা হয়, সিটটিতে যে ত্রুটি রয়েছে, সেটি সংস্থাকে জানানো হয়েছিল। এর টিকিট বিক্রি না করতেও বলা হয়েছিল।
এক্সে শিবরাজ সিং লেখেন, ‘পুসার কিষাণ মেলা উদ্বোধন করতে আজ আমার ভোপাল থেকে দিল্লি আসতে হয়। সেখানে বিভিন্ন প্রতিনিধিদের সঙ্গে আমার আলোচনা হয়। আমি এয়ার ইন্ডিয়ার ফ্লাইট নাম্বার এআই৪৩৬ এ একটি টিকিট বুক করি। আমাকে ৮সি সিটটি দেওয়া হয়। বসতে গিয়ে দেখি সিটটি ভাঙা; নিচু হয়ে আছে। সেখানে বসতে অস্বস্তি হচ্ছিল।’ এনডিটিভি।