গরুর ধান খাওয়াকে কেন্দ্র করে গ্রামবাসীর সংঘর্ষ, আহত ৩০
Published: 16th, February 2025 GMT
সুনামগঞ্জের শান্তিগঞ্জ উপজেলায় গরুর ধান খাওয়াকে কেন্দ্র করে দুই গ্রামবাসীর মধ্যে সংঘর্ষে ৩০ জন আহত হওয়ার খবর পাওয়া গেছে।
রবিবার (১৬ ফেব্রুয়ারি) সকালে উপজেলার জয়কলস ইউনিয়নের পশ্চিম বন্দে আস্তমা ও কামরূপদলং গ্রামবাসীর মধ্যে সংঘর্ষ হয়।
শান্তিগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) আকরাম আলী বিষয়টি নিশ্চিত করেন।
স্থানীয়দের বরাত দিয়ে তিনি জানান, শনিবার বিকালে আস্তমা গ্রামের কৃষক বজলু মিয়ার গরু কামরুপদলং গ্রামের কৃষক সুরুজ মিয়ার জমির ধান খায়। বিষয়টি নিয়ে জমিতেই দুই কৃষকের মধ্যে বাকবিতণ্ড ও মারামারি হয়। পরে এই ঘটনায় দুই গ্রামের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে।
রবিবার আবারও দুপক্ষের লোকজনের মধ্যে উত্তেজনা দেখা দিলে এক পর্যায়ে সংঘর্ষে জাড়িয়ে পড়েন উভয় গ্রামের লোকজন। ঘণ্টাব্যাপী চলে এই সংঘর্ষ। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে নেয়। আহতদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে পাঠানো হয়।
এ ঘটনায় উভয়পক্ষের অন্তত ৩০ জন লোক আহত হয়েছে। তাদের মধ্যে গুরুতর অবস্থায় বেশ কয়েকজকে উন্নত চিকিৎসার জন্য সিলেট এমএজি ওসমানী মেডিকেলে পাঠানো হয়েছে।
আহতরা হলেন- আস্তমা গ্রামের আক্তার হোসেন (৩০), দুলাল মিয়া (২০), জুয়েল মিয়া (৩০), শামসুজ্জামান (২৮), নাছির আলী (৫০), আবদুল জলিল (৩০), খাইরুল আমীন (২৬), এমরান হোসেন (২৮), সাদিক মিয়া (৪৫), নুরুজ্জামান (৩৫) ও সৌরভ হোসেন (২৬)। কামরুপদলং গ্রামের বাতির আলী (৫৬), সুন্দর আলী (৭০), সুজন মিয়া (৩৫), কালাই মিয়া (২৭), মতিউর রহমান (৩২), শওকত আলী (২৭), নবী হোসেন (২২) ও শাফি আহমেদ (২৫)। তবে তাৎক্ষণিকভাবে অন্যান্য আহতদের নাম জানা যায়নি।
শান্তিগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) আকরাম আলী বলেন, “দুই গ্রামের লোকজন ব্যাপক সংঘর্ষের প্রস্তুতি নিয়ে এসেছিল। তবে পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ নেয়। উভয় পক্ষের প্রায় ৩০ জন আহত হয়েছে। এখন পর্যন্ত কোনো আটক বা গ্রেপ্তার নেই। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”
ঢাকা/মনোয়ার/এস
.উৎস: Risingbd
এছাড়াও পড়ুন:
নাট্য পরিচালকদের নেতৃত্বে শহীদুজ্জামান সেলিম-ফরিদুল হাসান
নাট্য পরিচালকদের সংগঠন ডিরেক্টরস গিল্ডের ২০২৫-২৭ মেয়াদের নির্বাচনে সভাপতি পদে ২৭১ ভোট পেয়ে শহীদুজ্জামান সেলিম ও সাধারণ সম্পাদক পদে ২২২ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন ফরিদুল হাসান।
বাংলাদেশ শিল্পকলা একাডেমিতে শনিবার সকাল সাড়ে ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত ভোট গ্রহণ চলে ভোট গ্রহণ। ভোট গণনা শেষে রাত পৌনে ৯ টার দিকে ফলাফল ঘোষণা করেন প্রধান নির্বাচন কমিশনার নাট্যব্যক্তিত্ব নরেশ ভূঁইয়া।
এবারের নির্বাচনে মোট ভোটার সংখ্যা ৫০১। এর মধ্যে ভোট প্রয়োগ করেছেন ৪৪৬ জন ভোটার।
সহ-সভাপতি পদে রাশেদা আক্তার নাজুক (২৮৬), ফিরোজ খান (২৭৪) ও সকাল আহমেদ ( নির্বাচিত হয়েছেন। যুগ্ম সাধারণ পদে তুহিন হোসেন (২৫৬) ও দীন মোহাম্মাদ মন্টু নির্বাচিত হয়েছেন। এছাড়া অর্থ সম্পাদক পদে জুয়েল হাসান (২৫৩), সাংগঠনিক সম্পাদক মনিরুজ্জামান লিপন (২২৬), প্রচার ও প্রকাশনা সম্পাদক মো. নাজমুল হুদা রনি (২৫৩), প্রশিক্ষণ ও আর্কাইভ বিষয়ক সম্পাদক গাজী আপেল মাহমুদ (২৬৮), তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক সঞ্জয় বড়ুয়া (২২৩), আইন ও কল্যাণ বিষয়ক সম্পাদক প্রীতি দত্ত (২২১) ও দপ্তর সম্পাদক সাইদ রহমান (২৯৫) নির্বাচিত হয়েছেন।
এছাড়া, কার্যনির্বাহী পদে নির্বাচিত হয়েছেন-সাগর জাহান (২৮৪), চয়নিকা চৌধুরী (২৬৯), মাহমুদ নিয়াজ চন্দ্রদ্বীপ (২৬৪), গীতালি হাসান (২৩৯), লিটু করিম (২২৮), শিহাব শাহীন (২২৮), হাসান রেজাউল (২২৩)।
আগামী দুই বছরের জন্য পরিচালকদের এই গুরুত্বপূর্ণ সংগঠনের দায়িত্ব পালন করতে যাচ্ছেন তাঁরা।