আন্তর্জাতিক সংস্থায় চাকরি, বেতন বছরে সর্বোচ্চ ১০ লাখ ২৮ হাজার, হোম অফিসের সুযোগ
Published: 16th, February 2025 GMT
জেনেভাভিত্তিক আন্তর্জাতিক উন্নয়ন সংস্থা দ্য গ্লোবাল অ্যালায়েন্স ফর ইমপ্রুভ নিউট্রিশন (গেইন) বাংলাদেশে জনবল নিয়োগের বিজ্ঞপ্তি দিয়েছে। প্রতিষ্ঠানটি ঢাকায় সিনিয়র প্রোগ্রাম অ্যাসিস্ট্যান্ট, পলিসি অ্যান্ড ফুড সিস্টেমস পদে কর্মকর্তা নিয়োগ দেবে। আগ্রহী প্রার্থীদের অনলাইনে আবেদন করতে হবে।
পদের নাম: সিনিয়র প্রোগ্রাম অ্যাসিস্ট্যান্ট, পলিসি অ্যান্ড ফুড সিস্টেমস
পদসংখ্যা: ১
যোগ্যতা ও অভিজ্ঞতা: স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে অ্যাগ্রিকালচার, অর্থনীতি, বিজনেস ম্যানেজমেন্ট বিষয়ে উচ্চতর ডিগ্রি থাকতে হবে। সংশ্লিষ্ট ক্ষেত্রে একই পদে চাকরির অভিজ্ঞতা থাকতে হবে। বাংলাদেশের ফুড সিস্টেম সম্পর্কে জানাশোনা থাকতে হবে। মন্ত্রণালয়, জাতীয় বা কোনো আন্তর্জাতিক সংস্থায় কাজের অভিজ্ঞতা থাকতে হবে। বাংলা ও ইংরেজি ভাষায় যোগাযোগে সাবলীল হতে হবে। উপস্থাপনায় দক্ষ হতে হবে। এমএস অফিস ও পাওয়ার পয়েন্টের কাজ জানতে হবে। ভ্রমণের মানসিকতা থাকতে হবে।
চাকরির ধরন: চুক্তিভিত্তিক
কর্মস্থল: ঢাকা, তবে হোম অফিসের সুযোগ আছে।
বেতন: বছরে ৯,০২,৯১৬ থেকে ১০,২৮,৯১৬ টাকা (তবে বেতন অভিজ্ঞতার ওপর নির্ভর করবে)
সুযোগ-সুবিধা: বছরে ৩৭ দিন ছুটি (বার্ষিক ছুটি, সরকারি ছুটি ও অফিস ছুটি), মাতৃত্বকালীন ছুটি, ২০ দিন পিতৃত্বকালীন ছুটি, উৎসব বোনাস, পেনশন স্কিম এবং স্বাস্থ্য, ভ্রমণ ও জীবনবিমা, ছুটি ভাতা, যোগাযোগ ভাতা, প্রশিক্ষণ ও বছরে বেতন বৃদ্ধির সুযোগ আছে।
আরও পড়ুনসমরাস্ত্র কারখানায় চাকরি, পদ ২২০৮ ঘণ্টা আগেআবেদন যেভাবেআগ্রহী প্রার্থীরা দ্য গ্লোবাল অ্যালায়েন্স ফর ইমপ্রুভ নিউট্রিশনের ওয়েবসাইটের লিংক থেকে নিয়োগসংক্রান্ত বিস্তারিত জেনে APPLY NOW বাটনে ক্লিক করে আবেদন করতে পারবেন।
আবেদনের শেষ তারিখ: ২২ ফেব্রুয়ারি ২০২৫।
আরও পড়ুনট্রাকচালক থেকে মহাকাশ প্রকৌশলী তিনি৪ ঘণ্টা আগে.উৎস: Prothomalo
এছাড়াও পড়ুন:
এয়ার ইন্ডিয়ার ওপর ক্ষোভ ঝাড়লেন মন্ত্রী
ভারতের কেন্দ্রীয় সরকারের কৃষিমন্ত্রী শিবরাজ সিং চৌহান জানিয়েছেন, তাঁর কাছে ভাঙা সিটের টিকিট বিক্রি করেছে এয়ার ইন্ডিয়া।
গতকাল শনিবার এ নিয়ে ক্ষোভ জানিয়ে সামাজিক মাধ্যম এক্সে তিনি লেখেন, এয়ার ইন্ডিয়া ‘যাত্রীদের সঙ্গে প্রতারণা’ করছে।
তিনি জানান, ভাঙা সিটের ব্যাপারে বিমানের এক ক্রুকে জিজ্ঞেস করা হলে তাঁকে বলা হয়, সিটটিতে যে ত্রুটি রয়েছে, সেটি সংস্থাকে জানানো হয়েছিল। এর টিকিট বিক্রি না করতেও বলা হয়েছিল।
এক্সে শিবরাজ সিং লেখেন, ‘পুসার কিষাণ মেলা উদ্বোধন করতে আজ আমার ভোপাল থেকে দিল্লি আসতে হয়। সেখানে বিভিন্ন প্রতিনিধিদের সঙ্গে আমার আলোচনা হয়। আমি এয়ার ইন্ডিয়ার ফ্লাইট নাম্বার এআই৪৩৬ এ একটি টিকিট বুক করি। আমাকে ৮সি সিটটি দেওয়া হয়। বসতে গিয়ে দেখি সিটটি ভাঙা; নিচু হয়ে আছে। সেখানে বসতে অস্বস্তি হচ্ছিল।’ এনডিটিভি।