কুষ্টিয়া থেকে নিখোঁজের দুই দিন পর রাজবাড়ীর হাসপাতালে খণ্ডিত মরদেহ পেলেন স্বজনেরা
Published: 16th, February 2025 GMT
কুষ্টিয়ার কুমারখালী থেকে নিখোঁজের দুই দিন পর বিনয় বিশ্বাস (৫৫) নামের এক দর্জির খণ্ডিত মরদেহ পাওয়া গেছে রাজবাড়ী সদর হাসপাতালের মর্গে। আজ রোববার দুপুরে হাসপাতালে গিয়ে মরদেহটি শনাক্ত করেন তাঁর স্বজনেরা। বিনয় ট্রেনের নিচে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করেছেন বলে জানিয়েছে পুলিশ।
বিনয় বিশ্বাস কুমারখালী পৌরসভার ২ নম্বর ওয়ার্ড এলংগী এলাকার বীরেন্দ্রনাথ বিশ্বাসের ছেলে। তিনি শহরের সোনাবন্ধু সড়কের অনুপম টেইলার্সের স্বত্বাধিকারী।
পুলিশ ও স্বজন সূত্রে জানা গেছে, ১৪ ফেব্রুয়ারি (শুক্রবার) দুপুরে বিনয় বিশ্বাস তাঁর টেইলার্সের দোকান থেকে বের হন। এরপর আর তিনি বাড়ি বা দোকানে ফেরেননি। স্বজনেরা সম্ভাব্য বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেন। তাকে না পেয়ে ওই দিন রাতে কুমারখালী থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন স্বজনেরা।
রাজবাড়ী রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসিফ মোহম্মদ সিদ্দিকুল ইসলাম মুঠোফোনে প্রথম আলোকে বলেন, দৌলতদিয়া থেকে ছেড়ে আসা কুষ্টিয়াগামী শাটল ট্রেনটি পাচুরিয়া রেলওয়ে স্টেশন এলাকায় পৌঁছালে অজ্ঞাত (বিনয়) ব্যক্তি রেললাইনে মাথা দেন এবং তিনি দ্বিখণ্ডিত হয়ে মারা যান। গত শনিবার বিকেল সাড়ে চারটার দিকে এ ঘটনা ঘটে। পরে মরদেহটি রাজবাড়ী সদর হাসপাতালের মর্গে রাখা হয়।
বিনয়ের জামাতা সুমন বিশ্বাস বলেন, ‘রাজবাড়ী সদর হাসপাতালের মর্গে গিয়ে আমার শ্বশুরের দ্বিখণ্ডিত মরদেহ দেখতে পাই। যতটুকু শোনা গেছে, তিনি ট্রেনের নিচে মাথা দিয়ে আত্মহত্যা করেছেন। তবে কেন আত্মহত্যা করেছেন, তা এখনো জানা যায়নি।’
কুমারখালী থানার উপপরিদর্শক বিপ্লব বিশ্বাস বলেন, নিখোঁজ বিনয়ের দ্বিখণ্ডিত মরদেহটি রাজবাড়ী মর্গে পাওয়া গেছে। স্বজনরা মরদেহটি শনাক্ত করেছেন।
উৎস: Prothomalo
এছাড়াও পড়ুন:
প্রথম বিয়ে দুই মাসও টেকেনি, তৃতীয় বিয়েও বিচ্ছেদে
ছবি: শিল্পীর ফেসবুক