গাজীপুরের শ্রীপুর ও কালিয়াকৈরে পৃথক সড়ক দুর্ঘটনায় ব্যাংক কর্মকর্তা ও দুই চালকসহ পাঁচজন নিহত হয়েছেন। এসব ঘটনায় আহত হয়েছেন আরো তিনজন। 

গাজীপুর জেলার কালিয়াকৈর এবং শ্রীপুর উপজেলা এলাকায় দুর্ঘটনায় তাদের মৃত্যু হয়। রোববার (১৬ ফেব্রুয়ারি) বিকেলে সংশ্লিষ্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দুর্ঘটনা দুটির সত্যতা নিশ্চিত করেছেন।

কালিয়াকৈরে সড়ক দুর্ঘটনায় নিহতরা হলেন- বগুড়ার শিবগঞ্জ উপজেলার জামুরহাট গ্রামের সিরাজ উদ্দিনের ছেলে ট্রাকচালক শাহাদত হোসেন, একই জেলার কাহালু উপজেলার কাজীপাড়া গ্রামের জহিরুল ইসলামের ছেলে ট্রাকচালক সবুজ মিয়া এবং টাঙ্গাইল সদর উপজেলার নন্দবালা গ্রামের আরিফ হোসেন। তিনি ট্রাকের সহযোগী হিসেবে কাজ করতেন।

শ্রীপুরে সড়ক দুর্ঘটনায় নিহতরা হলেন- শেরপুরের নকলা উপজেলার হুজুরিকান্দি গ্রামের রফিকুল ইসলামের ছেলে রাশেদ ইকবাল এবং ময়মনসিংহের হালুয়াঘাট উপজেলার পূর্বপাড়া গ্রামের রুহুল আমিনের ছেলে ব্যাংক কর্মকর্তা আবু বক্কর ছিদ্দিক। 

শনিবার শ্রীপুরের মওনা ইউনিয়নের কাওরান বাজার এবং গাজীপুর ইউনিয়নের এমসি বাজার এলাকায় দুর্ঘটনা দুটি ঘটে।

নওজোড় হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রইছ উদ্দিন জানান, রবিবার ভোর সাড়ে ৪টার দিকে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের উপজেলার বোর্ডঘর এলাকায় তিন ট্রাকের সংঘর্ষে দুই চালক এবং তাদের এক সহযোগীর মৃত্যু হয়।

অপরদিকে, গাজীপুরের শ্রীপুরে পৃথক সড়ক দুর্ঘটনায় ব্যাংক কর্মকর্তাসহ দুজনের মৃত্যু হয়েছে। তাদের মধ্যে একজন লেগুনার সঙ্গে মুখোমুখি সংঘর্ষে এবং অপরজন পথচারীকে বাঁচাতে গিয়ে সড়কে পড়ে নিহত হন। 

শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জয়নাল আবেদীন মণ্ডল জানান, ব্যাংক কর্মকর্তা আবু বক্কর ছিদ্দিক মাওনা চৌরাস্তা থেকে কালিয়াকৈর যাচ্ছিলেন। মাওনা-কালিয়াকৈর সড়কের কাওরান বাজারে পৌঁছালে লেগুনার সঙ্গে মুখোমুখি সংঘর্ষে মোটরসাইকেল চালক গুরুতর আহত হন। স্থানীয়রা তাকে উদ্ধার করে মাওনা চৌরাস্তা আলহেরা হাসপাতালে চিকিৎসার পর শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। ওই হাসপাতালে পরীক্ষা পর কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এ দুর্ঘটনায় আরো তিনজন আহত হয়েছেন। তাদের পরিচয় জানাতে পারেনি পুলিশ।

আবু বক্কর ছিদ্দিক গাজীপুরের কালিয়াকৈর প্রাইম ব্যাংকের শাখা ব্যবস্থাপক (অপারেশনস) হিসেবে দায়িত্বরত ছিলেন।

ঢাকা/রফিক/এস

.

উৎস: Risingbd

কীওয়ার্ড: চ কর চ কর সড়ক দ র ঘটন য় উপজ ল র র উপজ ল

এছাড়াও পড়ুন:

ঈদে ভার্সেটাইল মিডিয়ার তারকাবহুল আয়োজন

ঈদের আনন্দকে আরও বেশি রঙিন করতে ভার্সেটাইল মিডিয়া নিয়ে আসছে  তারকাবহুল তিন নাটক। যে নাটকগুলোতে থাকছেন এই সময়ের সেরা নাট্যকার, নির্মাতা ও অভিনয়শিল্পীদের অংশগ্রহণ।  এতে অভিনয় করেছেন মুশফিক ফারহান,  অর্চিতা স্পর্শিয়া, নিলয় আলমগীর, হিমি, আরশ খান ও তাসনুভা তিশা। 

তিনটি বৈচিত্র্যময় গল্পের এই নাটকের একটি ‘প্রতিদান’। ফেরারি ফরহাদের চিত্রনাট্যে নাটকটি পরিচালনা করেছেন শাহ মুহাম্মদ রাকিব। প্রবাসী এক তরুণের দেশে ফেরার পর তার অর্থ ও সম্পর্কের ক্রাইসিস নিয়ে এগিয়েছে এর গল্প। যে গল্পে প্রবাসী তরুণের চরিত্রে অভিনয় করেছেন মুশফিক ফারহান। তার বিপরীতে আছেন অর্চিতা স্পর্শিয়া। এতে আরও অভিনয় করেছেন আজিজুল হাকিম, শিল্পী সরকার অপু, হিমে হাফিজ ও নিকোল কুমার মণ্ডলসহ অনেকেই। 

নাটকে এই সময়ের অন্যতম আলোচিত জুটি নিলয় আলমগীর ও জান্নাতুল সুমাইয়া হিমি। এই জুটিকে নিয়ে ভার্সেটাইল মিডিয়ার নিয়ে আসছে নাটক ‘সামার ভ্যাকেশন’। নাটকটি মূলত কিছুটা কমিডি ঘরানার। কিন্তু তাতে নেই কোনো ভাড়ামি।  শহরে বড়লোক বাবার উড়ণচণ্ডি  এক জীবনকে উপভোগ করতে গ্রামে যান। এর ঘটে নানা ঘটনা। মূলত নাটকটির গল্পে অজপাড়া গায়ে সুন্দর একটি গল্প চিত্রায়িত হয়েছে এতে। নির্মাতা মাহমুদ হাসান রানার পরিচালনায় এতে নিলয়-হিমি ছাড়াও বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন সাবরিনা রনি,জুলফিকার চঞ্চল, ইমরান আজান, আশরাফুল ইসলাম বাবু, মোহিত তমালসহ অনেকেই।

তরুণ অভিনেতা আরশ খানের সঙ্গে তাসনুভা তিশাকে জুটি করে নির্মাতা সকাল আহমেদ নির্মাণ করেছেন নাটক ‘পাপজন্ম’। নির্মাতার ভাষ্যে, একটি চমকপ্রদ গল্প, দুর্দান্ত অভিনয় আর অসাধারণ নির্মাণশৈলী দেখা যাবে নাটকটিতে। এতে বিভিন্ন চরিত্রে আরশ-তাসনুভা তিশা ছাড়াও আরও অভিনয় করেছেন মাহমুদুল ইসলাম মিঠু,রকি খান, শম্মা নিজাম, শাখাওয়াত শোভন,মনোজ রয়সহ অনেকেই। 

চাঁদরাত থেকে নাটকগুলো ভার্সেটাইল মিডিয়ার ইউটিউব চ্যানেলে প্রচার করা হবে। 
 

সম্পর্কিত নিবন্ধ