গাজীপুরের শ্রীপুর ও কালিয়াকৈরে পৃথক সড়ক দুর্ঘটনায় ব্যাংক কর্মকর্তা ও দুই চালকসহ পাঁচজন নিহত হয়েছেন। এসব ঘটনায় আহত হয়েছেন আরো তিনজন। 

গাজীপুর জেলার কালিয়াকৈর এবং শ্রীপুর উপজেলা এলাকায় দুর্ঘটনায় তাদের মৃত্যু হয়। রোববার (১৬ ফেব্রুয়ারি) বিকেলে সংশ্লিষ্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দুর্ঘটনা দুটির সত্যতা নিশ্চিত করেছেন।

কালিয়াকৈরে সড়ক দুর্ঘটনায় নিহতরা হলেন- বগুড়ার শিবগঞ্জ উপজেলার জামুরহাট গ্রামের সিরাজ উদ্দিনের ছেলে ট্রাকচালক শাহাদত হোসেন, একই জেলার কাহালু উপজেলার কাজীপাড়া গ্রামের জহিরুল ইসলামের ছেলে ট্রাকচালক সবুজ মিয়া এবং টাঙ্গাইল সদর উপজেলার নন্দবালা গ্রামের আরিফ হোসেন। তিনি ট্রাকের সহযোগী হিসেবে কাজ করতেন।

শ্রীপুরে সড়ক দুর্ঘটনায় নিহতরা হলেন- শেরপুরের নকলা উপজেলার হুজুরিকান্দি গ্রামের রফিকুল ইসলামের ছেলে রাশেদ ইকবাল এবং ময়মনসিংহের হালুয়াঘাট উপজেলার পূর্বপাড়া গ্রামের রুহুল আমিনের ছেলে ব্যাংক কর্মকর্তা আবু বক্কর ছিদ্দিক। 

শনিবার শ্রীপুরের মওনা ইউনিয়নের কাওরান বাজার এবং গাজীপুর ইউনিয়নের এমসি বাজার এলাকায় দুর্ঘটনা দুটি ঘটে।

নওজোড় হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রইছ উদ্দিন জানান, রবিবার ভোর সাড়ে ৪টার দিকে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের উপজেলার বোর্ডঘর এলাকায় তিন ট্রাকের সংঘর্ষে দুই চালক এবং তাদের এক সহযোগীর মৃত্যু হয়।

অপরদিকে, গাজীপুরের শ্রীপুরে পৃথক সড়ক দুর্ঘটনায় ব্যাংক কর্মকর্তাসহ দুজনের মৃত্যু হয়েছে। তাদের মধ্যে একজন লেগুনার সঙ্গে মুখোমুখি সংঘর্ষে এবং অপরজন পথচারীকে বাঁচাতে গিয়ে সড়কে পড়ে নিহত হন। 

শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জয়নাল আবেদীন মণ্ডল জানান, ব্যাংক কর্মকর্তা আবু বক্কর ছিদ্দিক মাওনা চৌরাস্তা থেকে কালিয়াকৈর যাচ্ছিলেন। মাওনা-কালিয়াকৈর সড়কের কাওরান বাজারে পৌঁছালে লেগুনার সঙ্গে মুখোমুখি সংঘর্ষে মোটরসাইকেল চালক গুরুতর আহত হন। স্থানীয়রা তাকে উদ্ধার করে মাওনা চৌরাস্তা আলহেরা হাসপাতালে চিকিৎসার পর শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। ওই হাসপাতালে পরীক্ষা পর কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এ দুর্ঘটনায় আরো তিনজন আহত হয়েছেন। তাদের পরিচয় জানাতে পারেনি পুলিশ।

আবু বক্কর ছিদ্দিক গাজীপুরের কালিয়াকৈর প্রাইম ব্যাংকের শাখা ব্যবস্থাপক (অপারেশনস) হিসেবে দায়িত্বরত ছিলেন।

ঢাকা/রফিক/এস

.

উৎস: Risingbd

কীওয়ার্ড: চ কর চ কর সড়ক দ র ঘটন য় উপজ ল র র উপজ ল

এছাড়াও পড়ুন:

কথা রাখেনি দীঘি,যোগ হলেন পূজা

বছরের শুরুতে ‘টগর’ নামে নতুন এক সিনেমার নাম ঘোষণা করেন পরিচালক আলোক হাসান। অ্যানাউন্সমেন্ট টিজারে সেদিন নায়ক আদর আজাদের সঙ্গে দেখা গিয়েছিল প্রার্থনা ফারদীন দীঘিকে। দেড় মাস পর জানা গেল, ‘টগর’ নামের সেই ছবি থেকে বাদ পড়েছেন দীঘি। আর দীগি যে চরিত্রের জন্য চূড়ান্ত হয়েছিলেন, সেটি করছেন পূজা চেরী। এরই মধ্যে দীঘিকে বাদ দিয়ে পূজা চেরীর সঙ্গে চুক্তিপত্রের আনুষ্ঠানিকতা সেরে নিয়েছে প্রযোজনা প্রতিষ্ঠান। আজ শনিবার প্রকাশিত হওয়া মোশন পোস্টারে আদর আজাদের সঙ্গে দেখা গেল পূজা চেরীকে।

দীঘিকে বাদ দেওয়ার বিষয়ে জানতে পরিচালক আলোক হাসান বলেন, ‘দীঘির মধ্যে পেশাদারত্বের অভাব পেয়েছি। আমাদের সঙ্গে ছবিটি নিয়ে কথাবার্তা হওয়ার পর থেকেই কোনো ধরনের যোগাযোগ করেনি। স্ক্রিপ্ট পর্যন্ত পড়েনি। এমনকি তাঁর সঙ্গে ছবিটি নিয়ে আরও যা যা বিষয়ে কথাবার্তা হয়েছে, কোনো কথা রাখেননি দীঘি। তাই আমাদেরকে বাধ্য হয়ে ছবিটি থেকে দীঘিকে বাদ দেওয়ার মতো সিদ্ধান্ত নিতে হয়েছে।’
তবে দীঘির সঙ্গে আমার ব্যক্তিগত কোনো জটিলতা নেই। একজন পরিচালক হিসেবে নায়িকার মধ্যে পেশাদারি আচরণ না দেখার কারণে আমাকে এ সিদ্ধান্ত নিতে হয়েছে। এটা পুরোপুরি ছবির স্বার্থে। তা না হলে একজন শিল্পীকে সাইন করিয়ে, টিজার শুট করিয়ে তাঁকে বাদ দেওয়ার তো কোনো কারণ নেই। একটা টিজার শুট করার পেছনেও তো বিনিয়োগ করতে হয়েছে। সেটাও তো কোনো ছোট বিনিয়োগ নয়।

টগর সিনেমার লুকে চিত্রনায়িকা পূজা চেরী। ছবি: নির্মাতার সৌজন্যে

সম্পর্কিত নিবন্ধ