‘মানুষের মুক্তির গান বারবার উঠে এসেছে তাঁর গলায়’
Published: 16th, February 2025 GMT
বাংলা ছিল তাঁর স্বপ্ন দেখার ভাষা। দ্রোহের ভাষা, ভালোবাসার ভাষা। সেই ভাষাতেই আজীবন খালি গলায় গান গেয়ে গেছেন প্রতুল মুখোপাধ্যায়। ‘বাংলা যে তার দৃপ্ত স্লোগান, ক্ষিপ্ত তীর ধনুক’। সেই বাংলাতেই ‘তৃপ্ত শেষ চুমুক’ দিয়ে গতকাল শনিবার ৮৩ বছর বয়সে বিদায় নিলেন বরেণ্য এ কণ্ঠশিল্পী। আপন সৃষ্টিকর্ম তাঁকে স্মরণীয় করে রাখবে। প্রিয় এই শিল্পীর প্রতি তারকাদের শ্রদ্ধাঞ্জলি
সৈয়দ আবদুল হাদী
‘বাংলার মায়াভরা পথে’ হাঁটা তাঁর শেষ হলো। প্রতুল মুখোপাধ্যায়ের সঙ্গে আমার সরাসরি দেখা হয়নি। তাঁর গানের সঙ্গে আমার পরিচয় অনেক আগে থেকেই। যন্ত্রসংগীতের সাহায্য ছাড়া খালি গলায় তিনি কী দারুণ গাইতেন। ‘আমি বাংলায় গান গাই, আমি বাংলার গান গাই’ গানটির কথা ও সুর অনেক পরিচিত হয়ে উঠেছে এবং তা কানে এলে অনেকটা যেন একটা দোলা অনুভব করা যায়। বিদায় প্রিয় প্রতুল মুখোপাধ্যায়। এ বাংলাতেই চিরকাল আপনাকে আমরা খুঁজে নেব!
খুরশীদ আলম
গান লিখেছেন, সুর দিয়েছেন। সবই বাংলায়। গণসংগীত নিয়ে থেকেছেন। কোনো বিশেষ ধরনে আবদ্ধ হয়ে থাকেননি। মাঝিমাল্লাদের থেকে যেমন ভাটিয়ালি শিখেছেন, তেমনই অনুপ্রেরণা নিয়েছেন বাংলা আধুনিক গান থেকেও। এমনকি জাপানি গান থেকেও শুষে নিয়েছেন গানের মূল্যবোধ। প্রতুল মুখোপাধ্যায় শেষ বয়স পর্যন্ত দৃপ্ত গলায় গেয়ে গেছেন বাংলা গান, বাংলার গান। তাঁর অনেক সৃষ্টির মধ্যে ‘আমি বাংলায় গান গাই’ গানটি বিশেষভাবে সমাদৃত। বাংলার সংস্কৃতি যতদিন থাকবে ততদিনই বেঁচে থাকবে তাঁর গাওয়া ‘আমি বাংলায় গান গাই’-এর মতো জনপ্রিয় গান।
তিমির নন্দী
সচরাচর কোনো বাদ্যযন্ত্র ব্যবহার করতেন না প্রতুল মুখোপাধ্যায়। সেতারের সুর পছন্দ করতেন। পছন্দ করতেন স্পষ্ট ভাষায় কথা বলাও। বিকৃত উচ্চারণ পছন্দ করতেন না। তাঁর উচ্চারণের মতোই স্পষ্ট ছিল রাজনৈতিক বক্তব্যও। মানুষের মুক্তির গান বারবার উঠে এসেছে তাঁর গলায়। তাঁর প্রয়াণের মধ্যে দিয়ে বাংলা ও বাঙালিদের কাছে তৈরি হলো বিরাট শূন্যতা। তাঁর প্রতি আমার বিনম্র শ্রদ্ধাঞ্জলি।
কোনাল
বাংলা ভাষা নিয়ে লড়াইয়ের মাসেই আপনার প্রস্থান হলো শ্রদ্ধেয় প্রতুল মুখোপাধ্যায়। তাঁর সৃষ্টি, ‘আমি বাংলায় গান গাই’ থেকে যাবে যত দিন বাংলা আছে, বাঙালি আছে। শ্রদ্ধেয় প্রতুল দা, গান আর নেওয়া হলো না আপনার কাছ থেকে। জীবন এ রকমই। আপনার এই স্থায়ী ঠিকানাটা শান্তির হোক।
উৎস: Samakal
কীওয়ার্ড: করত ন
এছাড়াও পড়ুন:
এয়ার ইন্ডিয়ার ওপর ক্ষোভ ঝাড়লেন মন্ত্রী
ভারতের কেন্দ্রীয় সরকারের কৃষিমন্ত্রী শিবরাজ সিং চৌহান জানিয়েছেন, তাঁর কাছে ভাঙা সিটের টিকিট বিক্রি করেছে এয়ার ইন্ডিয়া।
গতকাল শনিবার এ নিয়ে ক্ষোভ জানিয়ে সামাজিক মাধ্যম এক্সে তিনি লেখেন, এয়ার ইন্ডিয়া ‘যাত্রীদের সঙ্গে প্রতারণা’ করছে।
তিনি জানান, ভাঙা সিটের ব্যাপারে বিমানের এক ক্রুকে জিজ্ঞেস করা হলে তাঁকে বলা হয়, সিটটিতে যে ত্রুটি রয়েছে, সেটি সংস্থাকে জানানো হয়েছিল। এর টিকিট বিক্রি না করতেও বলা হয়েছিল।
এক্সে শিবরাজ সিং লেখেন, ‘পুসার কিষাণ মেলা উদ্বোধন করতে আজ আমার ভোপাল থেকে দিল্লি আসতে হয়। সেখানে বিভিন্ন প্রতিনিধিদের সঙ্গে আমার আলোচনা হয়। আমি এয়ার ইন্ডিয়ার ফ্লাইট নাম্বার এআই৪৩৬ এ একটি টিকিট বুক করি। আমাকে ৮সি সিটটি দেওয়া হয়। বসতে গিয়ে দেখি সিটটি ভাঙা; নিচু হয়ে আছে। সেখানে বসতে অস্বস্তি হচ্ছিল।’ এনডিটিভি।