ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের অধীনে ২০২৪–২০২৫ শিক্ষাবর্ষে প্রফেশনাল মাস্টার ইন গভর্ন্যান্স স্টাডিজ (পিএমজিএস) প্রোগ্রামে ১৭তম ব্যাচ ১ম সেমিস্টারে ভর্তির প্রক্রিয়া শুরু হয়েছে। এ কোর্সের মেয়াদ ১৯ মাস। আবেদন ফি ১ হাজার ৫০০ টাকা।

ভর্তির যোগ্যতা: প্রার্থীকে যেকোনো বিষয়ে ন্যূনতম স্নাতক ডিগ্রির অধিকারী হতে হবে। স্নাতকসহ সব পাবলিক পরীক্ষায় ন্যূনতম দ্বিতীয় শ্রেণি/সিজিপিএ ২.

৫০ থাকতে হবে। সরকারি–বেসরকারি পর্যায়ে চাকরিরত প্রার্থীরা আবেদন করতে পারবেন।

আরও পড়ুনজাতীয় বিশ্ববিদ্যালয়ে প্রফেশনাল মাস্টার্স, ফি ৩০০ টাকা১৫ ফেব্রুয়ারি ২০২৫

আবেদনপত্র সংগ্রহ: ২৬ ফেব্রুয়ারি ২০২৫ তারিখের মধ্যে রাষ্ট্রবিজ্ঞান বিভাগের কার্যালয় থেকে (শনিবার থেকে বৃহস্পতিবার প্রতিদিন সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত এবং শুক্রবার বেলা ৩টা থেকে রাত ৮টা পর্যন্ত) আবেদনপত্র ও আনুষঙ্গিক কাগজপত্র সংগ্রহ করা যাবে। আবেদনপত্র যথাযথভাবে পূরণ করে তিন কপি পাসপোর্ট সাইজের ছবি, সব পরীক্ষার সনদ ও নম্বরপত্রের সত্যায়িত ফটোকপিসহ নির্দিষ্ট সময়ের মধ্যে জমা দিতে হবে।

আরও পড়ুনবিদেশে পড়াশোনা, বিশ্ববিদ্যালয়–বিষয় বেছে নিতে অনুসরণ করুন এই ১২ ধাপ ৮ ঘণ্টা আগে

আবেদনের শেষ দিন ২৬ ফেব্রুয়ারি ২০২৫। ভর্তি পরীক্ষা ২৮ ফেব্রুয়ারি ২০২৫, শুক্রবার, সময় বেলা তিনটা। বিস্তারিত তথ্যের জন্য ওয়েবসাইট ।

উৎস: Prothomalo

এছাড়াও পড়ুন:

মাস্তুল ফাউন্ডেশনের যাকাত কনফারেন্স ২০২৫-এর আয়োজন

প্রতি বছরের মতো এবারও আয়োজন হতে চলেছে মাস্তুল ফাউন্ডেশনের ‘যাকাত কনফারেন্স-২০২৫’। আগামী বুধবার (২৬ ফ্রেব্রুয়ারি) প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলে মাস্তুল ফাউন্ডেশন এবং আল যাকাত সাদাকা ফাউন্ডেশন কর্তৃক আয়োজিত হচ্ছে এ কনফারেন্স।

শুক্রবার (২১ ফেব্রুয়ারি) যাকাত কনফারেন্স আয়োজন কমিটির আহ্বায়ক রায়হান রহমান এই তথ্য জানান। 

দিনব্যাপী আয়োজিত এই সম্মেলনের মূল লক্ষ্য যাকাতের মাধ্যমে কীভাবে সামাজিক উন্নয়ন ও দারিদ্র্যতা বিমোচন করা যায়। বিগত ছয় বছর ধরে এই বিষয়টি নিয়ে মাস্তুল ফাউন্ডেশন নিরলসভাবে কাজ করে যাচ্ছে। 

২০২৫-এর যাকাত সম্মেলনের মূল উদ্দেশ্য দারিদ্র বিমোচন ও মানবিক উন্নয়নে যাকাতের কার্যকারিতা ও সম্ভাব্য ভূমিকা তুলে ধরা ও কার্যকর ব্যবস্থা তৈরি করা। যাকাতের গুরুত্ব সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধি, যাকাতের মাধ্যমে কীভাবে কর্মসংস্থান সৃষ্টি করা যায়।

এটা যাকাতের ফরজিয়ত ও গুরুত্ব, যাকাতের শুদ্ধ অনুশীলন ও প্রসার, যাকাতের হিসাব ও পরিমাণ নির্ধারণ, যাকাতের আধুনিক প্রয়োগ, যাকাত বিতরণের ক্ষেত্রে স্বচ্ছতা ও জবাবদিহিতা, যাকাত সংগ্রহ ও বিতরণকারী প্রতিষ্ঠানগুলোর জন্য কর্মশালা।

এই সম্মেলনে উপস্থিত থাকবেন দেশ-বিদেশের বিখ্যাত ইসলামিক স্কলারগণ, সরকারি একাধিক কর্মকর্তাবৃন্দ, সমাজসেবীরা, বেসরকারি প্রতিষ্ঠান, উন্নয়ন বিশেষজ্ঞ, শিক্ষাবিদ, ডক্টরগণ এবং মাস্তুল ফাউন্ডেশনের সকল দাতা ও শুভাকাঙ্ক্ষীরা।

আয়োজন কমিটির আহ্বায়ক রায়হান রহমান বলেন, “আমরা স্বপ্ন দেখি একটি বৈষম্যহীন, দারিদ্র্য মুক্ত সমাজের। আর তা শুধুমাত্র সম্ভব সঠিকভাবে যাকাত বণ্টনের মাধ্যমে।”

তিনি আরো বলেন, “সম্মেলনে একটি কর্মশালা আয়োজন করা হবে, যেখানে যাকাত সংগ্রহ ও বিতরণের সেরা পদ্ধতি নিয়ে আলোচনা হবে।”

মাস্তুল ফাউন্ডেশন বহুমুখী সমাজসেবামূলক কার্যক্রমের মধ্যে রয়েছে নিজস্ব স্কুল, মাদ্রাসা, এতিমখানা ও বৃদ্ধাশ্রম যেখানে শতাধিক পিতামাতাহীন অনাথ/এতিম শিক্ষার্থী ও বৃদ্ধ-বৃদ্ধা বসবাস করেন। এর বাইরে কয়েক জেলায় প্রজেক্ট স্কুলগুলোতে হাজারের অধিক সুবিধাবঞ্চিত মেধাবী শিক্ষার্থীদের সকল শিক্ষার উপকরণ দেয়ার পাশাপাশি স্বাস্থ্য, পুষ্টিকর খাবার, শিশু অধিকার, মৌলিক চাহিদা নিশ্চয়তা করা হচ্ছে। এছাড়া চিকিৎসা খাতে দেশের মানুষের পাশে দাঁড়াতে ‘মাস্তুল এইড’ প্রকল্পের মাধ্যমে অর্ধশতাধিকের অধিক সড়ক দুর্ঘটনায় আহত অসচ্ছল পঙ্গুত্ববরণকারী রোগীদের চিকিৎসা সেবার পাশাপাশি হুইলচেয়ার ও কৃত্রিম পা দিয়ে সাবলম্বী করছে।

মাস্তুল ফাউন্ডেশনের রয়েছে সেলাই প্রশিক্ষণ কেন্দ্র, কম্পিউটার প্রশিক্ষণ কেন্দ্র যার মাধ্যমে সুবিধাবঞ্চিত জনগোষ্ঠীকে কর্মক্ষম করে তোলা হচ্ছে। এর বাইরে যাকাত স্বাবলম্বী প্রজেক্টের মাধ্যমে ১০০০ জনের বেশি মানুষকে স্বাবলম্বী করা হয়েছে। মাস্তুলের প্রধান কাজের মধ্যে রয়েছে দাফন-কাফন সেবা প্রজেক্ট, যার মাধ্যমে করোনার শুরু থেকে এখন পর্যন্ত ৩০০০-এর অধিক লাশ দাফন হয়েছে। রয়েছে মাস্তুল মেহমানখানা, যেখান থেকে শতাধিক অসহায় নিম্ন আয়ের মানুষের একবেলা পেট পুরে খাওয়ার ব্যাবস্থা হয়।

ঢাকা/এস

সম্পর্কিত নিবন্ধ

  • সংখ্যালঘু সম্প্রদায়ের শিক্ষার্থীরা পাবে বৃত্তি, আবেদন ফরমে
  • বাংলাদেশ পুলিশে চাকরি, পদ ১৬, আবেদন করুন দ্রুত
  • বেসরকারি সংস্থায় ঢাকার বাইরে চাকরি, বেতন লাখের বেশি
  • আজ টিভিতে যা দেখবেন (২২ ফেব্রুয়ারি ২০২৫)
  • বড় জয়ে শুরু দ. আফ্রিকার
  • মাস্তুল ফাউন্ডেশনের যাকাত কনফারেন্স ২০২৫-এর আয়োজন
  • শিপিং করপোরেশনে চাকরি, পদ ২০, দ্রুত আবেদন করুন
  • ৪৭তম বিসিএসে এ পর্যন্ত আবেদন জমা কত
  • ঢাকা বিশ্ববিদ্যালয়ে আধুনিক ভাষা ইনস্টিটিউটে ১৬টি ভাষা কোর্সে ভর্তি
  • ইউক্রেনের অভিবাসীদের আবেদনপত্র গ্রহণ স্থগিত করল যুক্তরাষ্ট্র