ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের অধীনে ২০২৪–২০২৫ শিক্ষাবর্ষে প্রফেশনাল মাস্টার ইন গভর্ন্যান্স স্টাডিজ (পিএমজিএস) প্রোগ্রামে ১৭তম ব্যাচ ১ম সেমিস্টারে ভর্তির প্রক্রিয়া শুরু হয়েছে। এ কোর্সের মেয়াদ ১৯ মাস। আবেদন ফি ১ হাজার ৫০০ টাকা।

ভর্তির যোগ্যতা: প্রার্থীকে যেকোনো বিষয়ে ন্যূনতম স্নাতক ডিগ্রির অধিকারী হতে হবে। স্নাতকসহ সব পাবলিক পরীক্ষায় ন্যূনতম দ্বিতীয় শ্রেণি/সিজিপিএ ২.

৫০ থাকতে হবে। সরকারি–বেসরকারি পর্যায়ে চাকরিরত প্রার্থীরা আবেদন করতে পারবেন।

আরও পড়ুনজাতীয় বিশ্ববিদ্যালয়ে প্রফেশনাল মাস্টার্স, ফি ৩০০ টাকা১৫ ফেব্রুয়ারি ২০২৫

আবেদনপত্র সংগ্রহ: ২৬ ফেব্রুয়ারি ২০২৫ তারিখের মধ্যে রাষ্ট্রবিজ্ঞান বিভাগের কার্যালয় থেকে (শনিবার থেকে বৃহস্পতিবার প্রতিদিন সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত এবং শুক্রবার বেলা ৩টা থেকে রাত ৮টা পর্যন্ত) আবেদনপত্র ও আনুষঙ্গিক কাগজপত্র সংগ্রহ করা যাবে। আবেদনপত্র যথাযথভাবে পূরণ করে তিন কপি পাসপোর্ট সাইজের ছবি, সব পরীক্ষার সনদ ও নম্বরপত্রের সত্যায়িত ফটোকপিসহ নির্দিষ্ট সময়ের মধ্যে জমা দিতে হবে।

আরও পড়ুনবিদেশে পড়াশোনা, বিশ্ববিদ্যালয়–বিষয় বেছে নিতে অনুসরণ করুন এই ১২ ধাপ ৮ ঘণ্টা আগে

আবেদনের শেষ দিন ২৬ ফেব্রুয়ারি ২০২৫। ভর্তি পরীক্ষা ২৮ ফেব্রুয়ারি ২০২৫, শুক্রবার, সময় বেলা তিনটা। বিস্তারিত তথ্যের জন্য ওয়েবসাইট ।

উৎস: Prothomalo

এছাড়াও পড়ুন:

যুক্তরাষ্ট্র ছেড়ে শিক্ষার্থীরা কানাডার বিশ্ববিদ্যালয়ে আবেদন করছেন, কারণ কী

যুক্তরাষ্ট্রে বসবাসকারী শিক্ষার্থীরা আগের চেয়ে আরও বেশি করে এখন কানাডার বিশ্ববিদ্যালয়গুলোয় আবেদন করছেন কিংবা সেখানে পড়াশোনার ব্যাপারে আগ্রহ দেখাচ্ছেন। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প মার্কিন বিশ্ববিদ্যালয়গুলোয় কেন্দ্রীয় তহবিল স্থগিত এবং বিদেশি শিক্ষার্থীদের ভিসা বাতিল করার পর এমন প্রবণতা বাড়তে দেখা গেছে।

কানাডার ব্রিটিশ কলাম্বিয়া বিশ্ববিদ্যালয়ের ভ্যাঙ্কুভার ক্যাম্পাসের কর্মকর্তারা বলেছেন, ২০২৫ শিক্ষাবর্ষে স্নাতক ভর্তি-ইচ্ছুক মার্কিন নাগরিকদের আবেদনের হার ১ মার্চ নাগাদ ২০২৪ সালের পুরো বছরের তুলনায় ২৭ শতাংশ বেড়েছে।

স্নাতক পর্যায়ে ভর্তি-ইচ্ছুক মার্কিন নাগরিকদের সংখ্যা ক্রমাগত বাড়তে থাকায় চলতি সপ্তাহে ব্রিটিশ কলাম্বিয়া বিশ্ববিদ্যালয়ের ভ্যাঙ্কুভার ক্যাম্পাস কর্তৃপক্ষ স্নাতক পর্যায়ের বিভিন্ন ক্ষেত্রে নতুন করে ভর্তি কার্যক্রম শুরু করেছে। মার্কিন শিক্ষার্থীদের যাঁরা সেপ্টেম্বরে শিক্ষা কার্যক্রম শুরু করার আশা করছেন, তাঁদের কাছ থেকে আবেদন গ্রহণের পরিকল্পনা করা হচ্ছে।

শিক্ষার্থীদের সংখ্যার দিক থেকে কানাডার সবচেয়ে বড় বিশ্ববিদ্যালয় হলো টরন্টো বিশ্ববিদ্যালয়। বিশ্ববিদ্যালয়টির কর্তৃপক্ষও বলেছে, তাদের ২০২৫ সালের শিক্ষা কার্যক্রমে অংশ নিতে জানুয়ারি পর্যন্ত সময়সীমা দেওয়া হয়েছিল। এ সময়ের মধ্যে আরও অনেক মার্কিন নাগরিক আবেদন করেছেন। অন্যদিকে ওয়াটারলু বিশ্ববিদ্যালয়ের একজন মুখপাত্র বলেছেন, সেপ্টেম্বর থেকে ক্যাম্পাসে এবং এর ওয়েবসাইটে মার্কিন নাগরিকদের আনাগোনা বেড়েছে।

টরন্টো ও ওয়াটার লু বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ ভর্তিচ্ছুদের আগ্রহ বৃদ্ধির কারণ উল্লেখ করেনি। তবে ব্রিটিশ কলাম্বিয়া বিশ্ববিদ্যালয়ের ভ্যাঙ্কুভার ক্যাম্পাস কর্তৃপক্ষ এর জন্য ট্রাম্প প্রশাসনের নীতিমালাকে দায়ী করেছে।

ট্রাম্প প্রশাসন বেশ কিছু বিশ্ববিদ্যালয়ের জন্য লাখ লাখ ডলার কেন্দ্রীয় তহবিল স্থগিত করেছেন। বিশ্ববিদ্যালয়গুলোকে তাদের নীতিমালা পরিবর্তনের জন্য চাপ দিতে এমন পদক্ষেপ নেওয়া হয়েছে।

ট্রাম্প প্রশাসন বলছে, ক্যাম্পাসগুলো ইহুদিবিদ্বেষের বিরুদ্ধে লড়াইয়ে ব্যর্থ হয়েছে। যুক্তরাষ্ট্রে ফিলিস্তিনপন্থী বিক্ষোভে অংশ নিয়ে আটক হওয়া কিছু বিদেশি শিক্ষার্থীকে দেশে ফেরত পাঠানোর প্রক্রিয়া শুরু করেছে প্রশাসন। পাশাপাশি শত শত শিক্ষার্থীর ভিসা বাতিল করা হয়েছে।

ট্রাম্প প্রশাসনের এসব সিদ্ধান্তের কারণে যুক্তরাষ্ট্রে বাক্‌স্বাধীনতা এবং শিক্ষাঙ্গনের স্বাধীনতা প্রশ্নে উদ্বেগ তৈরি হয়েছে।

একই সময়ে বিদেশি শিক্ষার্থীদের প্রবেশ সীমিত করেছে কানাডা। টানা দ্বিতীয় বছরের মতো এমন পদক্ষেপ নিয়েছে তারা। এর মানে যুক্তরাষ্ট্র ও অন্য বিদেশি শিক্ষার্থীরা সেখানকার বিশ্ববিদ্যালয়গুলোতে জায়গা কম পাবে।

কানাডার অভিবাসন মন্ত্রণালয় বলেছে, যতজন শিক্ষার্থীকে আবাসনসহ প্রয়োজনীয় সুযোগ-সুবিধা দেওয়া সম্ভব হবে, ঠিক ততজন শিক্ষার্থীকেই শিক্ষাপ্রতিষ্ঠানগুলো ভর্তি করাবে বলে তারা আশা করছে।

যুক্তরাষ্ট্রের শিক্ষার্থীদের আবেদনের সংখ্যা বাড়ায় ব্রিটিশ কলাম্বিয়া বিশ্ববিদ্যালয়ের ভ্যাঙ্কুভার ক্যাম্পাস কর্তৃপক্ষ স্নাতক পর্যায়ের বিভিন্ন ক্ষেত্রে নতুন করে ভর্তি কার্যক্রম শুরু করেছে

সম্পর্কিত নিবন্ধ

  • ঢাকা বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় শিক্ষা ইউনিটের বিজ্ঞান ও মানবিক শাখার পরীক্ষার ফল প্রকাশ
  • বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ে ডেভেলপমেন্ট স্টাডিজে মাস্টার্সের সুযোগ
  • চুয়াডাঙ্গাবাসীর জন্য সরকারি চাকরি, পদ ৩৯
  • আজ টিভিতে যা দেখবেন (১৭ এপ্রিল ২০২৫)
  • কৃষি মন্ত্রণালয়ের অধীন নিয়োগ, আবেদন ডাকযোগে
  • যুক্তরাষ্ট্র ছেড়ে শিক্ষার্থীরা কানাডার বিশ্ববিদ্যালয়ে আবেদন করছেন, কারণ কী
  • শাহ্‌জালাল ইসলামী ব্যাংক ফাউন্ডেশন দেবে শিক্ষাবৃত্তি, সুযোগ এইচএসসিদের
  • পিএইচডি ফেলোশিপে আবেদন করুন দ্রুত, মাসে ২৫০০০ মিলবে
  • চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ৭৯ পদে চাকরি, আবেদন করুন দ্রুত
  • বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ে অ্যাডভান্স ক্লিনিক্যাল ট্রেনিং ফেলোশিপ, ফি ১০০০০