বাংলাদেশ অ্যাডমিনিস্ট্রেটিভ সার্ভিস অ্যাসোসিয়েশনের ৩৪তম ব্যাচের সভাপতি হয়েছেন রূপগঞ্জের উপজেলা নির্বাহী কর্মকর্তা সাইফুল ইসলাম জয়। আর জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব মো. উজ্জ্বল হোসেনকে সাধারণ সম্পাদক করা হয়েছে। এছাড়া কোষাধ্যক্ষ হয়েছেন স্বাস্থ্যসেবা বিভাগের সিনিয়র সহকারী সচিব মো. মহিউদ্দিন আল হেলাল।

আজ শনিবার বাংলাদেশ ইনস্টিটিউট অব অ্যাডমিনিস্ট্রেশন অ্যান্ড ম্যানেজমেন্ট (বিয়াম) মিলনায়তনে এক জরুরি বিশেষ সভা অনুষ্ঠিত হয়। সভায় এ কমিটি গঠন করা হয়।

অ্যাসোসিয়েশনের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, বাংলাদেশ অ্যাডমিনিস্ট্রেটিভ সার্ভিস অ্যাসোসিয়েশনের (৩৪তম ব্যাচ) এক জরুরি বিশেষ সভা বাংলাদেশ ইনস্টিটিউট অব অ্যাডমিনিস্ট্রেশন অ্যান্ড ম্যানেজমেন্ট (বিয়াম) মিলনায়তনে অনুষ্ঠিত হয়। সভায় ব্যাচের নতুন কমিটি গঠনসংক্রান্ত আলোচনা শেষে ঐক্যমতের ভিত্তিতে নির্বাচনের মাধ্যমে সংক্ষিপ্ত কমিটি গঠনের বিষয়ে সর্বসম্মতিক্রমে সিদ্ধান্ত নেয়া হয়।

নব-নির্বাচিত কমিটি আগামী ৩০ কার্যদিবসের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি গঠন করে প্রকাশ করবেন বলেও এতে জানানো হয়েছে।

.

উৎস: Samakal

এছাড়াও পড়ুন:

নাসিক ৪নং ওয়ার্ড বিএনপির দোয়া ও আলোচনা সভা

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা বাস্তবায়নে ও বিএনপির চেয়ারপর্সন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় সিদ্ধিরগঞ্জের ৪নং ওয়ার্ড বিএনপির উদ্যোগে আলোচনা সভা ও দোয়া  অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (১৭এপ্রিল) বিকালে সিদ্ধিরগঞ্জের শিমরাইল উওরপাড়া এলাকায় এ আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত হয়।

সিদ্ধিরগঞ্জ থানা বিএনপির সহ-সভাপতি সেলিম মাহমুদের সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন হাজী হোসেন, আব্দুল খালেক, খলিল খাঁন, আব্দুল হাসেম, নুরুল ইসলাম, আলমগীর হোসেন, জিবরুল ইসলাম, মোহাম্মদ হোসেন, বাহাউদ্দিন ও সাব্বির প্রমূখ।

সভাপতির বক্তব্য সেলিম মাহমুদ বলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত রাষ্ট্রকাঠামো মেরামতের ৩১ দফা বাস্তবায়ন হলে আগামীর বাংলাদেশের হবে একটি সুখী, সুন্দর, সমৃদ্ধ বাংলাদেশ। এই ৩১ দফা বাস্তবায়নে আমাদের সবাইকে ঐক্যবন্ধ ভাবে কাজ কতে হবে।

তিনি আরো বলেন আপনারা আমাদের প্রিয়নেত্রী বিএনপির চেয়ারপর্সন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার জন্য দোয়া করবেন আল্লাহতালা যেন তাকে সুস্থ করে দেন।

আপনারা আমাদের নারায়ণগঞ্জ ৪-আসনের সাবেক এমপি বীর মুক্তিযোদ্ধা আলহাজ¦ মুহাম্মদ গিয়াসউদ্দিনের জন্য দোয়া করবেন আল্লাহ তাকে যেন সবসময় সুস্থ রাখে ভালো রাখে।
 

সম্পর্কিত নিবন্ধ