বাংলাদেশ অ্যাডমিনিস্ট্রেটিভ সার্ভিস অ্যাসোসিয়েশনের ৩৪তম ব্যাচের সভাপতি হয়েছেন রূপগঞ্জের উপজেলা নির্বাহী কর্মকর্তা সাইফুল ইসলাম জয়। আর জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব মো. উজ্জ্বল হোসেনকে সাধারণ সম্পাদক করা হয়েছে। এছাড়া কোষাধ্যক্ষ হয়েছেন স্বাস্থ্যসেবা বিভাগের সিনিয়র সহকারী সচিব মো. মহিউদ্দিন আল হেলাল।

আজ শনিবার বাংলাদেশ ইনস্টিটিউট অব অ্যাডমিনিস্ট্রেশন অ্যান্ড ম্যানেজমেন্ট (বিয়াম) মিলনায়তনে এক জরুরি বিশেষ সভা অনুষ্ঠিত হয়। সভায় এ কমিটি গঠন করা হয়।

অ্যাসোসিয়েশনের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, বাংলাদেশ অ্যাডমিনিস্ট্রেটিভ সার্ভিস অ্যাসোসিয়েশনের (৩৪তম ব্যাচ) এক জরুরি বিশেষ সভা বাংলাদেশ ইনস্টিটিউট অব অ্যাডমিনিস্ট্রেশন অ্যান্ড ম্যানেজমেন্ট (বিয়াম) মিলনায়তনে অনুষ্ঠিত হয়। সভায় ব্যাচের নতুন কমিটি গঠনসংক্রান্ত আলোচনা শেষে ঐক্যমতের ভিত্তিতে নির্বাচনের মাধ্যমে সংক্ষিপ্ত কমিটি গঠনের বিষয়ে সর্বসম্মতিক্রমে সিদ্ধান্ত নেয়া হয়।

নব-নির্বাচিত কমিটি আগামী ৩০ কার্যদিবসের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি গঠন করে প্রকাশ করবেন বলেও এতে জানানো হয়েছে।

.

উৎস: Samakal

এছাড়াও পড়ুন:

অভিনয়ে না এলে চাষবাস করতেন সালমান

ঈদে উপলক্ষে আগামীকাল বড় পর্দায় মুক্তি পাবে সালমান খান অভিনীত ছবি ‘সিকান্দার’। এ ছবিতে সালমান আর রাশমিকা মান্দানার জুটি বেঁধে আসছেন। এ আর মুরুগাদস পরিচালিত ছবিতে সালমানকে দুরন্ত অ্যাকশন করতে দেখা যাবে। সম্প্রতি মুম্বাইয়ের এক পাঁচতারা হোটেলে সালমান খান মুখোমুখি হয়েছিলেন কয়েকজন বিনোদন সাংবাদিকের। এ আড্ডায় ছিলেন প্রথম আলোর মুম্বাই প্রতিনিধিও।

সালমানের সঙ্গে আলাপচারিতার শুরুতেই উঠে আসে ‘সিকান্দার’ ছবির কথা। এ আর মুরুগাদস অ্যাকশনের জন্য জনপ্রিয়। তবে সালমান জানান, এটা পুরোপুরি অ্যাকশনধর্মী সিনেমা নয়। এ ছবিতে অ্যাকশন, রোমান্স পাবে দর্শক।

সালমান খান। এএফপি

সম্পর্কিত নিবন্ধ