দেশের রঙের দুনিয়ায় নতুন যুগের সূচনা করেছে এশিয়ান পেইন্টস। বাড়ি রাঙাতে এখন আর সাধারণ প্লাস্টিক পেইন্টের ওপর নির্ভর করতে হবে না। কেননা এশিয়ান পেইন্টস নিয়ে এসেছে আল্ট্রা নন-স্টিক ইমালশন, যা রঙের প্রযুক্তিতে নতুন মান স্থাপন করেছে।

এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, আল্ট্রা ননস্টিক ইমালশন সাধারণ প্লাস্টিক পেইন্ট থেকে একেবারে আলাদা। এটি দেয়ালে দাগ বা ময়লা জমতে দেয় না, ফলে দেয়াল পরিষ্কার করা নিয়ে থাকতে পারেন একদম দুশ্চিন্তামুক্ত। এছাড়া এই পেইন্ট পাওয়া যাচ্ছে প্লাস্টিক পেইন্টের সমান মূল্যে।

বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, আল্ট্রা ননস্টিক পেইন্টের ইন্টেরিয়র ভ্যারিয়েন্ট সাধারণ প্লাস্টিক পেইন্টের তুলনায় প্রদান করে ৫ গুণ বেশি মসৃণতা, ২ গুণ বেশি উজ্জ্বলতা এবং আরও প্রাণবন্ত রঙের শেড, যা দেয় দেয়ালের নিখুঁত ফিনিশিংয়ের নিশ্চয়তা। এর সঙ্গে আরও রয়েছে ৫ বছরের পারফরম্যান্স ওয়ারেন্টি।

এই পেইন্টের এক্সটেরিয়র রেঞ্জ রয়েছে আরও এক ধাপ এগিয়ে, যেখানে ব্যবহৃত হয়েছে ডার্ট পিক আপ রেজিস্ট্যান্স ও ওয়েদারগার্ড প্রযুক্তি। এই প্রযুক্তি যে কোনো আবহাওয়াতে দেয়ালের ক্ষতি হতে দেয় না এবং বাহিরের দেয়াল থাকে সম্পূর্ণ দাগহীন। এমনকি, এই এক্সটেরিয়র পেইন্টেও ৫ বছরের পারফরম্যান্স ওয়ারেন্টি রয়েছে।

.

উৎস: Samakal

কীওয়ার্ড: প ল স ট ক প ইন ট স ট ক প ইন ট র

এছাড়াও পড়ুন:

ব্রাজিলের সেই আন্তনিকে কিনতেই এখন ‘গণচাঁদা’ তোলার ডাক

ম্যানচেস্টার ইউনাইটেডে অনেক প্রত্যাশা নিয়ে গিয়েও সফল হতে পারেননি আন্তনি। জাতীয় দল ব্রাজিলেও পারেননি থিতু হতে। প্রতিভাবান হয়েও ধারাবাহিক ব্যর্থতার কারণে একপর্যায়ে কোণঠাসা হয়ে পড়েন। শেষ পর্যন্ত ইউনাইটেড থেকে গত জানুয়ারিতে ধারে যোগ দেন রিয়াল বেতিসে।

ইংল্যান্ড থেকে স্পেনে যাওয়ার পর আন্তনি যেন আমূল বদলে গেছেন। একের পর এক ম্যাচে দুর্দান্ত পারফরম্যান্সে সাহায্য করে যাচ্ছেন বেতিসকে। কখনো গোল করে, কখনো গোলে সহায়তা করে আবার কখনো শুধু খেলা দিয়েই নিজের সক্ষমতার প্রমাণ দিয়ে যাচ্ছেন।

বেতিসের হয়ে সব প্রতিযোগিতা মিলিয়ে ১২ ম্যাচে ৪ গোল করার পাশাপাশি ৪টি গোলও করিয়েছেন আন্তনি। সর্বশেষ আন্দালুসিয়ান ডার্বিতে সেভিয়াকে ২–১ গোলে হারানোর পথে বেতিসের হয়ে দারুণ খেলেন।

আরও পড়ুনইউনাইটেড ভুগছে গোলখরায়, ধারে গিয়ে আন্তনি যেন গোলমেশিন১৭ ফেব্রুয়ারি ২০২৫

এই ম্যাচ শেষে তাঁর পারফরম্যান্সের প্রশংসা করতে গিয়ে খানিকটা মজা করেন সতীর্থ ইসকো। বলেছেন,আন্তনিকে স্থায়ীভাবে কিনতে তাদের এখন গণচাঁদা সংগ্রহ করতে হবে।

গতকাল রাতে লা লিগার ম্যাচে জনি কারদোসো এবং চুছো হার্নান্দেজের গোলে সেভিয়ার বিপক্ষে জয় পায় বেতিস। ম্যাচে গোল না পেলেও আলো ছড়িয়েছেন আন্তনি।

আন্তনিকে ধরে রাখতে চান ইসকো

সম্পর্কিত নিবন্ধ

  • অস্ট্রেলিয়ার কেন্দ্রীয় চুক্তিতে ভারতকে তুলোধুনা করা কনস্টাস
  • বিকাশ নেবে সিনিয়র অফিসার, কর্মস্থল ঢাকায়
  • ব্রাজিলের সেই আন্তনিকে কিনতেই এখন ‘গণচাঁদা’ তোলার ডাক