ছবি: সংগৃহীত

.

উৎস: Prothomalo

এছাড়াও পড়ুন:

ধর্ষণে জড়িত ব্যক্তিদের শাস্তি ও নারীদের নিরাপত্তা দাবিতে সিদ্ধেশ্বরী গার্লস কলেজের শিক্ষার্থীদের বিক্ষোভ

ধর্ষণে জড়িত ব্যক্তিদের কঠিন শাস্তি ও নারীদের নিরাপত্তার দাবিতে সাড়ে তিন ঘণ্টা বিক্ষোভ সমাবেশ করেছেন ঢাকার সিদ্ধেশ্বরী গার্লস কলেজের শিক্ষার্থীরা। আজ সোমবার দুপুর ১২টার দিকে বেইলি রোডে কলেজের সামনে এ সমাবেশ করেন শিক্ষার্থীরা। বেলা সাড়ে তিনটা পর্যন্ত তাঁরা সেখানে বিক্ষোভ করেন।

শিক্ষার্থীরা ‘ইজ্জত যারা করল হরণ, তাদের চাই মৃত্যুবরণ’, ‘জাস্টিস, জাস্টিস, উই ওয়ান্ট জাস্টিস’, ‘আমার বোন কবরে, ধর্ষক কেন বাহিরে’, ‘ধর্ষকের চামড়া, তুলে নেব আমরা’–সহ বিভিন্ন স্লোগান দেন।

সিদ্ধেশ্বরী গার্লস কলেজের স্নাতক দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী সাবিহা আক্তার প্রথম আলোকে বলেন, ‘কিছুদিন ধরেই ধর্ষণের ঘটনাগুলো আমাদের চোখে পড়েছে। তখন থেকেই আমরা ভাবছিলাম, এ রকম যদি চলতে থাকে, আমরা প্রতিবাদ করব। তারই অংশ হিসেবে আজ দুপুর থেকে নিজ প্রতিষ্ঠানের সামনে কর্মসূচিতে অংশ নিয়েছি। প্রশাসন এখন পর্যন্ত শিথিল অবস্থানে আছে। যদি কঠোর ব্যবস্থা নেওয়া না হয়, আমরা অন্য প্রতিষ্ঠানকে সঙ্গে নিয়ে আরও কঠোর কর্মসূচি হাতে নিতে পারি।’

শিক্ষার্থীরা সব ধরনের সহিংসতা বন্ধের দাবি জানান। নারীরা যেন নিরাপদে, নির্ভয়ে ঘর থেকে বের হয়ে আবার ঘরে ফিরতে পারেন, সেই নিরাপত্তা চান তাঁরা।

একাদশ শ্রেণির শিক্ষার্থী নুসরাত জাহান বলে, ‘এই প্রতিবাদে কলেজের বিভিন্ন শ্রেণির শিক্ষার্থীরা অংশ নিয়েছে। কলেজ প্রশাসনও আমাদের প্রতিবাদের সঙ্গে একাত্মতা ঘোষণা করেছে।’

গতকাল দেশের বিভিন্ন স্থানে ধর্ষণ, নারী নির্যাতন ও অপরাধমূলক কর্মকাণ্ডের প্রতিবাদ ও নারী-শিশুসহ সবার নিরাপত্তা নিশ্চিতের দাবিতে দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়সহ শিক্ষাপ্রতিষ্ঠানে প্রতিবাদ সমাবেশ, বিক্ষোভ, মোমবাতি প্রজ্বালন ও মশালমিছিল হয়েছে।

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, সিলেটের শাহজালাল বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (চুয়েট), বরিশাল বিশ্ববিদ্যালয়, বরিশাল ব্রজমোহন (বিএম) কলেজ, রংপুর কালেক্টরেট স্কুল অ্যান্ড কলেজ, ক্যান্টনমেন্ট স্কুল অ্যান্ড কলেজ, লায়ন্স স্কুল অ্যান্ড কলেজসহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে এসব কর্মসূচি পালন করা হয়।

সম্পর্কিত নিবন্ধ