আশুলিয়ায় অগ্নিকাণ্ডে বোনের পর ভাইয়ের মৃত্যু
Published: 16th, February 2025 GMT
ঢাকার অদূরে সাভার উপজেলার আশুলিয়ায় অগ্নিদগ্ধ হয়ে জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় বোনের পর ভাইয়ের মৃত্যু হয়েছে।
গতকাল শনিবার রাতে চিকিৎসাধীন অবস্থায় শিউলি আক্তার মারা যান। এর প্রায় সাড়ে ৯ ঘণ্টা পর আজ রোববার সকালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেলেন তাঁর ভাই সুমন রহমান। অগ্নিকাণ্ডের ঘটনায় দগ্ধ আরও নয়জন চিকিৎসাধীন আছেন।
শিউলি আক্তার (৩২) ও সুমন রহমান (৩০) মুন্সিগঞ্জের নিমতলী এলাকার আলাউদ্দিনের মেয়ে।
জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক চিকিৎসক শাওন বিন রহমান বলেন, আগুনে সুমনের শরীরের ৯৯ শতাংশ দগ্ধ হয়েছিল। আর শিউলির শরীরের ৯৫ শতাংশ দগ্ধ হয়েছিল।
নিহত ব্যক্তিদের স্বজনেরা বলেন, গত শুক্রবার আশুলিয়ার গোমাইল এলাকায় ভাই সুমন রহমানের ভাড়া বাসায় স্বামী ও দুই সন্তানকে নিয়ে বেড়াতে যান শিউলি। ওই বাসায় সুমন তাঁর স্ত্রী শারমিন ও তাঁদের দুই সন্তানকে নিয়ে থাকেন। এ ছাড়া ওই দিন সুমনের ভাই সোহেল, সুমনের মা সূর্যবানু ও ফুফু জহুরা বেগম ওই বাসায় যান। বিকেল থেকে বাসায় রান্নাবান্না চলছিল। মশার উপদ্রবের কারণে সন্ধ্যার খানিক আগেই বাসার সব জানালা লাগিয়ে দেওয়া হয়। রাত সাড়ে নয়টার দিকে রান্নাঘরে আবার গ্যাসের চুলা জ্বালাতে গেলে বিকট শব্দ হয়। মুহূর্তেই ঘরময় আগুন ছড়িয়ে পড়ে। এতে বাসার সবাই দগ্ধ হন। পরে তাঁদের আশুলিয়া নারী ও শিশু হাসপাতালে নেওয়া হয়। প্রাথমিক চিকিৎসা শেষে তাঁদের ঢাকায় জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে পাঠানো হয়।
গ্যাসের লিকেজ থেকে ওই দুর্ঘটনা ঘটেছে বলে স্বজনদের ধারণা।
চিকিৎসক শাওন বিন রহমান বলেন, আগুনে সূর্যবানুর শরীরের ৭ শতাংশ, মোছা.
উৎস: Prothomalo
এছাড়াও পড়ুন:
৯ দিনের ছুটিতে বাসা ছাড়ার আগে এই ৬টি কাজ করে যান
১. বাসার নিরাপত্তা নিশ্চিত করুন
বাড়ি যাওয়ার আগে দরজা-জানালা ঠিকঠাক বন্ধ করেছেন কি না, খেয়াল করুন। প্রয়োজনে বারবার দেখে নিন, বাসায় তালা ঠিকভাবে লাগানো হয়েছে কি না। ঈদের সময়টায় চুরি-ডাকাতি বেড়ে যায়। তাই বাসার সম্পূর্ণ নিরাপত্তা নিশ্চিত করে এরপর যাত্রাপথে বের হবেন।
২. গ্যাস ও পানির লাইনগ্যাসের চুলা ঠিকমতো বন্ধ করুন