নাসা গ্রুপের চেয়ারম্যান নজরুল ইসলামের বিরুদ্ধে দুদকের মামলা
Published: 16th, February 2025 GMT
সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
৭৮১ কোটি টাকা অবৈধ সম্পদ পাওয়ায় নাসা গ্রুপের চেয়ারম্যান নজরুল ইসলাম মজুমদারের বিরুদ্ধে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। নজরুল নাসা গ্রুপের পাশাপাশি এসোসিয়েশন অব ব্যাংকার্স বাংলাদেশ এবং এক্সিম ব্যাংকের চেয়ারম্যান ছিলেন।
রোববার (১৬ ফেব্রুয়ারি) দুদকের সহকারী পরিচালক শাহজাহান মিরাজ সংস্থার সমন্বিত জেলা কার্যালয় ঢাকা ১ এ তার বিরুদ্ধে মামলা করেন।
এজাহারে বলা হয়, নজরুলের মোট সম্পদ পাওয়া গেছে ৮৩২ কোটি টাকা। এর মধ্যে ৭৮১ কোটি টাকা সম্পদের বৈধ কোনো আয় পাওয়া যায়নি। তাই দুদক আইনের ১৯৪৭ সালের ৫ এর ২ ধারায় মামলা করে দুদক।
জানা গেছে, নজরুলের স্ত্রী এবং সন্তানদের নামেও সম্পদের অনুসন্ধান করছে দুদক।
বিএইচ
.উৎস: SunBD 24
কীওয়ার্ড: নজর ল
এছাড়াও পড়ুন:
ভারত–পাকিস্তান ম্যাচের আগে পাকিস্তানের উপহার, মুক্তি পেলেন ২২ ভারতীয় জেলে
ভারত-পাকিস্তান ম্যাচ শুধু একটি ক্রিকেট ম্যাচ নয়! এটি দুই দেশের সম্পর্ক উন্নয়নের একটি ধাপও। এই যেমন এবারের চ্যাম্পিয়নস ট্রফির ভারত–পাকিস্তান ম্যাচের আগে ভারতকে পাকিস্তানের পক্ষ থেকে অন্য ধরনের উপহার দেওয়া হলো। কী সেই উপহার?
পাকিস্তানের জেলখানায় বন্দী ২২ জন ভারতীয় জেলেকে মুক্তি দেওয়া হয়েছে বলে জানিয়েছেন পিসিবি প্রধান মহসিন নাকভি। মাছ ধরতে গিয়ে পাকিস্তানি জলসীমায় প্রবেশ করায় আটক করা হয়েছিল এই জেলেদের। মহসিন নাকভি পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রীও।
কাল দুবাইয়ে দলের অনুশীলন দেখতে এসে এই খবর জানিয়েছেন নাকভি। সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময়ে অন্য বিষয় নিয়েও কথা বলেছেন পিসিবি প্রধান। কাল দলের সিনিয়র ক্রিকেটারদের সঙ্গে বসেছিলেন নাকভি। অনুশীলনে না থাকায় সেখানে অবশ্য উপস্থিত ছিলেন না বাবর আজম।
জেলেদের মুক্তি দেওয়ার প্রসঙ্গ উঠে এসেছে সাংবাদিকদের এক প্রশ্নে। লাহোরে কাল অস্ট্রেলিয়া-ইংল্যান্ড ম্যাচের আগে অস্ট্রেলিয়ার জাতীয় সংগীতের পরিবর্তে কয়েক সেকেন্ড বাজানো হয়েছে ভারতের জাতীয় সংগীত। এ নিয়ে প্রশ্ন উঠতেই নাকভি বলেন, ‘টুর্নামেন্ট আইসিসি আয়োজন করছে।’ সঙ্গে তিনি যোগ করে বলেন, ‘আমাদের পক্ষ থেকে আমরা ২২ জন ভারতীয় জেলেকে মুক্তি দিয়েছি।’
দলের সঙ্গে আলোচনা করছেন মহসিন নাকভি