সাবেক সংসদ সদস্য ছানোয়ারসহ আওয়ামী লীগের তিন নেতা গ্রেপ্তার
Published: 16th, February 2025 GMT
টাঙ্গাইল-৫ আসনের আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য মো. ছানোয়ার হোসেনসহ (৫৪) দলটির তিন নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ।
রাজধানীর ভাটারা থানায় দায়ের করা এক মামলায় এই তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানিয়েছে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গণমাধ্যম শাখা।
ডিএমপির গণমাধ্যম শাখা থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তির তথ্য অনুসারে, গ্রেপ্তার অপর দুজন হলেন ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি আবু মুসা আনসারী (৫৬) ও ভাটারা থানার ৪০ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সহসভাপতি সালাউদ্দিন সালেক ওরফে সালেক ঢালী (৫৮)।
ডিএমপির গণমাধ্যম শাখা বলছে, গতকাল শনিবার রাত সাড়ে ১১টা থেকে দিবাগত রাত সাড়ে ৩টা পর্যন্ত ভাটারা থানা এলাকায় বিশেষ অভিযান চালিয়ে এই তিনজনকে গ্রেপ্তার করা হয়।
ডিএমপির গণমাধ্যম শাখার সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ৫ আগস্ট সকাল আনুমানিক ১০টায় ভাটারা থানার জে–ব্লকের ৯ নম্বর রোডের পাকা সড়কে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে অংশগ্রহণকারী মিঠুন ফকিরের (২৮) ওপর হামলা হয়। হামলায় তিনি আহত হন। এ ঘটনায় তিনি বাদী হয়ে গত ১৯ ডিসেম্বর ভাটারা থানায় একটি মামলা করেন।
ডিএমপির গণমাধ্যম শাখা বলছে, গ্রেপ্তার সালাউদ্দিন এই মামলায় এজাহারভুক্ত আসামি। অন্যদিকে ছানোয়ার ও মুসা এই মামলার তদন্তে পাওয়া তথ্যের সন্দেহভাজন আসামি।
.উৎস: Prothomalo
কীওয়ার্ড: আওয় ম
এছাড়াও পড়ুন:
মালয়েশিয়ায় বাংলাদেশি স্টুডেন্টস অর্গানাইজেশনের নতুন কমিটি ঘোষণা
মালয়েশিয়ায় বাংলাদেশি শিক্ষার্থীদের সংগঠন বাংলাদেশ স্টুডেন্টস অর্গানাইজেশনের (বিএসওএম) ২০২৫-২৬ সালের নতুন কমিটি গঠিত হয়েছে। কমিটিতে সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন মাল্টিমিডিয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আসাদুল্লাহ আল গালীব রাব্বি ও সাধারণ সম্পাদক এশিয়া প্যাসিফিক ইউনিভার্সিটির শিক্ষার্থী সায়েদা তাসমিমা হুসেইন। স্থানীয় সময় গত বৃহস্পতিবার (১৭ এপ্রিল) বিএসওএমের উপদেষ্টা পরিষদের সদস্যদের মতামতের ভিত্তিতে কমিটি ঘোষণা করা হয়।
মালয়েশিয়ায় বাংলাদেশি শিক্ষার্থীদের সংগঠন বাংলাদেশ স্টুডেন্টস অর্গানাইজেশনের (বিএসওএম) ২০২৫-২৬ সালের নতুন কমিটি গঠিত হয়েছে।কমিটির অপর সদস্যরা হলেন সিনিয়র সহসভাপতি (এপিইউ) মাহফুজুর রহমান সিফাত, সহসভাপতি মোহাম্মাদ রিয়াদ হোসেন, (সিটি ইউনিভার্সিটি), জয়েন্ট সেক্রেটারি মেহেদী হাসান জ্যাক (ইউসিএমআই) আদিবা আহমেদ (ইউপিএম), সাংগঠনিক সম্পাদক (এপিইউ) তাসবীর হোসাইন দীপ্ত, যুগ্ম সাংগঠনিক সম্পাদক এমএমইউর ফাহাদ বিন জাহেদ, অর্থ সম্পাদক (ইউএমকেএল) নুরে আলম শুভ সেগী, শিক্ষাবিষয়ক সম্পাদক ইমরান হোসাইন, যুগ্ম শিক্ষাবিষয়ক সম্পাদক ইলা আকতার, স্বাস্থ্যবিষয়ক সম্পাদক সাইয়েরা জামান, মিডিয়া অ্যান্ড আইটি সেক্রেটারি সাওন আহমেদ, যুগ্ম মিডিয়া অ্যান্ড আইটি সেক্রেটারি রাকিবুল হারিস, ক্রীড়া সম্পাদক জামানুল ইসলাম, যুগ্ম ক্রীড়া সম্পাদক সাব্বির, সাংস্কৃতিক সম্পাদক আমানুল্লাহ রাজ, যুগ্ম সাংস্কৃতিক সম্পাদক সাবরিনা সুচনা, আন্তর্জাতিক সম্পর্ক সম্পাদক জারিন তাসনীম, পি অ্যান্ড আর সম্পাদক সুমাইয়া আকতার ও ধর্মবিষয়ক সম্পাদক শরীয়তুল্লাহ।
নবনির্বাচিত সভাপতি আসাদুল্লাহ আল গালীব রাব্বি জানান, মালয়েশিয়া অধ্যয়নরত ৩৪ ইউনিভার্সিটি থেকে কমিটিতে সদস্য অন্তর্ভুক্ত করা হয়।
সভাপতি আসাদুল্লাহ আল গালীব বলেন, ‘আমরা এই দায়িত্বকে সম্মানের সঙ্গে গ্রহণ করছি। আশা করি, এর মধ্য দিয়ে মালয়েশিয়ায় বাংলাদেশি শিক্ষার্থীরা আরও সুসংগঠিত, সহায়ক ও ঐক্যবদ্ধ হবেন। পাশাপাশি বিশ্বের দরবারে ব্র্যান্ডিং বাংলাদেশ গড়ার লক্ষ্যে দেশকে আরও এগিয়ে নিয়ে যাব।’
সাধারণ সম্পাদক সায়েদা তাসমিয়া হুসেইন বলেন, এই কমিটির প্রতিটি সদস্য শুধু নেতৃত্ব দিতে নয়; বরং কিছু নতুন সৃষ্টি ও ইতিবাচক পরিবর্তনের প্রতিশ্রুতি নিয়ে এসেছে। সামনের দিনগুলোতে আমরা আরও ইভেন্ট, নতুন মিডিয়া ইনিশিয়েটিভ এবং স্টুডেন্ট ব্র্যান্ডিংয়ে ফোকাস করব—যাতে সবাই নিজের পরিচয় নিয়ে গর্ব করতে পারে।
২০১৪ সালে যাত্রা শুরু করে বাংলাদেশ স্টুডেন্টস অর্গানাইজেশনের (বিএসওএম)।