সাবেক সংসদ সদস্য ছানোয়ারসহ আওয়ামী লীগের তিন নেতা গ্রেপ্তার
Published: 16th, February 2025 GMT
টাঙ্গাইল-৫ আসনের আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য মো. ছানোয়ার হোসেনসহ (৫৪) দলটির তিন নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ।
রাজধানীর ভাটারা থানায় দায়ের করা এক মামলায় এই তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানিয়েছে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গণমাধ্যম শাখা।
ডিএমপির গণমাধ্যম শাখা থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তির তথ্য অনুসারে, গ্রেপ্তার অপর দুজন হলেন ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি আবু মুসা আনসারী (৫৬) ও ভাটারা থানার ৪০ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সহসভাপতি সালাউদ্দিন সালেক ওরফে সালেক ঢালী (৫৮)।
ডিএমপির গণমাধ্যম শাখা বলছে, গতকাল শনিবার রাত সাড়ে ১১টা থেকে দিবাগত রাত সাড়ে ৩টা পর্যন্ত ভাটারা থানা এলাকায় বিশেষ অভিযান চালিয়ে এই তিনজনকে গ্রেপ্তার করা হয়।
ডিএমপির গণমাধ্যম শাখার সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ৫ আগস্ট সকাল আনুমানিক ১০টায় ভাটারা থানার জে–ব্লকের ৯ নম্বর রোডের পাকা সড়কে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে অংশগ্রহণকারী মিঠুন ফকিরের (২৮) ওপর হামলা হয়। হামলায় তিনি আহত হন। এ ঘটনায় তিনি বাদী হয়ে গত ১৯ ডিসেম্বর ভাটারা থানায় একটি মামলা করেন।
ডিএমপির গণমাধ্যম শাখা বলছে, গ্রেপ্তার সালাউদ্দিন এই মামলায় এজাহারভুক্ত আসামি। অন্যদিকে ছানোয়ার ও মুসা এই মামলার তদন্তে পাওয়া তথ্যের সন্দেহভাজন আসামি।
.উৎস: Prothomalo
কীওয়ার্ড: আওয় ম
এছাড়াও পড়ুন:
দুইশ’ পরিবারকে ঈদ উপহার তুলে দিল জাবালে নূর ওয়েলফেয়ার
নারায়ণগঞ্জে দুইশ’ অসহায় ও দরিদ্র পরিবারকে ঈদ উপহার তুলে দিয়েছে স্বেচ্ছাসেবী সংগঠনÑজাবালে নূর ওয়েলফেয়ার এসোসিয়েশন। শনিবার (২৯ মার্চ) সকালে সংগঠনটির পাইকপাড়াস্থ কার্যালয়ে এ ঈদ উপহার তুলে দেয়া হয়।
সংগঠনের সভাপতি কাজী মেফতাহ উদ্দিন জসিমের সভাপতিত্বে ও যুগ্ম-সাধারণ সম্পাদক মোহাম্মদ নেয়ামত উল্লাহ’র সঞ্চালনায় এসময় উপস্থিত ছিলেন-সংগঠনের সহসভাপতি মুফতি আব্দুর রশিদ, সহসভাপতি কাজী মহিউদ্দিন আলিফ, সমাজসেবক হাজী সিরাজুল ইসলাম, সমাজসেবক কামাল হোসেন, হাফেজ মোঃ সেলিম, শফিকুল ইসলাম, শুক্কুর মাহমুদ, সংগঠনের দপ্তর সম্পাদক আল আমিন, নাদিম হোসেন প্রমুখ।
এসময় সভাপতি কাজী মেফতাহ উদ্দিন জসিম বলেন, স্বপ্ন ও আশা মানুষকে বাঁচিয়ে রাখে। যার ভেতরে স্বপ্ন আছে, আশা আছে সে স্বপ্নকে বাস্তবে রূপ দিতে পারে। আমরা সৌভাগ্যবান, কারণ আমাদের একদল স্বপ্নবাজ স্বেচ্ছাসেবক আছে। মানুষের সেবা করার জন্য একটা মন লাগে। মানুষের সেবা করাও একধরণের নেশা। আমাদের স্বেচ্ছাসেবকেরা নেশার মতো মানুষের সেবা দিয়ে যাচ্ছে।
অনুষ্ঠানে স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ ও সংগঠনের অর্ধশতাধিক স্বেচ্ছাসেবক উপস্থিত ছিলেন।
জাবালে নূর ওয়েলফেয়ার এসোসিয়েশন গত কয়েক বছর ধরে নানা সেবামূলক কার্যক্রম করে আসছে। বেকার যুবকদের কর্মসংস্থানের লক্ষ্যে বিনামূল্যে কম্পিউটার প্রশিক্ষন, নারীদের সেলাই প্রশিক্ষন, শিশুদের বিনামূল্যে আরবী শিক্ষাসহ নানা সেবামূলক কাজ করে আসছে।