Risingbd:
2025-04-22@19:09:29 GMT

তোমার হলো শুরু, আমার হলো সারা

Published: 16th, February 2025 GMT

তোমার হলো শুরু, আমার হলো সারা

তোমার হলো শুরু, আমার হলো সারা! ওমর মারমুশকে এই কথা গুলোই এখন বলতে পারেন লিভারপুলের মিশরীয় তারকা মোহাম্মদ সালাহ। অলরেডদের সঙ্গে সামনের জুন পর্যন্ত চুক্তি আছে সালাহর। ধারণা করা হচ্ছে এরপর সৌদি প্রো লিগে পাড়ি জমাবেন এই ৩২ বছর বয়সী উইঙ্গার। সেক্ষেত্রে ইংলিশ প্রিমিয়ার লিগে (ইপিএল) শেষ ৮ বছরের মিশরীয় রাজত্ব শেষ হয়ে যেত। তবে ইপিএলে তৃতীয় ম্যাচেই হ্যাটট্রিক করে নিজের জাত চেনালেন মারমুশ।

শনিবার (১৫ ফেব্রুয়ারি, ২০২৫) ইপিএলে উড়তে থাকা নিউক্যাসলকে ৪-০ গোলে বিধ্বস্ত করেছে ম্যানচেস্টার সিটি। মাত্র ১৪ মিনিটের মধ্যে তিন গোল করে দলের জয়ে অসামান্য ভূমিকা রাখেন মারমুশ।

ঘরের মাঠ ইতিহাদে এদিন ছয়টি পরিবর্তন এনে প্রথম একাদশ সাজান পেপ গার্দিওলা। বের্নার্ডো সিলভা ও কেভিন ডি ব্রুইনার মতো অভিজ্ঞদের স্থান হয়েছিল বেঞ্চে। তবে ম্যাচের শুরু থেকেই সফরকারী নিউক্যাসলের ওপর দাপট ছিল সিটির।

আরো পড়ুন:

উড়তে থাকা বোর্নমাউথকে হারিয়েও অস্বস্তিতে লিভারপুল 

সালাহর ‘একশর’ দিনে লিভারপুলের দাপুটে জয়

স্বাগতিক দর্শকরা উৎসবে মাতেন ১৯ মিনিটে। সিটির ব্রাজিলিয়ান গোলরক্ষক এডারসনের বাড়ানো বল হেড দিয়ে ক্লিয়ার করতে ব্যর্থ হন ক্যাসল ডিফেন্ডার। দুরন্ত গতিতে গিয়ে বক্সের মুখ থেকে নেওয়া শটে মারমুশ নিজের গোলের খাতা খোলেন। এ নিয়ে প্রিমিয়ার লিগের ইতিহাসে গোলরক্ষক হিসেবে সর্বোচ্চ ৬ গোলে অ্যাসিস্ট করলেন এডারসন। পাঁচ মিনিট পরই মারমুশ দ্বিতীয় গোল পেয়ে যান ইলকাই গুন্দোয়ান।  পাস থেকে। এরপর স্যাভিনিওর অ্যাসিস্টে ৩৩তম মিনিটে হ্যাটট্রিকও পূর্ণ করেন ২৬ বছর বয়সী এই মিশরীয়।

ম্যাচের ৮৪ মিনিটে আর্লিং হালান্ডের হেড থেকে গোল করে নিউক্যাসলের কফাইন শেষ পেরেকটা ঠুকে দেন জেমস ম্যাকাটি। এই জয়ে ২৫ ম্যাচে ৪৪ পয়েন্ট নিয়ে ইপিএল পয়েন্ট টেবিলের চারে অবস্থান করছে ম্যানসিটি। এক ম্যাচ কম খেলা লিভারপুল ৫৭ পয়েন্ট নিয়ে শীর্ষে। সমান ২৫ ম্যাচে ৫৩ ও ৪৭ পয়েন্ট নিয়ে যথাক্রমে টেবিলের দুই ও তিনে রয়েছে আর্সেনাল ও নটিংহ্যাম ফরেস্ট।

ঢাকা/নাভিদ

.

উৎস: Risingbd

কীওয়ার্ড: চ কর চ কর ম র হল

এছাড়াও পড়ুন:

সাবেক এমপি আনার হত্যার প্রতিবেদন ফের পেছাল

ঝিনাইদহ-৪ আসনের সংসদ সদস্য আনোয়ারুল আজীম আনারকে ভারতের পশ্চিমবঙ্গে হত্যার উদ্দেশ্যে গুম করার মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের তারিখ পিছিয়ে আগামী ২৭ মে ধার্য করেছেন আদালত।

সোমবার মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য দিন ধার্য ছিল। তবে তদন্তকারী কর্মকর্তা এদিন প্রতিবেদন দাখিল করতে না পারায় ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট এম. এ আজহারুল ইসলাম প্রতিবেদন দাখিলের জন্য নতুন এদিন ধার্য করেন।

মামলায় এখন পর্যন্ত সাতজনকে গ্রেপ্তার করেছে ডিবি পুলিশ। তারা হলেন, সৈয়দ আমানুল্লাহ আমান ওরফে শিমুল ভূঁইয়া, ফয়সাল আলী সাজী ওরফে তানভীর ভূঁইয়া, সিলিস্তি রহমান, ঝিনাইদহ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাইদুল করিম মিন্টু, ঝিনাইদহ জেলা আওয়ামী লীগের ত্রাণ ও সমাজকল্যাণ সম্পাদক কাজী কামাল আহমেদ বাবু ওরফে গ্যাস বাবু, মোস্তাফিজুর রহমান ও ফয়সাল আলী। তাদের মধ্যে মিন্টু ছাড়া ছয়জনই দায় স্বীকার করে আদালতে জবানবন্দি দিয়েছেন। বর্তমানে আসামিরা কারাগারে রয়েছেন।

বাড়ি থেকে বের হওয়ার পাঁচদিন পর ২০২৪ সালের ১৮ মে কলকাতার বরাহনগর থানায় আনোয়ারুল আজীম নিখোঁজের বিষয়ে একটি জিডি করেন তার বন্ধু গোপাল বিশ্বাস। এরপরও খোঁজ মেলেনি তিনবারের এ সংসদ সদস্যের। ২২ মে হঠাৎ খবর ছড়ায়, কলকাতার পার্শ্ববর্তী নিউটাউন এলাকায় সঞ্জীবা গার্ডেনস নামে একটি আবাসিক ভবনের বিইউ ৫৬ নম্বর রুমে আনোয়ারুল আজীম খুন হয়েছেন। ঘরের ভেতর পাওয়া যায় রক্তের ছাপ। তবে ঘরে মেলেনি মরদেহ।

এ ঘটনায় একই বছরের ২২ মে ঢাকার শেরেবাংলা নগর থানায় মামলা করেন আনারের মেয়ে মুমতারিন ফেরদৌস ডরিন।

মামলার এজাহারে এমপির ছোট মেয়ে ডরিন উল্লেখ করেন, ৯ মে রাত ৮টার দিকে আমার বাবা মানিক মিয়া অ্যাভিনিউর সংসদ সদস্য ভবনের বাসা থেকে গ্রামের বাড়ি ঝিনাইদহে যাওয়ার উদ্দেশ্যে রওনা হন। এরপর ১১ মে ৪টা ৪৫ মিনিটে বাবার সঙ্গে মোবাইলে ভিডিও কলে কথা বললে বাবার কথাবার্তা কিছুটা অসংলগ্ন মনে হয়। এরপর বাবার মোবাইলফোনে একাধিকবার ফোন দিলে বন্ধ পাই। এরপর ১৩ মে আমার বাবার ভারতীয় নম্বর থেকে হোয়াটসঅ্যাপে একটি মেসেজ আসে। মেসেজে লেখা ছিল- আমি হঠাৎ করে দিল্লি যাচ্ছি, আমার সঙ্গে ভিআইপি আছে। আমি অমিত শাহের কাছে যাচ্ছি। আমাকে ফোন দেওয়ার দরকার নেই। পরে ফোন দেবো।

সম্পর্কিত নিবন্ধ

  • আমার ব্রেনে এই শহরে কোনো কাজ হয়নি: কেসিসির পরিকল্পনা কর্মকর্তা
  • তৃতীয় দিনটা বৃষ্টি আর নাজমুলের
  • চিত্রনায়িকা শাবানা হঠাৎ কেন দেশ ছেড়েছিলেন, এখন কেমন আছেন
  • মানুষই মানুষের কর্মকাণ্ডে শিউরে ওঠে : আফজাল হোসেন 
  • মানুষই মানুষের কর্মকান্ডে শিউরে ওঠে : আফজাল হোসেন 
  • চিন্তা যেভাবে ইবাদত হয়ে ওঠে
  • ভ্যাটিকান থেকে ওড়া ধোঁয়ায় কীভাবে বোঝা যায় নতুন পোপ নির্বাচিত হয়েছেন
  • ট্রেনে যৌন হয়রানির ঘটনার বিবরণ দিলেন অভিনেত্রী
  • শ্রমিকদের আইনি সুরক্ষা ও জাতীয় ন্যূনতম মজুরির সুপারিশ করেছে শ্রম সংস্কার কমিশন
  • সাবেক এমপি আনার হত্যার প্রতিবেদন ফের পেছাল