সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

রাজধানীর ভাটারায় বৈষম্যবিরোধী আন্দোলনে হামলার ঘটনায় দায়েরকৃত মামলায় টাঙ্গাইল-৫ আসনের আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য ছানোয়ার হোসেনসহ (৫৪) তিন আওয়ামী লীগ নেতাকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)।

শনিবার (১৫ ফেব্রুয়ারি) দিবাগত রাত সাড়ে ১১টার হতে রোববার রাত সাড়ে ৩টা পর্যন্ত ভাটারা থানা এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে তাদেরকে গ্রেপ্তার করে পুলিশ।

গ্রেপ্তার অন্য দুজন হলেন, ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলা আওয়ামী লীগ সহ-সভাপতি আবু মুসা আনসারী (৫৬) ও ভাটারা থানার ৪০ নং ওয়ার্ডের সহ-সভাপতি সালাউদ্দিন সালেক ওরফে সালেক ঢালী (৫৮)।

ভাটারা থানা পুলিশের বরাতে ডিএমপি’র মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপকমিশনার (ডিসি) তালেবুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, গত ৫ আগস্ট সকাল ১০টায় ভাটারা থানাধীন জে ব্লকের ৯নং রোডের পাকা রাস্তার উপর বৈষম্যবিরোধী আন্দোলনে অংশগ্রহণকারী মিঠুন ফকির (২৮) হামলায় আহত হন। এ ঘটনায় তিনি বাদী হয়ে গত ১৯ ডিসেম্বর ভাটারা থানায় একটি মামলা দায়ের করেন। গ্রেপ্তার সালাউদ্দিন সালেক ওরফে সালেক ঢালী ওই মামলায় এজাহারনামীয় ও সাবেক এমপি ছানোয়ার হোসেন ও আবু মুসা আনসারী তদন্তে প্রাপ্ত সন্দিগ্ধ আসামি।

থানা সূত্র আরও জানা যায়, তদন্তাধীন এ মামলায় গোয়েন্দা তথ্য ও প্রযুক্তির সহায়তায় শনিবার রাতে বিশেষ অভিযান পরিচালনা করে বসুন্ধরা আবাসিক এলাকা হতে তাদের গ্রেপ্তার করা হয়। আজ তাদের আদালতে প্রেরণ করা হয়েছে।

বিএইচ

.

উৎস: SunBD 24

এছাড়াও পড়ুন:

জামালপুরে মাকে কুপিয়ে হত্যার অভিযোগে ছেলে গ্রেপ্তার

জামালপুরে মাকে কুপিয়ে হত্যার অভিযোগে দায়ের হওয়া মামলায় ছেলে মঞ্জুকে গ্রেপ্তার করেছে পুলিশ। বৃহস্পতিবার (১৭ এপ্রিল) ভোরে ময়মনসিংহের গৌরীপুর উপজেলার নাওভাঙ্গাচরের দক্ষিনপাড়া থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

এর আগে, গত মঙ্গলবার মা মঞ্জিলা বেগমকে ছেলে মঞ্জু কুপিয়ে হত্যা করেন বলে অভিযোগ উঠে। এ ঘটনায় নিহতের আরেক ছেলে বাদী হয়ে মঞ্জুকে একমাত্র আসামি করে মামলা করেন।

জামালপুর থানার ওসি (তদন্ত) আনিসুর আশেকীন বলেন, ‘‘বাড়ির পাশে গাছ বিক্রির দাম নিয়ে কথা-কাটাকাটির জেরে মঞ্জিলা বেগমকে কুপিয়ে হত্যা করেন মঞ্জু। এ ঘটনায় মামলা হলে পুলিশ অভিযান চালিয়ে অভিযুক্তকে গ্রেপ্তার করে।’’

আরো পড়ুন:

প্রেমিকাকে ধর্ষণের অভিযোগে প্রেমিক কারাগারে

কুয়েটের সাবেক ভিসি-প্রোভিসিসহ ১৫ জনের বিরুদ্ধে মামলা

প্রাথমিক জিজ্ঞাসাবাদে মঞ্জু হত্যার কথা স্বীকার করেছেন বলে জানিয়েছেন ওসি।

ঢাকা/শোভন/রাজীব

সম্পর্কিত নিবন্ধ