ব্লক মার্কেটে লেনদেন ১৬ কোটি টাকার
Published: 16th, February 2025 GMT
সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
সপ্তাহের প্রথম কার্যদিবস রোববার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ব্লক মার্কেটে মোট ২৭ টি কোম্পানির শেয়ার লেনদেন হয়েছে।
ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা গেছে, কোম্পানিগুলোর মোট ২৩ লাখ ৩ হাজার ৯৭৮ টি শেয়ার ৬০ বারে লেনদেন হয়েছে। যার আর্থিক মূল্য ১৬ কোটি ৭৩ লাখ ৭৫ হাজার টাকা।
ব্লক মার্কেটে সবচেয়ে বেশি এসিআই লিমিটেডের ৪ কোটি ১৯ লাখ টাকার, দ্বিতীয় স্থানে সানলাইফ ইন্স্যুরেন্সের ২ কোটি ৬১ লাখ টাকার ও তৃতীয় স্থানে রেনাটার ২ কোটি ৬০ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।
এসকেএস
.উৎস: SunBD 24
এছাড়াও পড়ুন:
মঙ্গলবার ১৩ ঘণ্টা গ্যাস থাকবে না যেসব এলাকায়
গ্যাস পাইপলাইন স্থানান্তর কাজের জন্য রাজধানীর বেশ কিছু এলাকায় মঙ্গলবার সকাল ১০টা থেকে রাত ১১টা পর্যন্ত ১৩ ঘণ্টা সব শ্রেণির গ্রাহকের জন্য গ্যাস সরবরাহ বন্ধ থাকবে।
সোমবার সকালে তিতাস গ্যাসের পক্ষ থেকে এক বার্তায় এ তথ্য জানানো হয়েছে।
বার্তায় জানানো হয়, ওই দিন সকাল ১০টা থেকে রাত ১১টা পর্যন্ত মোট ১৩ ঘণ্টা বারিধারা ডিপ্লোমেটিক জোনের রোড নং-১১, ১২, ১৩, ১৪ এলাকা, বারিধারা নিউ ডিওএইচএস এলাকা, জগন্নাথপুর, নদ্দা, কালাচাঁদপুর, লিচুবাগান, জোয়ারসাহারা, কুড়াতলি হতে সমগ্র বসুন্ধরা আবাসিক এলাকা (৩০০ ফিট পর্যন্ত) ও যুক্তরাষ্ট্র দূতাবাসের উত্তরপূর্ব পাশ হতে কুড়িল বিশ্বরোড পর্যন্ত বিদ্যমান সকল শ্রেণির গ্রাহকের গ্যাস সরবরাহ বন্ধ থাকবে। এছাড়া, আশপাশের এলাকায় গ্যাসের স্বল্পচাপ বিরাজ করতে পারে।
গ্রাহকদের সাময়িক অসুবিধার জন্য দুঃখ প্রকাশ করেছে তিতাস গ্যাস কর্তৃপক্ষ।