নগদ-এ বাংলাদেশ ব্যাংক নিযুক্ত প্রশাসকের ওপর হামলার নিন্দা এবিবির
Published: 16th, February 2025 GMT
মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস প্রদানকারী প্রতিষ্ঠান নগদ-এ বাংলাদেশ ব্যাংক নিযুক্ত প্রশাসক মুহাম্মদ বদউজ্জামান দিদারের ওপর হামলার তীব্র নিন্দা জানিয়েছে অ্যাসোসিয়েশন অব ব্যাংকার্স, বাংলাদেশ লিমিটেড (এবিবি)।
এ ঘটনাকে সুশাসন, জবাবদিহিতা এবং আইনশৃঙ্খলা রক্ষার প্রচেষ্টাকে দুর্বল করার অপচেষ্টা হিসেবে অভিহিত করেছেন এবিবি চেয়ারম্যান সেলিম আর.
এক বিবৃতিতে তিনি বলেন, বাংলাদেশ ব্যাংক নিযুক্ত প্রশাসকের ওপর এ ধরনের আক্রমণ শুধু একজন ব্যক্তির ওপরই নয়, বরং দেশের আইন ও বিচারব্যবস্থার জন্য সরাসরি হুমকি। আইন দ্বারা পরিচালিত একটি সমাজে এ ধরনের কর্মকাণ্ডের কোনো স্থান নেই।
তিনি আরও বলেন, অপরাধীদের বিরুদ্ধে দ্রুত পদক্ষেপ গ্রহণ করে আইনের আওতায় আনার জন্য আমরা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানাই।
এবিবি দেশব্যাপী আর্থিক খাতে সুশাসন, স্বচ্ছতা এবং জবাবদিহিতা নিশ্চিত করতে বাংলাদেশ ব্যাংকের পাশে থাকার প্রতিশ্রুতি ব্যক্ত করেছে। সংগঠনটি আইনশৃঙ্খলা রক্ষায় প্রতিশ্রুতিবদ্ধ থেকে অর্থনীতি ও ব্যাংকিং খাতকে সুসংগঠিত রাখতে সকল স্টেকহোল্ডারদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়েছে।
উৎস: Samakal
কীওয়ার্ড: নগদ
এছাড়াও পড়ুন:
ময়মনসিংহে এক ঈদগাহে ১৪৪ ধারা জারি
ময়মনসিংহের গফরগাঁও উপজেলার পাগলা থানা এলাকাধীন এক ঈদগাহে ১৪৪ ধারা জারি করা হয়েছে। রবিবার (৩০ মার্চ) সন্ধ্যা ছয়টা থেকে ঈদের দিন সন্ধ্যা ছয়টা পর্যন্ত ১৪৪ ধারা জারি করে উপজেলা প্রশাসন চিঠি জারি করেছে।
গফরগাঁও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এন এম আবদুল্লাহ-আল-মামুন স্বাক্ষরিত চিঠিতে বলা হয়েছে, গফরগাঁও উপজেলাধীন ৯ নম্বর পাঁচবাগ ইউনিয়নের লামকাইন ঈদগাহ মাঠে পবিত্র ঈদুল ফিতরের দিন ঈদের নামাজ আদায় করাকে কেন্দ্র করে এলাকায় চরম উত্তেজনাকর পরিস্থিতি বিরাজ করছে। এর ফলে আইনশৃঙ্খলার মারাত্মক অবনতিসহ রক্তক্ষয়ী সংঘর্ষের সমূহ সম্ভাবনা বিদ্যমান রয়েছে। সার্বিক আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণের স্বার্থে ওই এলাকায় ১৪৪ ধারা জারি করা হলো।
চিঠিতে আরো বলা হয়েছে, ওই এলাকায় সব প্রকার আগ্নেয়াস্ত্র বহন ও প্রদর্শন, লাঠি বা দেশি অস্ত্র বহন ও প্রদর্শন, আতশবাজি, পটকা, মাইকিং বা শব্দযন্ত্রের ব্যবহার, পাঁচ সংখ্যক ব্যক্তির একত্রে চলাফেরা, সভা-সমাবেশ, মিছিল ইত্যাদি নিষিদ্ধ থাকবে।
ঢাকা/মিলন/রাজীব