চট্টগ্রামে ২৪ ঘন্টায় ‘অস্থিতিশীলতা সৃষ্টিকারী’ ২৩ জন গ্রেপ্তার
Published: 16th, February 2025 GMT
চট্টগ্রাম মহানগরের বিভিন্ন থানায় গত ২৪ ঘণ্টায় ‘অস্থিতিশীলতা সৃষ্টিকারী’ আরো ২৩ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। তাদের মধ্যে আওয়ামী লীগের নেতাকর্মীরাও রয়েছেন।
রবিবার (১৫ ফেব্রুয়ারি) দুপুরে চট্টগ্রাম নগর পুলিশের জনসংযোগ বিভাগ থেকে এই তথ্য জানানো হয়েছে। এর আগে শুক্রবার (১৫ ফেব্রুয়ারি) দিবাগত রাত ১টা থেকে শনিবার (১৫ ফেব্রুয়ারি) দিবাগত রাত ১টা পর্যন্ত বিশেষ চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
চট্টগ্রাম নগর পুলিশের মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের অতিরিক্ত উপ-কমিশনার (এডিসি) মাহমুদা বেগম জানান, চট্টগ্রামের ১৬ থানার পৃথক অভিযানে ২৩ জনকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে ছাত্র জনতার ওপর হামলাসহ বিশেষ ক্ষমতা আইনে, সন্ত্রাসী বিরোধী আইনে ও পেনাল কোড আইনে এক বা একাধিক মামলা রয়েছে।
ঢাকা/রেজাউল/টিপু
.উৎস: Risingbd
এছাড়াও পড়ুন:
বর্ণাঢ্য আয়োজনে পটুয়াখালীতে নতুন বছরকে বরণ
বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে পটুয়াখালীতে বর্ষবরণ অনুষ্ঠিত হচ্ছে। এ দিনটি উপলক্ষে সকাল ৮টায় জেলা প্রশাসনের উদ্যোগে স্থানীয় সার্কিট হাউজ চত্বর থেকে এক বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়ে শহর প্রদক্ষিণ করে। পরে ডিসি স্কোয়ারে বেলুন উড়িয়ে বর্ষবরণ কর্মসূচির লোকজ মেলার আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেন জেলা প্রশাসক আবু হাসনাত মোহাম্মদ আরেফীন।
এ সময় পুলিশ সুপার মো. আনোয়ার জাহিদ, স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক জুয়েল রানা, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) যাদব সরকার, অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট মোহাম্মদ তারেক হাওলাদারসহ অন্যান্য সরকারি ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
বর্ষবরণের এ অনুষ্ঠানে সরকারি, বেসরকারি দপ্তরের কর্মকর্তা-কর্মচারি, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা নানান বাধ্যযন্ত্র নিয়ে এ অনুষ্ঠানে অংশগ্রহণ করেন। পরে ডিসি স্কোয়ার মাঠে বর্ষবরণের মনোজ্ঞ বৈশাখী সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এছাড়াও বিকেলে শহীদ মিনারের সামনের মাঠে কাবাডি প্রতিযোগিতা ও সন্ধ্যায় ডিসি স্কোয়ার মাঠে সাংস্কৃতিক অনুষ্ঠান ও পুরস্কার বিতরণের কর্মসূচি রয়েছে।