ঢাকায় সিএনজিচালকদের সড়ক অবরোধ, ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে যানজট
Published: 16th, February 2025 GMT
রাজধানী ঢাকায় সিএনজিচালিত অটোরিকশাচালকদের সড়ক অবরোধের প্রভাবে নারায়ণগঞ্জে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ঢাকাগামী লেনে যানজটের সৃষ্টি হয়েছে। যানজটে আটকা পড়ে ভোগান্তিতে পড়েছেন যাত্রীরা। আজ রোববার সকাল সাড়ে ১০টার পর থেকে ঢাকা-চট্টগ্রাম শনির আখড়া থেকে সিদ্ধিরগঞ্জের সানারপাড় এলাকায় পর্যন্ত যানজট বিস্তৃত হয়।
প্রত্যক্ষদর্শীরা জানান, রাজধানীর শনির আখড়া ও রায়েরবাগ এলাকায় সিএনজিচালিত অটোরিকশাচালকেরা তাঁদের বিভিন্ন দাবিতে সড়ক অবরোধ করেন। এতে ওই সড়কে যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়। যানজট ছড়িয়ে পড়ে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের সানারপাড় এলাকা পর্যন্ত। ঢাকাগামী লেনে যানজট ছড়িয়ে পড়ে। ভোগান্তিতে পড়েন বিভিন্ন গন্তব্যে যাওয়া পরিবহনের যাত্রীরা।
ঢাকাগামী উৎসব পরিবহনের বাসচালক দিলদার মিয়া বলেন, ‘খবর পেয়েছি, শনির আখড়া এলাকায় সিএনজিচালিত অটোরিকশাচালকেরা মহাসড়ক দখল করে বিক্ষোভ করছেন। এ কারণে রাজধানীর যানজট নারায়ণগঞ্জে ছড়িয়ে পড়েছে।’
এ বিষয়ে শিমরাইল হাইওয়ে পুলিশের পরিদর্শক আবু নাঈম প্রথম আলোকে বলেন, সিএনজিচালিত অটোরিকশাচালকেরা তাঁদের দাবিতে সকাল সাড়ে ৯টার দিকে শনির আখড়া ও রায়েরবাগ এলাকায় সড়ক অবরোধ করলে নারায়ণগঞ্জে যানজট দেখা দেয়। মহাসড়কে যানজটের চাপ কমে আসছে। ধীরগতিতে যানবাহন চলাচল করছে।
.উৎস: Prothomalo
কীওয়ার্ড: ক য় স এনজ চ ল ন র য়ণগঞ জ সড়ক অবর ধ এল ক য় য নজট
এছাড়াও পড়ুন:
জিয়া সৈনিক দলের উদ্যোগে সিদ্ধিরগঞ্জে ইফতার ও দোয়া মাহফিল
বাংলাদেশ জাতীয়তাবাদী জিয়া সৈনিক দল সিদ্ধিরগঞ্জ থানা শাখার উদ্যোগে আলোচনা সভা, ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (২৬ মার্চ) নারায়ণগঞ্জ জেলার সিদ্ধিরগঞ্জ থানার পাইনাদি নতুন মহল্লা ভাই ভাই টাওয়ার অফিসে রাজনৈতিক নেতৃবৃন্দ, বিশিষ্ট ব্যক্তিবর্গ ও মাহে রমজানের তাৎপর্য শীর্ষক আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।
সিদ্ধিরগঞ্জ থানা সৈনিক দল নেতা মনির হোসেন মনিরের সভাপতিত্বে ইফতার ও দোয়া মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জিয়া সৈনিক দলের নারায়ণগঞ্জ জেলার আহবায়ক জি এম সুমন মুন্সী, জিয়া সৈনিক দলের সদস্য সচিব শফিকুল ইসলাম শফিক, সাংগঠনিক সম্পাদক আসাদুজ্জামান (মিন্টু প্রধান) সিদ্ধিরগঞ্জ থানা কৃষক দলের সভাপতি তৈয়ম হোসেন, জিয়া সৈনিক দল নেতা জাকির, ফেরদাউস বিজয়, ওমর ফারুক জয়, সানাউল্লাহ, মিজান, কবির, বাদল, রবিউল ইসলাম, টুটুল, খোনকসহ অনেকে।#