নাটোরের সিংড়ায় জমিতে পানি সেচ দেওয়া নিয়ে দু’পক্ষের সংঘর্ষে প্রতিপক্ষের বন্দুকের ছোড়া ছররা গুলিতে ১২ জন গুলিবিদ্ধ হয়েছেন। শনিবার রাত সাড়ে ৮টায় উপজেলার ডাহিয়া ইউনিয়নের কদমকুড়ি গ্রামে এ ঘটনা ঘটে। রাতেই আহতদের উদ্ধার করে নাটোর সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। 

পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা যায়, উপজেলার কদমকুড়ি গ্রামে জমিতে পানি সেচ দেওয়া এবং মসজিদের হিসাব-নিকাশ নিয়ে দুটি পক্ষের মধ্যে বিরোধের সূত্রপাত ঘটে। তিন দিন আগে কদমকুড়ি গ্রামের প্রয়াত চান্দু ফকিরের ছেলে ওয়াদুদ ফকিরের জমিতে পানি সেচ বন্ধ করে দেন প্রতিপক্ষ রতন আলী ও তার ভাই বিএনপি নেতা মানিক হোসেন। শুরু হয় দু’পক্ষের মধ্যে নতুন করে উত্তেজনা। 
শনিবার রাত সাড়ে ৮টায় প্রতিপক্ষ রতন আলী ও তার ভাই মানিক হোসেনের নেতৃত্বে অপর পক্ষের ওপর হামলা চালায় ১৫ থেকে ২০ জন। এতে তাদের বন্দুকের ছোড়া ছররা গুলিতে একপক্ষেরই ১২ জন গুলিবিদ্ধ আহত হন। বন্দুকের গুলির শব্দে এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পৌঁছালে পরিস্থিতি কিছুটা শান্ত হয়। পরে রাতেই আহতদের উদ্ধার করে নাটোর সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। 

ছররা গুলিতে আহতরা হল- ইব্রাহিম মন্ডল (৩২), এলাহী মন্ডল (২৮), হনুফা বেগম (৫২), আল আমিন মন্ডল (১৬), নাসিম আলী (২৫), সুজন আলী (১৭), শাকিল (১৮), রফিকুল ইসলাম (৪৮), ফরিদ আলী (৩৮), সুয়েল আলী (২৪), আব্দুল আজিজ (৪৯), মান্নান হোসেন (৫৮), শাহাদত আলী (৩৯) ও মাসুদ রানা (৩২)।

গুলিবিদ্ধ অন্তত চারজনের সঙ্গে কথা বলে জানা যায়, জমি নিয়ে বিরোধে পানি সেচ বন্ধ করে দিয়েছে তারা। সেখান থেকেই উত্তেজনা শুরু হয়। পরে মসজিদের হিসেব নিয়েও চলে উত্তেজনা। আর এই দুই বিষয় নিয়েই মানিক, রতনের নেতৃত্বে ১৫-২০ জন বন্দুক নিয়ে আচমকা গুলি করেন। 

আহতের স্বজন মামুন হোসেন বলেন, প্রায় ২০ বছর ধরে কদমকুড়ি জামে মসজিদ কমিটি দখল করে রয়েছেন রতন আলী, আবুল হোসেন ও এছার উদ্দিন। দীর্ঘ সময়ে মসজিদের কোনো উন্নয়ন হয়নি। রতনের কাছ থেকে বন্ধক রাখা জমিতে পানি দিতে গেলে সংঘর্ষের সূত্রপাত হয়। রাতে এসে রতন, মানিক দুই ভাইয়ের নেতৃত্বে বন্দুক দিয়ে গুলি চালিয়েছে।  

এ বিষয়ে কদমকুড়ি জামে মসজিদ কমিটির সভাপতি রতন আলী ঘটনার পর থেকে গা ঢাকা দেওয়ায় তার সঙ্গে কথা বলা সম্ভব হয়নি। 

অভিযুক্ত আরেক ভাই ডাহিয়া ইউনিয়ন বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক মানিক হোসেন মুঠোফোনে বলেন, ‘এখানে মসজিদের হিসাব-নিকাশের কোনো ঘটনা নেই। জমিতে পানি সেচ দেওয়া নিয়েই ঘটনার সূত্রপাত। আমি সিংড়ায় থাকি, এ ঘটনার সঙ্গে জড়িত নই। আমি শুনেছি, কে বা কারা রাতে বন্দুক দিয়ে গুলি করেছে।’

সিংড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসমাউল হক বলেন, জমিতে পানি সেচ দেওয়া নিয়ে এই ঘটনা ঘটেছে। বর্তমান পরিস্থিতি শান্ত আছে। বন্দুকের ছোড়া গুলিতে ১২ জন গুলিবিদ্ধ হয়েছে। চার জন নাটোর আধুনিক হাসপাতালে ভর্তি আছে। বন্দুক উদ্ধারে অভিযান চলছে। বিষয়টি নিয়ে তদন্ত চলছে।

.

উৎস: Samakal

কীওয়ার্ড: বন দ ক র মসজ দ র

এছাড়াও পড়ুন:

গণ-অভ্যুত্থানে আহত ব্যক্তি ও স্বজনদের লংমার্চ কর্মসূচি শুরু

জুলাই গণ-অভ্যুত্থানে আহত কিছু ব্যক্তি ও তাঁদের স্বজনেরা তিন দফা দাবিতে রাজধানীর শাহবাগ মোড় থেকে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় অভিমুখে লংমার্চ কর্মসূচি পালন করছেন।

আজ বুধবার বেলা সাড়ে ১২টার দিকে তাঁরা এই কর্মসূচি শুরু করেন। তাঁরা শাহবাগ থেকে মৎস্য ভবন হয়ে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ে যাবেন বলে জানিয়েছেন।

লংমার্চ কর্মসূচিতে অংশগ্রহণকারীরা বলছেন, সরকার ‘এ’, ‘বি’, ‘সি’—এই তিন ক্যাটাগরি করে আহত ব্যক্তিদের চিকিৎসা দিচ্ছে। ‘সি’ ক‍্যাটাগরিতে ‘এ’ ও ‘বি’-এর মতো সুবিধা রাখা হয়নি। এটি খুবই বৈষম্যমূলক।

লংমার্চ কর্মসূচিতে অংশগ্রহণকারীদের দাবি, আহত সব ব্যক্তিকে ‘এ’ বা ‘বি’ ক্যাটাগরিতে চিকিৎসা দিতে হবে। ক‍্যাটাগরি হবে দুটি। আহত ও গুরুতর আহত।

কর্মসূচিতে অংশগ্রহণকারীদের অন‍্য দুটি দাবি হলো, প্রান্তিক এলাকার আহত ব্যক্তিদের চিকিৎসার সুবিধার্থে টোল ফ্রি হটলাইন সেবা চালু করতে হবে এবং আহত ব্যক্তিদের সুরক্ষায় আইন করতে হবে।

আহত প্রত‍্যেককে সরকারি ভাতার আওতায় আনারও দাবি জানিয়েছেন কর্মসূচিতে অংশগ্রহণকারীদের অনেকে।

রংপুর থেকে আসা আহতদের একজন রনি মিয়া। তিনি রংপুর কলেজের শিক্ষার্থী। তিনি বলেন, ‘আমরা আন্দোলন করেছিলাম বৈষম্য নিরসনের জন্য। অথচ আমাদের আহতদের সঙ্গে বৈষম্য করা হচ্ছে। রংপুরে ২৬৫ জন আহত আছেন। তাঁদের মধ্যে তিনজন এ ক্যাটাগরিতে আছেন। বি ক্যাটাগরিতে মাত্র ১৭ জন। বাকিরা সি ক্যাটাগরিতে। আমরা বলতে চাই, এখানে ক্যাটাগরি হবে দুটি। একটি হলো, যারা গুরুতর আহত, যারা একেবারে পঙ্গু হয়ে গেছে। অন্য ক্যাটাগরিতে থাকবেন বাকিরা। আর কোনো ক্যাটাগরি থাকবে না।’

আবুল কালাম আজাদ নামের আহত একজন বলেন, ‘এই সরকার আমাদের রক্তের ওপর দিয়ে ক্ষমতায় বসেছে। তাহলে কেন আমাদের ওপর এত বৈষম্য করা হচ্ছে? আমরা এখানে এসেছি, অধিকার আদায় করতে। এই বাংলার মানুষ আর কোনো বৈষম্য দেখতে চায় না।’

সম্পর্কিত নিবন্ধ

  • কুয়েটের ঘটনায় শিবির ও বৈষম্যবিরোধীদের দায়ী করল ছাত্রদল
  • শাহবাগ থেকে মুক্তিযুদ্ধ মন্ত্রণালয় লংমার্চ করল গণ-অভ্যুত্থানে আহতদের একাংশ
  • সচিবালয়ের সামনে গণঅভ্যুত্থানে আহত ও শহীদ পরিবারের সদস্যরা
  • গণ-অভ্যুত্থানে আহত ব্যক্তি ও স্বজনদের লংমার্চ কর্মসূচি শুরু
  • বিয়েতে দাওয়াত পেলেন না ভাই, ক্ষিপ্ত হয়ে হামলা
  • উল্টে পড়া প্লেন থেকে সবাইকে জীবিত উদ্ধার
  • উল্টে পড়া প্লেন থেকে সবাই জীবিত উদ্ধার