বগুড়ায় বিপুল হত্যার প্রধান আসামি জুম্মান কসাই গ্রেপ্তার
Published: 16th, February 2025 GMT
বগুড়ায় আবাসিক হোটেলের ব্যবস্থাপক বিপুল হত্যার প্রধান আসামি জুম্মান কসাইকে (৪১) গ্রেপ্তার করেছে র্যাব।
শনিবার (১৫ ফেব্রুয়ারি) সন্ধ্যায় শহরের চকযাদু রোডে সেলিম হোটেলের সামনে থেকে র্যাব-১২, বগুড়া ক্যাম্পের সদস্যরা তাকে গ্রেপ্তার করে।
জানা গেছে, জুম্মান কসাইসহ কয়েকজন গত ১৭ ডিসেম্বর দুপুর আড়াইটার দিকে বগুড়া শহরতলীর মাটিডালি বিমান মোড় এলাকায় সানসাইন আবাসিক হোটেলের ব্যবস্থাপক বিপুল মিয়াকে (৪২) ছুরিকাঘাত করে। বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ওইদিন রাত সাড়ে ৯ টার দিকে বিপুল মারা যান।
নিহত বিপুল গাইবান্ধা জেলার গোবিন্দগঞ্জ উপজেলার শালমারা গ্রামের আব্দুল মজিদের ছেলে। তিনি বগুড়া শহরের মাটিডালী এলাকায় পরিবার নিয়ে বসবাস করে সানসাইন আবাসিক হোটেলে ব্যবস্থাপক পদে চাকরি করতেন।
র্যাব-১২ ক্যাম্পের কোম্পানি কমান্ডার এম আবুল হাশেম সবুজ বলেন, “গ্রেপ্তারের পর জুম্মান আমাদের জানিয়েছেন, চাঁদা দাবি করে না পেয়ে বিপুলকে ছুরিকাঘাতে হত্যা করা হয়েছে। জুম্মানকে আজ বগুড়া সদর থানায় হস্তান্তর করা হয়েছে।”
ঢাকা/এনাম/টিপু
.উৎস: Risingbd
এছাড়াও পড়ুন:
বাংলাদেশ থেকে ৭২৫ সেনাসদস্য নেবে কাতার
কাতার বাংলাদেশ থেকে ৭২৫ জন সেনাসদস্য নেবে। আগামী দুই মাসের মধ্যে তাঁদের নেওয়া শুরু হবে। দেশটিতে বিভিন্ন ক্ষেত্রে দায়িত্ব পালনের লক্ষ্যে এই সেনাসদস্যদের নেওয়া হবে।
আজ মঙ্গলবার কাতারের রাজধানী দোহায় প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বাসসকে এ তথ্য জানান।
আর্থনা শীর্ষ সম্মেলনে যোগ দিতে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে বাংলাদেশের একটি উচ্চপর্যায়ের প্রতিনিধিদল বর্তমানে দোহা সফরে রয়েছে।
প্রেস সচিব বলেন, কুয়েতে দীর্ঘদিন ধরে বাংলাদেশের সেনাসদস্যরা কর্মরত। একইভাবে কাতারও বাংলাদেশ থেকে নিয়মিতভাবে সেনাসদস্য নিতে চায়। প্রতি তিন বছর পরপর ৭২৫ জন করে সেনাসদস্য নেওয়া হবে, তবে এ সংখ্যা বাড়ানোর চেষ্টা করা হচ্ছে।