‘বিশ্বজুড়ে বাংলা গান’ স্লোগান নিয়ে শুরু হচ্ছে নতুন রিয়েলিটি শো
Published: 16th, February 2025 GMT
যুক্তরাষ্ট্র-কানাডা ভিত্তিক টিভি চ্যানেল ‘এটিভি ইউএসএ’র ‘বাংলাদেশ ঘোষণা’ নামে একটি আয়োজন অনুষ্ঠিত হয় শনিবার (১৫ ফেব্রুয়ারি) বিকালে রাজধানীর লা ভিঞ্চি হোটেলে। এই অনুষ্ঠানে মূলত এটিভি ইউএসএ’র উদ্যোগে বাংলাদেশ-আমেরিকার কিছু যৌথ ইভেন্ট ও আশা মাল্টিমিডিয়ার শুভ যাত্রা ঘোষণা করা হয়।
‘বাংলাদেশ ঘোষণা’ এই আয়োজনে উপস্থিত ছিলেন এটিভি ইউএসের এটিভি ইউএসএ’র কর্ণধার দম্পতি আকাশ রহমান ও এশা রহমান। শিল্পীদের মধ্যে ছিলেন ফাতেমা তুজ জোহরা, হামিন আহমেদ, রেজানুর রহমান, রিজিয়া পারভীন, ফাহমিদা নবী, কানিজ আলমাস খান, রুনা খান, সাদিয়া জাহান প্রভা, সিফাত তাহসিন, নিরব, ধ্রুব গুহ, চয়নিকা চৌধুরী, ফ্যাশন কোরিওগ্রাফার পিয়াল হোসেনসহ অনেকেই।
ওই ঘোষণার মূল ফোকাসে ছিল রিয়েলিটি শোয়ের লোগো উন্মোচন। ‘বিশ্বজুড়ে বাংলা গান’ এই স্লোগানকে সামনে রেখে এটিভি ইউএসএ আয়োজন করছে গানের এই রিয়েলিটি শোটির। শনিবারের সেই আয়োজনে উপস্থিত বিশিষ্ট শিল্পী ও গুণীজনদের অংশগ্রহণে আয়োজনটির লোগো উন্মোচনের মাধ্যমে রিয়েলিটি শোয়ের যাত্রা সূচনা করা হয়। রিয়েলিটি শোয়ের কো-অর্ডিনেটর ও অন্যতম বিচারক রবীন্দ্রসংগীতশিল্পী ড.
অনুষ্ঠানে নিজের বক্তব্যে ফাতেমা তুজ জোহরা বলেন, “বাংলা ভাষার জন্য অনেকেই কাতর। চিন, জাপানসহ অনেক ভাষার মানুষের সঙ্গে আমার পরিচয় হয়েছে তার বাংলা গান তো বটেই নজরুলের গান তারা অনেক পছন্দ করেন। এমন একটি সময় বাংলা গান নিয়ে এটিভি ইউএসএ আয়োজন করতে যাচ্ছে ‘বিশ্বজুড়ে বাংলা গান’। তাদের এ জন্য শুভ কামনা। আমার বিশ্বাস, প্লানিংটা ঠিক হলে এই আয়োজন চমকারভাবে হবে।”
হামিন আহমেদ বলেন, ‘আমার মনে হয়, বিদেশে থেকে এমন একটি টিভির গান নিয়ে যে ভাবনাচিন্তা যেটা আমাকে মুগ্ধ করছে। কারণ, এর আগে আমরা দেখে এসেছি রিয়েলিটি শো সাধারণত একটি শহর বা দেশের সংগীত নিয়েই হয়। কিন্তু বিশ্বজুড়ে বাংলা গান নিয়ে মনে হয় এটা প্রথম। আমি মনে করি, এত করে বাংলা গানের প্রচার, প্রসার ও বাংলা গানের প্রতি যাদের আগ্রহ আছে তারা বাংলা গান ধারণ করবে।’
বর্ণাঢ্য এই আয়োজনটি উপস্থাপনায় ছিলেন সাংবাদিক নাজনীন মুন্নি।
অনুষ্ঠানের আয়োজন প্রসঙ্গে এটিভি ইউএসএ’র কর্ণধার দম্পতি আকাশ রহমান ও এশা রহমান বলেন, ‘আমরা চাইলেই বিদেশের মাটিতেই এই ঘোষণা অনুষ্ঠান করতে পারতাম। কিন্তু দেশের মানুষকে নিয়ে, দেশের মানুষের সম্পৃক্ততা নিয়েই এই আয়োজনটি আমরা শুরু করতে চাই। আমরা কৃতজ্ঞ দেশের শিল্পী-সাংবাদিকদের প্রতি যে তারা আমাদের এই শুভ সূচনালগ্নে হাজির হয়েছেন।’
এই আয়োজনে পরবর্তীতে আমেরিকা ও বাংলাদেশের যৌথ উদ্যোগে ‘আমেরিকান কারি অ্যাওয়ার্ড’র ঘোষণা অনুষ্ঠিত হয়। আমেরিকান বাংলাদেশি প্রখ্যাত শেফ খলিলুর রহমান ও এটিভি ইউএসএ’র কর্ণধার আকাশ রহমানের যৌথ উদ্যোগে এই আয়োজন নিয়ে বিস্তারিত জানানো হয়।
এছাড়া আগামী ২৩ ফেব্রুয়ারি ঢাকার রাওয়া ক্লাবে অনুষ্ঠিতব্য এটিভি ইউএসএ আইকনিক সেলিব্রেশন নাইট অ্যান্ড অ্যাওয়ার্ড-এর বিস্তারিত জানানো হয়।
অনুষ্ঠানটি শেষ হয় আশা মাল্টিমিডিয়া প্রযোজিত প্রথম টেলিফিল্ম ‘ফাঁদের প্রেমে’র প্রিমিয়ার অনুষ্ঠানের মাধ্যমে। এই টেলিফিল্মটি রচনা ও পরিচালনা করেছেন তানভীর তারেক। অভিনয়ে ছিলেন সাঈদ বাবু, সিফাত তাহসিন, আকাশ রহমানসহ অনেকে। এই প্রিমিয়ারের মাধ্যমেই আশা মাল্টিমিডিয়ার শুভ যাত্রা ঘোষণা করা হয়। এবং একই সাথে তাঁরা ঘোষণা করেন নিয়মিত চলচ্চিত্র, ডকুমেন্টারি, ফিকশন প্রযোজনা করার।
উৎস: Samakal
কীওয়ার্ড: হ ম ন আহম দ অন ষ ঠ ন আম র ক
এছাড়াও পড়ুন:
দুর্নীতি ও দুঃশাসন করে কেউ টিকে থাকতে পারে না: লক্ষ্মীপুরে জামায়াতের আমির
লক্ষ্মীপুরে বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, দুর্নীতি ও দুঃশাসন করে কেউ টিকে থাকতে পারে না। অতীতে সোনার বাংলা গড়ার নামে শোষণ হয়েছে, কিন্তু এখন এমন রাজনীতি করা যাবে না, যাতে পেশিশক্তির মতো দেশ ছেড়ে পালাতে হয়।
শনিবার সকাল ১১টায় লক্ষ্মীপুর জেলা জামায়াতের আমির মাস্টার রুহুল আমিনের সভাপতিত্বে আদর্শ সামাদ উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
দীর্ঘ ২৮ বছর পর লক্ষ্মীপুরে আয়োজিত এই জনসভাকে কেন্দ্র করে নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা যায়। জনসভায় আরও বক্তব্য রাখেন জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা এটিএম মাসুম, কেন্দ্রীয় কর্ম পরিষদের সদস্য কাজী দ্বীন মোহাম্মদ, কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্য মোবারক হোসেন, চট্টগ্রাম মহানগর আমির শাহজাহান চৌধুরী, কুমিল্লা মহানগর আমির কাজী দ্বীন মোহাম্মদ, ঢাকা মহানগর উত্তরের সেক্রেটারি ডা. রেজাউল করিম, শ্রমিক কল্যাণ ফেডারেশনের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক এড. আতিকুর রহমান ও ঢাকাস্থ লক্ষ্মীপুর ফোরামের সভাপতি ডা. আনোয়ারুল আজীম প্রমুখ।
ডা. শফিকুর রহমান আরও বলেন, দেশে এখনো চাঁদাবাজি চলছে। আমি বিনয়ের সঙ্গে বলছি, এসব বন্ধ করুন। যদি কেউ খাদ্য সংকটে থাকে, আমরা তার জন্য খাবারের ব্যবস্থা করব।
জুলাই বিপ্লবের চেতনায় উজ্জীবিত হয়ে দুর্নীতি ও দুঃশাসনের বিরুদ্ধে সংগ্রাম চালিয়ে যাওয়ার আহ্বান জানান জামায়াতের আমির। জনসভায় দলীয় নেতা-কর্মীসহ বিপুল সংখ্যক সমর্থক উপস্থিত ছিলেন।