ব্যক্তিগত কারণে চ্যাম্পিয়ন্স ট্রফি থেকে নাম তুলে নিয়েছেন অসি পেসার মিচেল স্টার্ক। তার আগে ইনজুরির কারণে প্যাট কামিন্সসহ আরও চারজন সরে দাঁড়িয়েছেন। সর্বশেষ ভারতীয় পেসার জাসপ্রিত বুমরাহও চোটের কারণে দলে জায়গা পাননি। সাদা চোখে এটা ক্রিকেটের স্বাভাবিক ঘটনা। 

তবে কলকাতার দৈনিক আনন্দবাজার পত্রিকা একটি প্রতিবেদন প্রকাশ করেছে, যেখানে তাদের সন্দেহ আইপিএল খেলার কারণেই এত পেসার চ্যাম্পিয়ন্স ট্রফিতে খেলতে যাচ্ছেন না। ৯ মার্চ শেষ হবে চ্যাম্পিয়ন্স ট্রফি, তার পর আইপিএল শুরু হবে ২২ মার্চ। চ্যাম্পিয়ন্স ট্রফিতে যদি কেউ কোনো ধরনের চোটে পড়েন, তাহলে মাঝের এই ১৩ দিনে সুস্থ হয়ে মাঠে নামা কঠিন। সে কারণেই নাকি দিল্লি ক্যাপিটালসের স্টার্ক, বেঙ্গালুরুর জশ হ্যাজেলউড, কলকাতা নাইট রাইডার্সের প্রোটিয়া পেসার নরখিয়া আগ্রহ দেখাননি চ্যাম্পিয়ন্স ট্রফিতে।

আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির চ্যাম্পিয়ন দল পুরস্কার পাবে ২ দশমিক ২৪ মিলিয়ন মার্কিন ডলার। যেখানে ওয়ানডে বিশ্বকাপ চ্যাম্পিয়নরা পেয়েছিল ৪ মিলিয়ন ডলার। বিশ্বকাপের সঙ্গে চ্যাম্পিয়ন্স ট্রফির পুরস্কার অর্থের বিশাল এই ফারাকও অস্ট্রেলিয়ার মতো দলকে আকর্ষণ করতে পারেনি।

.

উৎস: Samakal

এছাড়াও পড়ুন:

রাজশাহী টিচার্স ট্রেনিং কলেজে বসন্তবরণ ও পিঠা উৎসব

রাজশাহীর সরকারি টিচার্স ট্রেনিং কলেজে বসন্তবরণ ও পিঠা উৎসব অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২৪ ফেব্রুয়ারি) কলেজ প্রাঙ্গণে দিনব্যাপী এ অনুষ্ঠানের আয়োজন করেন প্রতিষ্ঠানটির বি. এড (অনার্স) কোর্সের শিক্ষার্থীরা। সকালে ফিতা কেটে আয়োজনের উদ্বোধন করেন অধ্যক্ষ অধ্যাপক শওকত আলী খান।

পরে উদ্বোধনী অনুষ্ঠানে তিনি প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন। তিনি সবাইকে বসন্তের শুভেচ্ছা জানান। বক্তব্য দেন উপাধ্যক্ষ অধ্যাপক ড. বিশ্বজিৎ ব্যানার্জী ও স্টাফ কাউন্সিলের সহ-সম্পাদক জাহাঙ্গীর আলম। শিক্ষার্থীদের পক্ষ থেকে স্বাগত বক্তব্য রাখেন সারোয়ার জামান। 

এ আয়োজনে সার্বিক তত্ত্বাবধানে ছিলেন শিক্ষার্থী ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের রাজশাহী জেলা কমিটির সদস্য সচিব মো. রহমতুল্লাহ। পরে সবাই পিঠা উৎসবের স্টল ঘুরে দেখেন।

আরো পড়ুন:

শিক্ষার্থীদের অবরোধ প্রত্যাহার
সাড়ে ৫ ঘণ্টা পর উত্তরবঙ্গের সঙ্গে ট্রেন চলাচল শুরু

গাজীপুরে বিশ্ববিদ্যালয়ের নাম পরিবর্তনের দাবিতে রেললাইন অবরোধ

পিঠা উৎসবে বি.এড শিক্ষার্থীদের পাঁচটি ব্যাচ পাঁচটি স্টল দিয়েছিলেন। স্টলগুলোর নাম রাখা হয়- অরিঞ্জয়, নবারুণ, সংসপ্তক, সক্রিয় ও প্রোজ্জ্বল। স্টলগুলোতে হরেক পদের পিঠা নিয়ে হাজির হন শিক্ষার্থীরা। পরে বিকেল থেকে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

ঢাকা/কেয়া/বকুল

সম্পর্কিত নিবন্ধ