চট্টগ্রামে ‘মাইক্লো বাংলাদেশে’র যাত্রা শুরু
Published: 16th, February 2025 GMT
চট্টগ্রামে মাইক্লো বাংলাদেশের নতুন শোরুম উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার বন্দরনগরীর পশ্চিম নাসিরাবাদের সানমার ওশান সিটিতে মাইক্লো বাংলাদেশের ১৫তম আউটলেট উদ্বোধন করেন সংগীতশিল্পী ও অভিনেতা তাহসান খান ও অভিনেত্রী তাসনিয়া ফারিণ। দ্রুত বর্ধনশীল ব্র্যান্ডটি মাত্র এক বছরে ১৩টি শোরুম চালু করে নতুন মাইলফলক অর্জন করেছে।
জাপানি লাইফস্টাইল থেকে অনুপ্রাণিত তৈরি পোশাকের ব্র্যান্ড ‘মাইক্লো’। গ্রাহকদের ক্রয়ক্ষমতার মধ্যে মানসম্মত ও পছন্দের পোশাক দেওয়ার লক্ষ্যে কাজ করে যাচ্ছে ‘মাইক্লো বাংলাদেশ’।
এ প্রসঙ্গে সংগীতশিল্পী ও অভিনেতা তাহসান খান বলেন, ‘মাইক্লো’ বাংলাদেশের বাজারের জন্য রুচিশীল ও মানসম্মত পোশাক তৈরি করছে। এই ধারাবাহিকতা রক্ষায় তারা প্রতিশ্রুতিবদ্ধ। ভবিষ্যতেও তাদের সেই চেষ্টা অব্যাহত থাকবে বলে আমি বিশ্বাস করি।'
অভিনেত্রী তাসনিয়া ফারিণ বলেন, ‘মাইক্লোর তৈরি পোশাক মানসম্মত ও বেশ সাশ্রয়ী। আশা করি, তারা ভবিষ্যতেও কোয়ালিটির সঙ্গে আপস করবে না। মাইক্লোর জন্য শুভ কামনা সবসময়।’
অনুষ্ঠানে উপস্থিত মাইক্লোর ক্রিয়েটিভ ডিজাইন ইনোভেশন অ্যান্ড মার্কেটিং পরিচালক বাবু আরিফ বলেন, ‘মাইক্লো জাপানি লাইফস্টাইল থেকে অনুপ্রাণিত একটি পোশাকের ব্র্যান্ড, যা টেকসই ও সর্বোচ্চ গুণগত মানের নিশ্চয়তা দেয়। বাংলাদেশে বহুল প্রত্যাশিত পোশাক ব্র্যান্ড মাইক্লোর চট্রগ্রাম শাখার উদ্বোধন উদযাপনের আমরা একত্রিত হয়েছি। এর অংশ হতে পেরে আমি ভীষণ আনন্দিত।’
তিনি আরও বলেন, ‘চট্টগ্রামে এটি আমাদের প্রথম স্টোর। খুব শীঘ্রই আমাদের বিভিন্ন লোকেশনে আরও কয়েকটি স্টোর চালুর পরিকল্পনা আছে। আমি বিশ্বাস করি, দাম, মান ও চাহিদা বিবেচনায় দৈনন্দিন জীবনে সর্বসাধারণের পোশাকের প্রিয় ব্র্যান্ডই নয়, বরং ফ্যাশনে নিত্যদিনের সঙ্গী হয়ে উঠবে।’
আন্তর্জাতিক মানের বিক্রয়সেবা নিশ্চিত করতে চান মাইক্লোর মার্চেন্ডাইজিং, সেলস, হিউম্যান রিসোর্স ও স্টোর অপারেশন পরিচালক এ এইচ এম আরিফুল কবির। তিনি বলেন, ‘প্রাথমিকভাবে বাংলাদেশের বাজারকে টার্গেট করে মাইক্লোর যাত্রা শুরু হলেও আমাদের পরিকল্পনা রয়েছে ভবিষ্যতে বাংলাদেশের বাজারে একটি শক্তিশালী ব্র্যান্ড হিসেবে মাইক্লোকে প্রতিষ্ঠিত করা।’
মাইক্লো বাংলাদেশের অপারেশন উপদেষ্টা কাজী মোহাম্মদ আরিফুল ইসলাম বলেন, ‘মাইক্লো বাংলাদেশ মানসম্মত, টেকসই ও সাশ্রয়ী মূল্যের পছন্দের পোশাক দেওয়ার লক্ষ্যে শুরু থেকেই কাজ করে যাচ্ছে। তারই অংশ হিসেবে বন্দরনগরী চট্টগ্রামে ১৫তম শোরুম চালু করে মাইক্লো আরও একটা নতুন অধ্যায়ের সূচনা করলো। আমরা বাংলাদেশের জনগণকে আরামদায়ক, পরিবেশ-বান্ধব পোশাক সরবরাহের আমাদের যাত্রা চালিয়ে যেতে পেরে আনন্দিত।’
প্রসঙ্গত, উদ্বোধন উপলক্ষে ক্রেতাদের জন্য সপ্তাহব্যাপী আকর্ষণীয় পুরস্কারের পাশাপাশি রয়েছে সব পণ্যের ওপর বিশেষ মূল্যছাড়। শিগগিরই আরও কিছু শাখা চালুর মাধ্যমে গ্রাহকদের দোরগোড়ায় সেবা পৌঁছে দেওয়ার প্রতিশ্রুতিবদ্ধ মাইক্লো বাংলাদেশ।
.উৎস: Samakal
কীওয়ার্ড: আম দ র
এছাড়াও পড়ুন:
বরিশাল বিশ্ববিদ্যালয়ের ১৫তম জন্মদিন আজ
২০১১ সালের ২২ ফেব্রুয়ারি প্রতিষ্ঠিত হয়েছিল দক্ষিণবঙ্গের বাতিঘর খ্যাত বরিশাল বিশ্ববিদ্যালয়। প্রতিষ্ঠার ১৪ বছর পেরিয়ে ১৫তম বছরে পদার্পণ করেছে বিশ্ববিদ্যালয়টি।
শনিবার (২২ ফেব্রুয়ারি) আনন্দ উদ্দীপনার মধ্য দিয়ে পালিত হয়েছে ১৫তম বিশ্ববিদ্যালয় দিবস। সকাল সাড়ে ৯টায় উপাচার্য অধ্যাপক ড. শুচিতা শরমিন জাতীয় পতাকা ও বিশ্ববিদ্যালয় পতাকা উত্তোলন এবং জাতীয় সংগীত পরিবেশনের মধ্য দিয়ে দিবসটির উদ্বোধন করেন।
এরপর ২৫টি বিভাগ, হলগুলো এবং বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন এক হয়ে উপাচার্যের নেতৃত্বে আনন্দ র্যালিতে অংশগ্রহণ করেন। র্যালিটি ক্যাম্পাস প্রদক্ষিণ করে বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ভবন-১ এর গ্রাউন্ড ফ্লোরে এসে শেষ হয়।
এসময় উপাচার্য ড. শুচিতা শরমিন বিশ্ববিদ্যালয় দিবসের শুভেচ্ছা জানিয়ে বলেন, “এ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীদের প্রধান ও অন্যতম সমস্যা অবকাঠামোগত উন্নয়ন। সেটা নিয়েই কাজ করছি। ইতোমধ্যে ফিজিবিলিটি স্টাডির কাজটি অনেকখানি এগিয়ে গেছে। আশা করি সবাই আমাকে এ ব্যাপারে সহায়তা করবেন।”
বিকেল ৫টায় বিশ্ববিদ্যালয় দিবস উপলক্ষে কেন্দ্রীয় সাংস্কৃতিক কমিটির উদ্যোগে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।
ঢাকা/সাইফুল/মেহেদী