মহানগর নাট্যোৎসব স্থগিতের কারণ জানালেন ফারুকী
Published: 16th, February 2025 GMT
রাজধানীর মহিলা সমিতির নীলিমা ইব্রাহিম মিলনায়তনে গতকাল অনুষ্ঠিত হওয়ার কথা ছিল ‘ঢাকা মহানগর নাট্যোৎসব’। হঠাৎ নাট্যোৎসব স্থগিত করা হয়৷ আয়োজকদের দাবি, থানা থেকে ফোন করে বন্ধ করা হয়।
তবে সংস্কৃতিবিষয়ক উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী জানালেন ভিন্ন কথা। উৎসব বন্ধের জন্য নাট্যকর্মীদের একটা অংশই ভূমিকা রেখেছেন। এখানে পুলিশ বা সরকার পক্ষের কোনো প্রতিষ্ঠান কিংবা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কেউ জড়িত নন। আজ (১৬ ফেব্রুয়ারি) সকালে ফেসবুক দীর্ঘ এক স্ট্যাটাসে উৎসব বন্ধ হওয়ার বিস্তারিত কারণ তুলে ধরেন তিনি।
বরেণ্য চলচ্চিত্রকার মোস্তফা সরয়ার ফারুকী লেখেন, “নাট্যোৎসব বন্ধের খবরটা দেখে আমরা কাল সন্ধ্যা থেকেই খোঁজ খবর নেয়া শুরু করি। কারণ সরকার শিল্পকলার মাধ্যমে সারাদেশে সাংস্কৃতিক অনুষ্ঠান ছড়িয়ে দিতে উৎসাহ দিচ্ছে, গতকালও শিল্পকলায় তিনটা প্রদর্শনী হলো। আজকেও প্রাচ্যনাটের শো আছে শিল্পকলায়। তাহলে এখানে কেন পুলিশ উৎসব বন্ধ করতে বলবে?”
আরো পড়ুন:
বিয়ের ইঙ্গিত দিলেন তমালিকা!
শিল্পকলায় ‘ট্রায়াল অব সূর্যসেন’
প্রশ্ন ছুড়ে দিয়ে মোস্তফা সরয়ার ফারুকী লেখেন, “খোঁজ নিয়ে জানলাম, পুলিশ এইরকম কিছুই বলেনি। কালকে রাতেই বিবৃতি দিয়ে জানিয়েছে, তারা কাউকে উৎসব বন্ধ করতে বলেনি। বরং নিরাপত্তা দিতে প্রস্তুত। তাহলে?”
মূল ঘটনা ব্যাখ্যা করে মোস্তফা সরয়ার ফারুকী লেখেন, “আমাদের দ্রুত অনুসন্ধান থেকে জানা গেল, নাট্যকর্মীদের মধ্যেই একটা অংশ এই উৎসবের বিরোধিতা করে মহিলা সমিতি কর্তৃপক্ষের কাছে হল বরাদ্দ বাতিলের জন্য জোর দাবি জানিয়ে আসছে বেশ কিছুদিন ধরে। বিক্ষুব্ধ নাট্যকর্মীদের দাবি, এই উৎসবের আড়ালে জুলাই আন্দোলনের সময় ছাত্র-জনতা হত্যায় বিবৃতি দিয়ে উস্কানি দেয়া কিছু ব্যক্তি বা তাদের গোত্রীয় কিছু মানুষ সংগঠিত হওয়ার চেষ্টা করছে। তারা দাবি জানায়, জুলাইয়ে তাদের ভূমিকার জন্য বিচারের মুখোমুখি হওয়ার আগে কোনো পুনর্বাসন চলবে না। অবশেষে কালকে মহিলা সমিতি বরাদ্দ বাতিল করে।”
প্রথমে পুলিশ, তারপর ‘মবের’ কাঁধে দায় চাপানোর ব্যাপারটি ব্যাখ্যা করেছেন মোস্তফা সরয়ার ফারুকী। তার ভাষায়, “দুঃখজনক হচ্ছে, বিবৃতিতে তারা এইসব কিছু না বলে কৌশলে প্রথমে পুলিশের কাঁধে দোষ চাপানোর চেষ্টা করল এবং বিবৃতির শেষে বললো, মবের কারণে উৎসব বাতিল করতে হলো। তারা তো জানেই কারা তাদের বিরুদ্ধে প্রতিবাদ করছে। তাদের পরিচয় না লিখে মব বলে চালিয়ে দেয়ার উদ্দেশ্য কি একটা বিশেষ ন্যারেটিভ প্রতিষ্ঠা করা? বা কেন ওই বিক্ষুব্ধ নাট্যকর্মীরা প্রতিবাদ করছে তারা জানে। কিন্তু সেটাও তারা বিবৃতিতে উল্লেখ না করা কি ওই বিশেষ ন্যারেটিভ প্রতিষ্ঠার চেষ্টা কিনা সেটা সবাই ভেবে দেখতে পারেন।”
জুলাইয়ের ভূমিকা নিয়ে প্রশ্ন ছুড়ে দিয়ে ফারুকী লেখেন, “পাশাপাশি আরেকটা প্রশ্নও আসে, জুলাইয়ে তাদের ভূমিকার জন্য জাতির কাছে এখনো কি একবারও ক্ষমা চাওয়ার প্রয়োজন বোধ করেছে তারা?”
এদিকে, উৎসব স্থগিতের কারণ হিসেবে বাংলাদেশ মহিলা সমিতির দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তার বরাতে আয়োজকদের পক্ষ থেকে ঢাকা মহানগর নাট্য পর্ষদের আহ্বায়ক ঠান্ডু রায়হান জানান, রমনা থানা থেকে ফোনে নাট্যোৎসব বন্ধ করতে বলা হয়েছে। পরে সেটি স্থগিত হয়ে যায়।
ঢাকা/রাহাত/শান্ত
.উৎস: Risingbd
কীওয়ার্ড: চ কর চ কর সরয় র ফ র ক ন ট যকর ম ন ট য ৎসব শ ল পকল উৎসব ব র জন য হওয় র
এছাড়াও পড়ুন:
‘এমন উৎসব আরও বেশি হওয়া উচিত’
তৃতীয় শ্রেণিতে পড়ুয়া মেয়ে আরিবা বিলকিসকে নিয়ে মেরিল বেবি-প্রথম আলো বর্ণমেলায় এসেছিলেন রাশেদুল হাসান ও আমেনা হক দম্পতি। আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের এই আয়োজনে তাঁরা নিয়মিত দর্শনার্থী; আসেন ২০১৮ সাল থেকে। এই দম্পতি বললেন, কখন এই উৎসব হবে, তাঁরা বছরজুড়ে অপেক্ষায় থাকেন। শিশু-কিশোরদের ইতিহাসচর্চা ও মানসিক বিকাশের এমন আয়োজন আরও বেশি করা উচিত।
আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে প্রথম আলোর আয়োজনে আজ শুক্রবার দিনভর চলে ‘বর্ণমেলা ২০২৫’। ঢাকার ধানমন্ডিতে সুলতানা কামাল মহিলা ক্রীড়া কমপ্লেক্স প্রাঙ্গণে আয়োজিত বর্ণমেলায় সহযোগিতা করছে স্কয়ার টয়লেট্রিজ লিমিটেডের ব্র্যান্ড ‘মেরিল বেবি’।
এই আয়োজনে ঐতিহ্যবাহী নানা খেলা, বাংলা স্ক্র্যাচ কর্মশালা, বর্ণরোবটের সঙ্গে শরীরচর্চা, বর্ণ উপহার, মস্ত বর্ণ, খাবারে-পোশাকে বর্ণ, কাগজের ইশকুল, বর্ণমুখোশ, বর্ণে নাগরদোলা, বাবুল্যান্ড, গুফি ওয়ার্ল্ড, কিডস টাইম, জলপুতুল পাপেট, ঢাকা পাপেট থিয়েটার, কাকতাড়ুয়া পাপেট, জাদু, গানসহ ছিল বিচিত্র আয়োজন।
বর্ণমেলায় শিশু–কিশোরদের জন্য ছিল এই লুডু খেলার আয়োজন। ঢাকা, ২১ ফেব্রুয়ারি