বিমান বাংলাদেশ এয়ারলাইনসে চাকরি, আছে সার্বক্ষণিক গাড়ি, দ্রুত আবেদন করুন
Published: 16th, February 2025 GMT
বিমান বাংলাদেশ এয়ারলাইনস লিমিটেডে কর্মকর্তা নিয়োগের আবেদন শেষ হচ্ছে আগামীকাল সোমবার। প্রতিষ্ঠানটি কোম্পানি সেক্রেটারি (সিএস) পদে জেনারেল ম্যানেজার পদমর্যাদায় একজন কর্মকর্তা নিয়োগ দেবে। আগ্রহী প্রার্থীদের ই–মেইলে আবেদনপত্র পাঠাতে হবে।
পদের নাম: কোম্পানি সেক্রেটারি (সিএস)পদসংখ্যা: ১
যোগ্যতা: স্বীকৃত প্রতিষ্ঠান থেকে এফসিএস বা ফিন্যান্স/অ্যাকাউন্টিং বিষয়ে এমবিএ ডিগ্রি থাকতে হবে। স্বায়ত্তশাসিত/আধা স্বায়ত্তশাসিত/প্রতিষ্ঠিত কোনো প্রতিষ্ঠানে কোম্পানি সেক্রেটারি হিসেবে অন্তত ১০ বছর চাকরির অভিজ্ঞতা থাকতে হবে। বাংলা ও ইংরেজি ভাষায় যোগাযোগ এবং উপস্থাপনায় সাবলীল হতে হবে।
বয়স: ১৯ জানুয়ারি ২০২৫ তারিখে সর্বোচ্চ ৪৫ বছর
কর্মস্থল: ঢাকা
বেতন: আলোচনা সাপেক্ষে
সুযোগ–সুবিধা: সার্বক্ষণিক চালক ও জ্বালানিসহ গাড়ি, টেলিফোন ও মুঠোফোন বিল, এয়ার টিকিটসহ কোম্পানির নীতিমালা অনুযায়ী স্বাস্থ্য সুবিধা দেওয়া হবে।
আবেদন যেভাবেআগ্রহী প্রার্থীদের সম্প্রতি তোলা পাসপোর্ট সাইজের রঙিন ছবি, শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতার সনদসহ আবেদনপত্র [email protected] ঠিকানায় ই–মেইল করে দিতে হবে। এ ছাড়া প্রয়োজনীয় কাগজপত্রসহ আবেদনপত্র ডাকযোগে/কুরিয়ার বা সরাসরি পাঠানো যাবে। নিয়োগসংক্রান্ত বিস্তারিত তথ্য এই লিংকে জানা যাবে।
আরও পড়ুনপিএসসির নন-ক্যাডারে আবার বিশাল নিয়োগ, ৯ম, ১০ম ও ১২তম গ্রেডে পদ ১,৭২২১৫ ফেব্রুয়ারি ২০২৫ডাকযোগে/কুরিয়ার/সরাসরি আবেদনপত্র পাঠানোর ঠিকানা: ম্যানেজার এমপ্লয়মেন্ট, হিউম্যান রিসোর্সেস ডিপার্টমেন্ট, হেড অফিস ‘বলাকা’, কুর্মিটোলা, ঢাকা–১২২৯।
আবেদনের শেষ সময়: ১৭ ফেব্রুয়ারি ২০২৫।
আরও পড়ুনসমরাস্ত্র কারখানায় চাকরি, পদ ২২০৬ ঘণ্টা আগে.উৎস: Prothomalo
এছাড়াও পড়ুন:
পল্লী দারিদ্র্য বিমোচন ফাউন্ডেশনে আবারও বড় নিয়োগ, পদ ৩৩৫
স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়, পল্লী উন্নয়ন ও সমবায় বিভাগের অধিভুক্ত পল্লী দারিদ্র্য বিমোচন ফাউন্ডেশন (পিডিবিএফ) জনবল নিয়োগে আবারও বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। এই ফাউন্ডেশনে ১১তম গ্রেডে ৩৩৫ জনকে নিয়োগ দেওয়া হবে। এর আগে ২৪ মার্চ ২ ক্যাটাগরির পদে ১ হাজার ৩৩০ জনকে নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করে প্রতিষ্ঠানটি। আগ্রহী প্রার্থীদের অনলাইনে আবেদন করতে হবে।
পদের নাম: সহকারী হিসাবরক্ষণ কর্মকর্তাপদসংখ্যা: ৩৩৫
যোগ্যতা: স্বীকৃত কলেজ/বিশ্ববিদ্যালয় থেকে কমপক্ষে দ্বিতীয় শ্রেণি/সমমানের সিজিপিএসহ বাণিজ্যে স্নাতক/সমমান ডিগ্রি থাকতে হবে। শিক্ষাজীবনে কোনো ক্ষেত্রে তৃতীয় বিভাগ/শ্রেণি/সমমানের সিজিপিএ গ্রহণযোগ্য হবে না। হিসাব ব্যবস্থাপনায় পারদর্শী হতে হবে।
বয়স: ৩১ মার্চ ২০২৫ তারিখে ১৮ থেকে ৩২ বছর।
বেতন স্কেল: ১২,৫০০-৩০,২৩০ টাকা (গ্রেড-১১)
আবেদন যেভাবেআগ্রহী প্রার্থীদের এই ওয়েবসাইটে ফরম পূরণের মাধ্যমে আবেদন করতে হবে। নিয়োগসংক্রান্ত বিস্তারিত তথ্য এই লিংকে জানা যাবে। অনলাইনে আবেদন করতে কোনো সমস্যা হলে টেলিটক নম্বর থেকে ১২১ বা অন্য অপারেটর থেকে ০১৫০০১২১১২১-৯ পর্যন্ত কল অথবা [email protected] ঠিকানায় ই-মেইলে যোগাযোগ করা যাবে। এ ছাড়া টেলিটকের জব পোর্টালের ফেসবুক পেজে মেসেজের মাধ্যমে যোগাযোগ করা যাবে। মেইল/মেসেজের সাবজেক্টে প্রতিষ্ঠান ও পদের নাম এবং ইউজার আইডি ও যোগাযোগের নম্বর অবশ্যই উল্লেখ করতে হবে।
আরও পড়ুনপল্লী দারিদ্র্য বিমোচন ফাউন্ডেশনে বড় নিয়োগ, পদ ১৩৩০২৫ মার্চ ২০২৫আবেদন ফিঅনলাইনে ফরম পূরণের অনধিক ৭২ ঘণ্টার মধ্যে আবেদন ফি বাবদ ১৬৮ টাকা টেলিটক প্রিপেইড মুঠোফোন নম্বর থেকে এসএমএসের মাধ্যমে জমা দিতে হবে।
আবেদনের শেষ সময়: ১৬ এপ্রিল ২০২৫, বিকেল ৫টা পর্যন্ত।
আরও পড়ুনপল্লী উন্নয়ন বোর্ডে বড় নিয়োগ, ৩৩৪ পদে আবার বিজ্ঞপ্তি২৫ মার্চ ২০২৫