শিকলবন্দী জীবন কাটাচ্ছে ১০ বছরের নাহিদ
Published: 16th, February 2025 GMT
তিন বছর ধরে নিজ বাড়িতেই শিকলবন্দী জীবন কাটাচ্ছে ১০ বছরের বিশেষ চাহিদাসম্পন্ন শিশু নাহিদ হোসেন। টাকার অভাবে তার বাবা-মা তাকে চিকিৎসা করাতে পারছেন না, এমনকি প্রতিবন্ধী ভাতার কার্ডও পাননি।
সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলার সড়াতৈল গ্রামের দিনমজুর রুহুল আমিন ও সীমা খাতুনের প্রথম সন্তান নাহিদ। ছোটবেলায় স্বাভাবিক থাকলেও বয়স বাড়ার সঙ্গে সঙ্গে তার মানসিক ভারসাম্য হারানোর লক্ষণ দেখা দেয়। চিকিৎসার জন্য যা কিছু ছিল, তা বিক্রি করেও কোনো উন্নতি হয়নি।
পরিস্থিতি এমন দাঁড়িয়েছে যে, গ্রামবাসীর অভিযোগ ও বিরক্তির মুখে পড়ে নাহিদকে শিকলে বেঁধে রাখতে বাধ্য হচ্ছেন তার বাবা-মা। প্রতিবেশীদের মতে, সে মাঝে মাঝে ক্ষুব্ধ হয়ে অন্যদের ধাওয়া করে, তাই তাকে আটকে রাখা হচ্ছে।
নাহিদের বাবা রুহুল আমিন জানান, প্রতিবন্ধী ভাতার কার্ডের জন্য অনেক চেষ্টা করেও সফল হননি। স্থানীয় সমাজসেবা অফিসের এক কর্মচারী তাকে ৫ হাজার টাকা ঘুষ দিতে বলেছিলেন, যা দিতে না পারায় নাহিদ ভাতার কার্ড পায়নি।
নাহিদের মা সীমা খাতুন কান্নাজড়িত কণ্ঠে বলেন, একজন মা হয়ে নিজের সন্তানকে শিকলে বেঁধে রাখা কতটা কষ্টের, তা বোঝানোর ভাষা নেই। চিকিৎসার অভাবে সে দিন দিন আরও অসহায় হয়ে পড়ছে। আমি যদি মরে যাই, তখন কে দেখবে আমার ছেলেকে?
এ বিষয়ে উল্লাপাড়া উপজেলা সমাজসেবা কর্মকর্তা রফিকুল ইসলাম বলেন, তিনি এই ঘটনার বিষয়ে অবগত নন। তবে যদি কারো বিরুদ্ধে টাকা দাবির অভিযোগ প্রমাণিত হয়, তবে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে। তিনি আরও জানান, এখন শতভাগ প্রতিবন্ধী ভাতা দেওয়ার ব্যবস্থা করা হচ্ছে এবং নাহিদকেও দ্রুত এই সুবিধার আওতায় আনার উদ্যোগ নেওয়া হবে।
এদিকে, রাজশাহী বুদ্ধিপ্রতিবন্ধী অটিস্টিক বিদ্যালয়ের সাবেক অধ্যক্ষ কল্পনা রায় ভৌমিক জানান, কোনো বিশেষ চাহিদাসম্পন্ন শিশুকে শিকলে বেঁধে রাখা আইনত অপরাধ। এটি শিশুটির মানসিক স্বাস্থ্যের ওপর চরম নির্যাতন। তিনি অনুরোধ জানান, দ্রুত নাহিদের শিকল খুলে তার যথাযথ চিকিৎসা ও যত্নের ব্যবস্থা করতে হবে।
.উৎস: Samakal
কীওয়ার্ড: শ কল
এছাড়াও পড়ুন:
এয়ার ইন্ডিয়ার ওপর ক্ষোভ ঝাড়লেন মন্ত্রী
ভারতের কেন্দ্রীয় সরকারের কৃষিমন্ত্রী শিবরাজ সিং চৌহান জানিয়েছেন, তাঁর কাছে ভাঙা সিটের টিকিট বিক্রি করেছে এয়ার ইন্ডিয়া।
গতকাল শনিবার এ নিয়ে ক্ষোভ জানিয়ে সামাজিক মাধ্যম এক্সে তিনি লেখেন, এয়ার ইন্ডিয়া ‘যাত্রীদের সঙ্গে প্রতারণা’ করছে।
তিনি জানান, ভাঙা সিটের ব্যাপারে বিমানের এক ক্রুকে জিজ্ঞেস করা হলে তাঁকে বলা হয়, সিটটিতে যে ত্রুটি রয়েছে, সেটি সংস্থাকে জানানো হয়েছিল। এর টিকিট বিক্রি না করতেও বলা হয়েছিল।
এক্সে শিবরাজ সিং লেখেন, ‘পুসার কিষাণ মেলা উদ্বোধন করতে আজ আমার ভোপাল থেকে দিল্লি আসতে হয়। সেখানে বিভিন্ন প্রতিনিধিদের সঙ্গে আমার আলোচনা হয়। আমি এয়ার ইন্ডিয়ার ফ্লাইট নাম্বার এআই৪৩৬ এ একটি টিকিট বুক করি। আমাকে ৮সি সিটটি দেওয়া হয়। বসতে গিয়ে দেখি সিটটি ভাঙা; নিচু হয়ে আছে। সেখানে বসতে অস্বস্তি হচ্ছিল।’ এনডিটিভি।