সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

পুঁজিবাজারে তালিকাভুক্ত ৩ কোম্পানির ক্রেডিট রেটিং সম্পন্ন করা হয়েছে। কোম্পানিগুলো হলো- সিকদার ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড,কনফিডেন্স সিমেন্ট পিএলসি ও রংপুর ফাউন্ড্রি লিমিটেড।

ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, সিকদার ইন্স্যুরেন্সের ক্রেডিট রেটিং নির্ধারণ করেছে আর্গুস ক্রেডিট রেটিং সার্ভিসেস লিমিটেড। কোম্পানির দীর্ঘমেয়াদী রেটিং হয়েছে ‘এএ’ এবং স্বল্পমেয়াদী রেটিং ‘এসটি-২’।

২০২৩ সালের ৩১ ডিসেম্বর পর্যন্ত নিরীক্ষিত এবং চলতি বছরের তৃতীয় প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদনসহ অন্যান্য প্রয়োজনীয় তথ্য পর্যালোচনার ভিত্তিতে এই রেটিং প্রদান করা হয়েছে।

এছাড়াও, কনফিডেন্স সিমেন্ট পিএলসির ক্রেডিট রেটিংও সম্পন্ন হয়েছে। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে জানা যায়, কনফিডেন্স সিমেন্টের ক্রেডিট রেটিং নির্ধারণ করেছে ক্রেডিট রেটিং এজেন্সি অব বাংলাদেশ লিমিটেড। কোম্পানিটির দীর্ঘমেয়াদে রেটিং হয়েছে ‘এএ৩’ এবং স্বল্পমেয়াদে ‘এসটি-২’।

এ রেটিংটি ৩০ জুন ২০২৪ পর্যন্ত নিরীক্ষিত এবং ৩১ ডিসেম্বর ২০২৩ পর্যন্ত অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন এবং অন্যান্য প্রয়োজনীয় তথ্য পর্যালোচনার পর নির্ধারণ করা হয়েছে।

এছাড়া, রংপুর ফাউন্ড্রি লিমিটেডের ক্রেডিট রেটিংও সম্পন্ন হয়েছে। ক্রেডিট রেটিং ইনফরমেশন অ্যান্ড সার্ভিসেস লিমিটেডের মাধ্যমে নির্ধারিত এই রেটিং অনুযায়ী, কোম্পানির দীর্ঘমেয়াদী রেটিং ‘এএ-’ এবং স্বল্পমেয়াদী রেটিং ‘এসটি-৩’ হয়েছে।

রেটিংটি ২০২৪ সালের ৩০ জুন পর্যন্ত নিরীক্ষিত এবং ৩১ ডিসেম্বর ২০২৩ পর্যন্ত আর্থিক প্রতিবেদন ও অন্যান্য প্রয়োজনীয় তথ্য পর্যালোচনার ভিত্তিতে সম্পন্ন করা হয়েছে।

 

এসকেএস

.

উৎস: SunBD 24

এছাড়াও পড়ুন:

ফয়জুল করীমকে বরিশালের মেয়র ঘোষণার দাবিতে মানববন্ধন

ইসলামী আন্দোলন বাংলাদেশের নায়েবে আমির মুফতি সৈয়দ মুহাম্মদ ফয়জুল করীমকে বরিশাল সিটি করপোরেশনের (বিসিসি) মেয়র ঘোষণার দাবিতে বরিশালে মানববন্ধন হয়েছে।

শুক্রবার (১৮ এপ্রিল) বিকালে নগরীর অশ্বিনী কুমার হলের সামনে ‘সর্বস্তরের জনগণ’ নামে ব্যানারে এই কর্মসূচি আয়োজন করা হয়।

এ সময় বক্তারা ২০২৩ সালের নির্বাচনের ফলাফল বাতিল করে হাতপাখা প্রতীকের প্রার্থী ফয়জুল করীমকে মেয়র ঘোষণার দাবি জানান।

আরো পড়ুন:

ফিলিস্তিনে ইসরায়েলি আগ্রাসনের প্রতিবাদে বরিশালে বিক্ষোভ 

২৪ দিনের ছুটিতে যাচ্ছে বরিশাল বিশ্ববিদ্যালয়

বক্তারা বলেন, ২০২৩ সালের জুনে বিসিসি নির্বাচনে হাতপাখা প্রতীকে ইসলামী আন্দোলনের ফয়জুল করীম প্রতিদ্বন্দ্বিতা করেন। কিন্তু আওয়ামী লীগের সন্ত্রাসী বাহিনী হাতপাখা প্রতীকের প্রার্থীর ওপর ন্যক্কারজনক হামলা চালায়। ওই নির্বাচনে দলীয়করণ করে নৌকার পক্ষে কাজ করে নির্বাচন কমিশন।

বিসিসি নির্বাচনের ফলাফল বাতিল করে দ্বিতীয় স্থানে থাকা ফয়জুল করীম তাকে মেয়র ঘোষণা করতে আদালতে মামলার আবেদন করেছেন।

বৃহস্পতিবার (১৭ এপ্রিল) দুপুরে বরিশাল সিটি নির্বাচনী ট্রাইব্যনালের বিচারক ও সদর জ্যেষ্ঠ সহকারী জজ আদালতে আবেদনটি করেন ফয়জুল করীম। তার পক্ষে আদালতে আবেদন দাখিল করেন তার আইনজীবী শেখ আবদুল্লাহ নাসির।

ঢাকা/পলাশ/রাসেল

সম্পর্কিত নিবন্ধ

  • বহির্নোঙরে বন্দর কর্তৃপক্ষের নজরদারি বাড়াতে হবে
  • আবারও ২০০ কোটি টাকার মুনাফার ঘরে আইডিএলসি ফাইন্যান্স
  • ফয়জুল করীমকে বরিশালের মেয়র ঘোষণার দাবিতে মানববন্ধন
  • বরিশাল সিটির মেয়র পদে বিজয়ী ঘোষণা করতে নির্বাচনী ট্রাইব্যুনালে আবেদন ফয়জুল করীমের
  • ফয়জুল করীমকে মেয়র ঘোষণা চেয়ে মামলা 
  • চরমোনাই পীরের ভাই ফয়জুলকে বিজয়ী চেয়ে মামলা 
  • স্ত্রী রিয়া মনিকে তালাকের ঘোষণা দিলে আবার আলোচনায় হিরো আলম
  • গত বছর সোয়া ৩৬ কোটি টাকা মুনাফা করেছে আইপিডিসি
  • যাত্রী সংখ্যায় ২০১৯ সালকে ছাড়াল বিমান পরিবহন খাত, করোনার পর এই প্রথম
  • সৎ মেয়েকে ধর্ষণের দায়ে যাবজ্জীবন কারাদণ্ড