Risingbd:
2025-02-22@16:40:12 GMT

দিস ইজ নট ফুটবল, দিস ইজ লা লিগা! 

Published: 16th, February 2025 GMT

দিস ইজ নট ফুটবল, দিস ইজ লা লিগা! 

রিয়াল মাদ্রিদের সাথে আসলে হচ্ছেটা কী? এস্পানিওলের বিপক্ষে লা লিগা ম্যাচের পরই রিয়ালের পক্ষ থেকে রেফারিং নিয়ে প্রশ্ন তোলা হয়। এরপর লস ব্ল্যাঙ্কসরা আরও ৪টি ম্যাচ খেলেছে। যার মধ্যে দুটি লা লিগায় এবং একটি করে কোপা দেল রে এবং চ্যাম্পিয়নস লিগে। প্রতি ম্যাচেই কিছু না কিছু সিদ্ধান্ত মাদ্রিদের অভিজাতদের বিপক্ষে গিয়েছে। তবে রিয়াল সমর্থকদের দাবি- ওসাসুনার বিপক্ষে যা ঘটেছে তার ফুটবলীয় ব্যাখ্যা অন্তত নেই।

শনিবার (১৫ ফেব্রুয়ারি, ২০২৫) রাতে লা লিগার ম্যাচে ওসাসুনার বিপক্ষে ১-১ ড্র করেছে রিয়াল মাদ্রিদ। খুইয়েছে ২ পয়েন্ট। ম্যাচের ৩৮ মিনিটে রিয়ালের জুড বেলিংহ্যাম রেফারি মুনুয়েরা মন্তেরোকে কিছু একটা বলেন। এরপরই এই ইংরেজ মিডফিল্ডারকে সরাসরি লাল কার্ড দেখান রেফারি। সমস্যার শুরু এখানেই।

বেলিংহ্যাম যখন লাল কার্ড দেখেন, রিয়াল তখন ১-০ ব্যবধানে এগিয়ে। তবে পরে ১০ জনের দল নিয়ে রিয়াল বেশিক্ষণ এগিয়ে থাকতে পারেননি। লা লিগা পয়েন্ট তালিকায় ২৪ ম্যাচ শেষে ৫১ পয়েন্ট নিয়ে এখনও শীর্ষস্থানে আনচেলত্তির দল। তবে এক ম্যাচ কম খেলা বার্সেলোনা সোমবার রাতে রায়ো ভায়াকানের বিপক্ষে জিতেলেই শীর্ষস্থান হারাবে রিয়াল।

আরো পড়ুন:

দশ জনের দল নিয়েও বার্সার বড় জয় 

বিতর্কিত পেনাল্টিতে পয়েন্ট ভাগাভাগি দুই মাদ্রিদের: আড়ালে বার্সার হাসি

এদিকে স্প্যানিশ দৈনিক এএস এর ভাষ্য অনুযায়ী, খেলা শেষে রেফারি যে প্রতিবেদনে লিখেছেন- বেলিংহ্যাম তাকে ‘ফাক ইউ’ বলেছেন। তবে ম্যাচের পর সংবাদমাধ্যমকে বেলিংহাম স্পষ্ট বলেন, “আমি রেফারির প্রতি সম্মান রেখেই ‘ফাক অফ’ বলেছি।”

বেলিংহাম যা দাবি করছেন সে অনুযায়ী শব্দটি বিরক্তি প্রকাশে ব্যবহৃত হয়। বাংলায় যার শাব্দিক অনুবাদ- বাদ দাও, দূর হও, কিংবা চুপচাপ চলে যাও। অন্যদিকে রেফারি যে শব্দটির কথা লিখেছেন, সেটি গালি বা অপমানসূচক শব্দ হিসেবে ব্যবহার হয়ে থাকে সারা পৃথিবীতে।

বেলিংহ্যামের দাবি, “আপনারা ঘটনার ভিডিও দেখলে বুঝতে পারবেন আমি শুধু একটা ভাব প্রকাশ করেছি। একটা ভুল–বোঝাবুঝির কারণেই সমস্যা হয়েছে। আমি রেফারিকে  অপমান করিনি। রেফারিই ভুল করেছেন।”

ম্যাচের পরবর্তী সংবাদ সম্মেলনে রিয়াল বস আনচেলত্তি বলেন, “আমার মনে হয় না রেফারি বেলিংহ্যামের ইং লিশ বুঝতে পারেননি। সে (বেলিংহ্যাম) ‘ফাক অফ’ বলেছে, ‘ফাক ইউ’ না।” 
এরপর এই ইতালিয়ান ম্যানেজার তার ক্ষোভের কথা জানিয়ে বলেন, “(রেফারিং নিয়ে) একটা সমস্যা আছে। সর্বশেষ তিন ম্যাচেই আমাদের সঙ্গে এমন হয়েছে, যা হওয়া উচিত ছিল না।”

লা লিগার কর্তৃপক্ষ এবং রেফারিং নিয়ে মহা বিরক্ত হলেও আনচেলত্তি বেশি কিছু বললেন না। কারণ বেশি বলে ফেললে উল্টো ন্তাকে শাস্তির মুখোমুখি করবে তারা, “আমি এর চেয়ে বেশি কিছু বলব না। কারণ, পরের ম্যাচেও ডাগআউটে দাঁড়াতে চাই।”

এত কিছুর পরও কর্তৃপক্ষ যদি রেফারির রিপোর্টের ভিত্তি সবকিছু পর্যালোচ না ক্লরেন তাহলে কমপক্ষে ৪ ম্যাচের নিষেধাজ্ঞা হবে বেলিংহ্যামের, সর্বোচ্চ ১২ ম্যাচ।

ঢাকা/নাভিদ

.

উৎস: Risingbd

কীওয়ার্ড: চ কর চ কর স প য ন শ ফ টবল

এছাড়াও পড়ুন:

কেন্দ্রীয় শহীদ মিনারে মানুষের ঢল

একুশের প্রথম প্রহরে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে সব স্তরের মানুষের ঢল নেমেছিল কেন্দ্রীয় শহীদ মিনারে। বিভিন্ন সংগঠন ও ব্যক্তি পর্যায়ে অনেকেই শ্রদ্ধা জানাতে ফুল নিয়ে আসতে দেখা গেছে শহীদ মিনারে। 

শুক্রবার (২১ ফেব্রুয়ারি) রাত ১২টা ৪০ মিনিটে সাধারণ মানুষের শ্রদ্ধা নিবেদনের জন্য ঢাকা বিশ্ববিদ্যালয়ের পলাশী মোড়ের প্রবেশ পথ খুলে দেওয়া হয়। এরপর থেকেই শহীদ মিনারে সর্বস্তরের মানুষের ঢল নামে।

পলাশী থেকে সলিমুল্লাহ মুসলিম হল ও জগন্নাথ হল হয়ে শহীদ মিনার প্রাঙ্গণে এসে পৌঁছায় জনতার মিছিল। শ্রদ্ধা জানানো শেষে সব স্তরে বাংলা ভাষা প্রচলন না হওয়া, পাশাপাশি মাতৃভাষা চর্চায় নতুন প্রজন্মের অনীহা ও অনাগ্রহে হতাশা প্রকাশ করেন প্রবীণরা। তবে মায়ের ভাষা চর্চা আর মর্যাদা রক্ষায় আরো সচেতন হওয়ার প্রত্যয় ছিল তরুণদের কণ্ঠে।

আরো পড়ুন:

পঞ্চনারীর মনোমুগ্ধকর অভিনয়

শ্রদ্ধার নতুন ফ্ল্যাট: ১ কোটি অগ্রিম, ৮ লাখ টাকা ভাড়া

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মুখপাত্র উমামা ফাতেমা বলেন, “বাংলাকে যেভাবে রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতা করার দরকার ছিল, বাংলাদেশ সরকার এখনো সেটি করতে পারেনি। রাষ্ট্রীয় চর্চার ক্ষেত্রে বাংলাকে মর্যাদা দিতে হবে।”

এর আগে, রাত ১২টা ১ মিনিটে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন এবং রাত ১২টা ১৩ মিনিটে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করে ভাষা শহীদের প্রতি শ্রদ্ধা জানান। এরপর জাতীয়তাবাদী ছাত্রদল ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনসহ বিভিন্ন ছাত্র সংগঠন শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করে। 

ঢাকা/মামুন/মাসুদ

সম্পর্কিত নিবন্ধ

  • ‘বড় ভাই আমি পাঁচ মিনিটের মধ্যে আসছি...’
  • ৫ হত্যার ১৫ বছর পর একই স্থানে ৩ জনকে গুলি করে হত্যা 
  • আদালতের ভেতরে ঢুকে গ্যাংস্টারকে গুলি করে হত্যা
  • আশির দশকের বিয়ে ‘তেলাই থেকে ঘুরানি’
  • কুয়েতে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত
  • আফগানিস্তানকে ৩১৬ রানের টার্গেট দিলো দ. আফ্রিকা
  • আইসিসির মঞ্চে অভিষেক সেঞ্চুরিতে ভাস্বর রিকেলটন
  • নিখোঁজ সন্তানের খোঁজ চান মা-বাবা
  • সৌরভ গাঙ্গুলীর বায়োপিকের নায়ক কে? জানালেন নিজেই
  • কেন্দ্রীয় শহীদ মিনারে মানুষের ঢল