জিয়াউর রহমানের মাজারে জেলা বিএনপির আহ্বায়ক কমিটির শ্রদ্ধা
Published: 16th, February 2025 GMT
জিয়াউর রহমানের মাজারে জেলা বিএনপির আহ্বায়ক কমিটির শ্রদ্ধা
বিএনপির প্রতিষ্ঠাতা ও শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মাজারে ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়েছে নবগঠিত নারায়ণগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক কমিটির নেতৃবৃন্দ।
এতে প্রধান প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।
রবিবার ( ১৬ ফেব্রুয়ারি) সকাল এগারোটায় রাজধানীর শেরেবাংলা নগরে অবস্থিত শহীদ জিয়াউর রহমানের মাজারে তারা পুষ্পস্তবক অর্পণ করে প্রয়াত নেতার প্রতি এই শ্রদ্ধা জানান।
এসময়ে ফাতেহাপাঠ শেষে প্রয়াত রাষ্ট্রপতি শহীদ জিয়াউর রহমানের বিদেহী আত্মার মাগফেরাত ও বিএনপির চেয়ারপার্সন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় দোয়া পরিচালনা করা হয়।
এর আগে গত ২ ফেব্রুয়ারি নারায়ণগঞ্জ জেলা বিএনপির পাঁচ সদস্যবিশিষ্ট আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়।
নারায়ণগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক অধ্যাপক মামুন মাহমুদের নেতৃত্বে এসময়ে উপস্থিত ছিলেন, নারায়ণগঞ্জ জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মোস্তাফিজুর রহমান ভূঁইয়া দিপু, যুগ্ম আহ্বায়ক মাশুকুল ইসলাম রাজিব, যুগ্ম আহ্বায়ক শরীফ আহমেদ টুটুলসহ জেলা বিএনপি'র আওতাধীন বিভিন্ন ইউনিটের নেতৃবৃন্দ ।
এদিকে নবগঠিত নারায়ণগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক কমিটির নেতৃবৃন্দরা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মাজারে শ্রদ্ধা নিবেদনকে কেন্দ্র করে সকাল থেকেই জেলা বিএনপির আওতাধীন সকল থানা, উপজেলা ও পৌরসভা এবং ইউনিয়ন বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল, ছাত্রদল, শ্রমিকদল, কৃষকদল, মহিলাদলসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা শেরেবাংলা নগরে জড়ো হয়।
পরে এসকল নেতাকর্মীদের নিয়ে বিশাল শোডাউনের মাধ্যমে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মাজারে শ্রদ্ধা নিবেদন করেন জেলা বিএনপির আহ্বায়ক কমিটির নেতৃবৃন্দরা।
.
উৎস: Narayanganj Times
কীওয়ার্ড: ব এনপ ন র য়ণগঞ জ ন র য ণগঞ জ জ ল র ষ ট রপত
এছাড়াও পড়ুন:
বংশালে বাসায় ঢুকে যুবককে হত্যা
পুরান ঢাকার বংশালে বাসায় ঢুকে বিপ্লল গাজী (৩২) নামে এক যুবককে কুপিয়ে ও শ্বাসরোধে হত্যা করেছে দুর্বৃত্তরা। মঙ্গলবার (১৫ এপ্রিল) সন্ধ্যায় পুলিশ লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়।
বংশাল থানার অফিসার ইনচার্জ (ওসি) রফিকুল ইসলাম বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, বাসায় টাকা লুটের জন্য এ ঘটনা ঘটেছে। তদন্তের পর বিস্তারিত বলা যাবে।
পুলিশ ও স্থানীয়রা জানায়, ঘটনাস্থলের আশপাশের সিসি ক্যামেরার ফুটেজ সংগ্রহ করা হয়েছে। এ ঘটনায় নিহতের ছোট ভাই নয়ন বাদী হয়ে মামলা দায়ের করেছেন।
ঢাকা/মাকসুদ/এনএইচ