Prothomalo:
2025-03-31@04:00:47 GMT

বিদেশি ভাষা শিখবেন কোথায়?

Published: 16th, February 2025 GMT

বিল গেটসের জীবনের বড় আক্ষেপ কী, জানেন? ইংরেজি ছাড়া তিনি আর কোনো ভাষা জানেন না। এক সাক্ষাৎকারে মাইক্রোসফটের এই প্রতিষ্ঠাতা বলেছেন, ‘কোনো ভিনদেশি ভাষা জানি না, ভাবলেই আমার নিজেকে আস্ত বোকা মনে হয়।’

বৃত্তি বা চাকরি পাওয়া সহজ—শুধু এই বিবেচনায় নয়, একেবারে ব্যক্তিগত আগ্রহ থেকেও অনেকে তৃতীয় একটি ভাষা শিখতে আগ্রহী হন। সুযোগ কিন্তু আছে নানা রকম। চাইলে একটি ভাষার ওপর পুরোদস্তুর স্নাতক করতে পারেন। ডিপ্লোমা বা ছোটখাটো কোর্স করার সুযোগও আছে।

খরচ কেমন

ভাষা বিষয়ে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে স্নাতক বা স্নাতকোত্তর ডিগ্রি নিতে গেলে প্রতিষ্ঠানের নির্ধারিত নিয়মকানুন অনুসরণ করতে হয়। পেশাদার মাস্টার্স কোর্সের খরচ বিশ্ববিদ্যালয়ভেদে একেক রকম। সার্টিফিকেট কোর্সের খরচ সাধারণত ২ হাজার থেকে ১০ হাজার টাকার মধ্যে। ডিপ্লোমা করতে খরচ পড়ে ১০ হাজার টাকা থেকে ২৫ হাজার টাকা। এ ছাড়াও ভাষাদক্ষতা–সংশ্লিষ্ট কোর্সের খরচ শ্রেণিভেদে ১০ হাজার থেকে ৩০ হাজার টাকা হতে পারে।

ভর্তির যোগ্যতা ও অন্যান্য তথ্য

উচ্চমাধ্যমিক পাস হলেই আপনি বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের ভাষার শিক্ষা কেন্দ্র থেকে সার্টিফিকেট কোর্সের জন্য আবেদন করতে পারেন। বিশেষায়িত ভাষাকেন্দ্রগুলোতেও উচ্চমাধ্যমিক বা সমমানের ডিগ্রি থাকলে আবেদন করা যায়। বিভিন্ন ভাষাকেন্দ্রে বিভিন্ন পাঠ্যক্রম অনুসারে ভাষা শেখানো হয়। ৪ বছরের স্নাতক প্রোগ্রাম ছাড়া ৩ থেকে ১৮ মাসব্যাপী বিভিন্ন কোর্স ও সনদ গ্রহণের সুযোগ আছে।

আরও পড়ুন‘অনেক চাকরি নিয়ে বসে আছি, কিন্তু লোক পাচ্ছি না’১৯ জানুয়ারি ২০২৫স্নাতক ও স্নাতকোত্তরের সুযোগ

ঢাকা বিশ্ববিদ্যালয়ের সামাজিক বিজ্ঞান অনুষদের অধীন জাপানিজ স্টাডিজ (বিস্তারিত: https://djs.

du.ac.bd/) বিভাগে স্নাতক ও স্নাতকোত্তর করা যায়। এ ছাড়া মাস্টার্স ইন জাপানিজ স্টাডিজ পড়ার সুযোগ আছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের আধুনিক ভাষা ইনস্টিটিউট থেকে এমএ ইন চাইনিজ ল্যাঙ্গুয়েজ অ্যান্ড কালচার, জাপানিজ ল্যাঙ্গুয়েজ অ্যান্ড কালচার ও ফ্রেঞ্চ ল্যাঙ্গুয়েজ অ্যান্ড কালচার বিষয়ে মাস্টার্স করতে পারেন। কলা অনুষদের অধীনে আরবি, ফারসি ভাষা ও সাহিত্য, উর্দু বিষয়েও স্নাতক ও স্নাতকোত্তর করা যায়। বিস্তারিত: www.du.ac.bd/departments

ইনডিপেনডেন্ট ইউনিভার্সিটি, বাংলাদেশে (আইইউবি) কোরিয়ান ভাষা শেখার সুযোগ আছে।

উৎস: Prothomalo

এছাড়াও পড়ুন:

দেশজুড়ে ঈদের দিন আবহাওয়ার পূর্বাভাস যা বলছে

দেশের ৪ জেলা এবং ৩ বিভাগের ওপর দিয়ে মৃদু তাপপ্রবাহ বয়ে যাচ্ছে। গতকাল রবিবার কয়েকটি জেলায় তাপপ্রবাহ কিছুটা প্রশমিত হয়েছে। কিছু এলাকায় অপরিবর্তিত ছিল। আজ পবিত্র ঈদুল ফিতরের দিনেও গতকালের মতো তাপপ্রবাহ অপরিবর্তিত থাকবে। তবে আজ তাপপ্রবাহ বৃদ্ধি পাওয়ার কোনো পূর্বাভাস নেই।

আবহাওয়া অধিদপ্তর সূত্রে এসব তথ্য জানা গেছে।

এদিকে, গতকাল রবিবার দেয়া এক পূর্বাভাসে আবহাওয়া অফিস বলছে, লঘুচাপের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ ও তৎসংলগ্ন এলাকা পর্যন্ত বিস্তৃত রয়েছে। মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে।

সোমবারের (৩১ মার্চ) আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, সকাল ৯টা থেকে পরবর্তী অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারাদেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে। সারাদেশে দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকবে। তবে রাতের তাপমাত্রা ১ থেকে ২ ডিগ্রি সেলসিয়াস বৃদ্ধি পেতে পারে।

মঙ্গলবারের (১ এপ্রিল) আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, এদিন সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারাদেশের আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে, তবে সিলেট বিভাগের দু’এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ বিদ্যুৎ চমকানো অথবা বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সারাদেশে দিনের তাপমাত্রা সামান্য হ্রাস পেতে পারে এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকবে। 

এ ছাড়া বর্ধিত পাঁচ দিনের আবহাওয়ার অবস্থার উল্লেখযোগ্য কোনো পরিবর্তনের সম্ভাবনা নেই বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।
 

ঢাকা/হাসান//

সম্পর্কিত নিবন্ধ