আজ সপ্তাহের প্রথম কার্যদিবস। গত কয়েক দিনের মতো আজও ডলারের দাম অপরিবর্তিত আছে। প্রতি ডলার কিনতে খরচ হচ্ছে ১২২ টাকা। তবে আগের দিনের তুলনায় ইউরো, পাউন্ড, ইউয়ান, ইয়েন, অস্ট্রেলিয়ান ডলার ও সিঙ্গাপুরি ডলারের দাম কিছুটা বেড়েছে। দাম অপরিবর্তিত আছে ভারতীয় রুপির।
কেন্দ্রীয় ব্যাংক প্রকাশিত বৈদেশিক মুদ্রার দামের চেয়ে কিছুটা বেশি দামে খোলাবাজারে বিক্রি হয়। বৈদেশিক মুদ্রা বিনিময় হারের ওঠানামার সঙ্গে দেশের ব্যবসা–বাণিজ্যের খরচের ওঠানামা নির্ভর করে।
উৎস: Prothomalo
এছাড়াও পড়ুন:
পুরাতন বাণিজ্য মেলার মাঠে ঈদুল ফিতরের জামাত অনুষ্ঠিত
ঢাকা উত্তর করপোরেশনের আয়োজনে রাজধানীর আগারগাঁওয়ের পুরাতন বাণিজ্য মেলার মাঠে পবিত্র ঈদুল ফিতরের জামাত অনুষ্ঠিত হয়েছে। জামাত শেষে দেশের সার্বিক মঙ্গল কামনা করে দোয়া প্রার্থনা করা হয়। একইসঙ্গে একটি সুন্দর নির্বাচন যেন দ্রুত সময়ের মধ্যে দেওয়া যায় তার জন্যও প্রার্থনা করা হয়েছে।
সোমবার সকাল সাড়ে ৮টায় এ জামাত অনুষ্ঠিত হয়।
জামাতের ইমামতি করেন ক্বারী গোলাম মোস্তফা এবং বিকল্প ইমাম হিসেবে ছিলেন ইসলামিক ফাউন্ডেশনের সহকারী পরিচালক মুফতি জুবাইর আহমদ আল-আযহারী।
মোনাজাতে খুব দ্রুত সময়ের মধ্যে নির্বাচন চেয়ে দোয়া করেন গোলাম মোস্তফা। তিনি বলেন, আমরা প্রার্থনা করি, আগামীতে খুব দ্রুত সময়ের মধ্যে যেন নির্বাচন অনুষ্ঠিত হয়।
ঈদের জামাতের নিরাপত্তা ব্যবস্থা ছিল জোরদার, এবং পুলিশের উপস্থিতি ছিল লক্ষ্যণীয়। এছাড়া, বিএনসিসির রোভার স্কাউটরা মুসল্লিদের সহায়তা প্রদান করছেন।