আজ সপ্তাহের প্রথম কার্যদিবস। গত কয়েক দিনের মতো আজও ডলারের দাম অপরিবর্তিত আছে। প্রতি ডলার কিনতে খরচ হচ্ছে ১২২ টাকা। তবে আগের দিনের তুলনায় ইউরো, পাউন্ড, ইউয়ান, ইয়েন, অস্ট্রেলিয়ান ডলার ও সিঙ্গাপুরি ডলারের দাম কিছুটা বেড়েছে। দাম অপরিবর্তিত আছে ভারতীয় রুপির।
কেন্দ্রীয় ব্যাংক প্রকাশিত বৈদেশিক মুদ্রার দামের চেয়ে কিছুটা বেশি দামে খোলাবাজারে বিক্রি হয়। বৈদেশিক মুদ্রা বিনিময় হারের ওঠানামার সঙ্গে দেশের ব্যবসা–বাণিজ্যের খরচের ওঠানামা নির্ভর করে।
উৎস: Prothomalo
এছাড়াও পড়ুন:
ফেডারেল ইন্স্যুরেন্সের নাম পরিবর্তনের অনুমতি
পুঁজিবাজারের বীমা খাতের ফেডারেল ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের নাম পরিবর্তনের অনুমতি দিয়েছে ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই)।
ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা গেছে, এখন থেকে কোম্পানিটির নাম ‘ ফেডারেল ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড’-এর পরিবর্তে ‘ ফেডারেল ইন্স্যুরেন্স কোম্পানি পিএলসি’ হবে। ২৪ ফেব্রুয়ারি থেকে কোম্পানিটি ফেডারেল ইন্স্যুরেন্স কোম্পানি পিএলসি নামে পুঁজিবাজারে লেনদেন করছে। এছাড়া কোম্পানিটির অন্যান্য বিষয় অপরিবর্তিত থাকবে।
এসকেএস