ফরিদপুরের আলফাডাঙ্গায় সুজন (২৩) নামে এক যুবকের বিরুদ্ধে কুকুরের মাংস বিক্রির অভিযোগ উঠেছে। শনিবার (১৫ ফেব্রুয়ারি) সন্ধ্যার পরে সামাজিক যোগাযোগমাধ্যমে বিষয়টি ভাইরাল হয়।

সুজন উপজেলার বুড়াইচ ইউনিয়নের পূর্বপাড়ার বাসিন্দা। এর আগে, গত ৮ ফেব্রুয়ারি সুজনকে কুকুরের মাংস কাটতে দেখেন স্থানীয়রা। তাদের দাবি, এর আগেও সুজন কুকুরের মাংস বিক্রি করেছেন।

পোল্ট্রি ব্যবসায়ী লাভলু মিয়া বলেন, ‘‘সুজন মাদকাসক্ত। এছাড়া, তিনি চুরি ও অন্যান্য অসামাজিক কর্মকাণ্ডে জড়িত। সুজন এলাকার কুকুরগুলোকে সবসময় মুরগির নাড়িভুঁড়ি খেতে দিত। তবে, গত কয়েক দিন ধরে একটি কুকুরের খোঁজ মিলছে না।’’

স্থানীয় ইউপি সদস্য আবুল বাসার বলেন, ‘‘সম্প্রতি সুজনকে হেলেঞ্চা বাজারে কুকুরের মাংস কাটতে দেখেছেন অনেকে। এ সময় তাকে আটকানোর চেষ্টা করা হলেও পালিয়ে যান। খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে কুকুরের পা, মাথা ও মাংস পাওয়া গেছে।’’

বুড়াইচ ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আব্দুল ওহাব পান্নু বলেন, ‘‘অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে সুজন পুলিশের হাতে আটক হয়েছিল। তবে, তার কার্যকলাপ বন্ধ হয়নি।’’

এ বিষয়ে জানতে সুজনের বাড়িতে গেলে তাকে পাওয়া যায়নি।

ঢাকা/তামিম/রাজীব

.

উৎস: Risingbd

কীওয়ার্ড: চ কর চ কর

এছাড়াও পড়ুন:

এয়ার ইন্ডিয়ার ওপর ক্ষোভ ঝাড়লেন মন্ত্রী

ভারতের কেন্দ্রীয় সরকারের কৃষিমন্ত্রী শিবরাজ সিং চৌহান জানিয়েছেন, তাঁর কাছে ভাঙা সিটের টিকিট বিক্রি করেছে এয়ার ইন্ডিয়া। 

গতকাল শনিবার এ নিয়ে ক্ষোভ জানিয়ে সামাজিক মাধ্যম এক্সে তিনি লেখেন, এয়ার ইন্ডিয়া ‘যাত্রীদের সঙ্গে প্রতারণা’ করছে। 

তিনি জানান, ভাঙা সিটের ব্যাপারে বিমানের এক ক্রুকে জিজ্ঞেস করা হলে তাঁকে বলা হয়, সিটটিতে যে ত্রুটি রয়েছে, সেটি সংস্থাকে জানানো হয়েছিল। এর টিকিট বিক্রি না করতেও বলা হয়েছিল।

এক্সে শিবরাজ সিং লেখেন, ‘পুসার কিষাণ মেলা উদ্বোধন করতে আজ আমার ভোপাল থেকে দিল্লি আসতে হয়। সেখানে বিভিন্ন প্রতিনিধিদের সঙ্গে আমার আলোচনা হয়। আমি এয়ার ইন্ডিয়ার ফ্লাইট নাম্বার এআই৪৩৬ এ একটি টিকিট বুক করি। আমাকে ৮সি সিটটি দেওয়া হয়। বসতে গিয়ে দেখি সিটটি ভাঙা; নিচু হয়ে আছে। সেখানে বসতে অস্বস্তি হচ্ছিল।’ এনডিটিভি। 
 

সম্পর্কিত নিবন্ধ