৩৪ হাজারের বেশি বার্গার খেয়েছেন তিনি
Published: 16th, February 2025 GMT
ছবি: গিনেজ ওয়ার্ল্ড রেকর্ডসের সৌজন্যে
.উৎস: Prothomalo
এছাড়াও পড়ুন:
চট্টগ্রাম বন্দর থেকে ১০০ কোটি টাকা পৌরকর আদায়
প্রথমবারের মতো চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের (চবক) কাছ থেকে ১০০ কোটি টাকা পৌরকর আদায় করেছে চট্টগ্রাম সিটি করপোরেশন (চসিক)।
বুধবার (১৬ এপ্রিল) বিকেলে চট্টগ্রাম বন্দরের চেয়ারম্যান রিয়ার অ্যাডমিরাল এসএম মুনিরুজ্জামান চসিক মেয়রের কাছে ১০০ কোটি টাকার চেক হস্তান্তর করেন।
চসিক সূত্রে জানা যায়, ডা. শাহাদাত হোসেন মেয়রের দায়িত্ব নেওয়ার পর বকেয়া পৌর কর পরিশোধের জন্য চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষকে চিঠি দেন। বন্দর কর্তৃপক্ষের সাড়া না পেয়ে মন্ত্রণালয়ের দ্বারস্থ হন মেয়র। এর প্রেক্ষিতে সম্প্রতি চসিককে আপাতত ১০০ কোটি টাকা পরিশোধ করার নির্দেশনা দিয়ে বন্দরের চেয়ারম্যানকে দাপ্তরিক পত্র দেয় নৌপরিবহন মন্ত্রণালয়।
আরো পড়ুন:
পরিবেশ উপদেষ্টা
সেন্টমার্টিনে পর্যটননির্ভর বিকল্প কর্মসংস্থানের উদ্যোগ নিচ্ছে সরকার
হিলি চেকপোস্ট পরিদর্শন করলেন ভারতের সহকারী হাই কমিশনার
চসিকের ঊর্ধ্বতন কর্মকর্তারা জানান, ১৯৯৪-৯৫ অর্থবছর থেকে বন্দর কর্তৃপক্ষ কখনোই পঞ্চবার্ষিকী কর পুনর্মূল্যায়নের আলোকে চসিকের প্রস্তাবিত পৌরকরের পুরোটা পরিশোধ করেনি। সাবেক মেয়রদের অনেকে এ বিষয়ে উদ্যোগ নিয়েও ব্যর্থ হন। কেউ অজ্ঞাত কারণে বন্দর কর্তৃপক্ষকে ছাড়ও দেন। অবশেষে ৩০ বছর পর বর্তমান মেয়রের উদ্যোগে চসিকের প্রস্তাবিত পৌরকরের প্রায় পুরোটাই পরিশোধ করল বন্দর কর্তৃপক্ষ। পৌরকর পাওয়ায় একদিকে চসিকের যেমন রাজস্ব বাড়ল, অন্যদিকে নিজস্ব ফান্ডের উন্নয়ন কর্মকাণ্ডে গতি বাড়বে।
চসিক মেয়র ডা. শাহাদাত হোসেন বলেন, “স্বাধীনতার পর এই প্রথম চট্টগ্রাম সিটি করপোরেশনকে বন্দর পুরো পৌরকর পরিশোধ করল। বন্দর থেকে বড় অঙ্কের পৌরকর আদায় হওয়ায় চসিকের উন্নয়ন কর্মকাণ্ডে গতি বাড়বে। শিক্ষা ও স্বাস্থ্য খাতে আমরা যে বিপুল অঙ্কের ভর্তুকি দেই, সেটা আরো বাড়ানো যাবে।”
ঢাকা/নূরুজ্জামান/মাসুদ