কিশোরগঞ্জে পুলিশ পরিচয়ে তুলে নিয়ে ব্যবসায়ীর টাকা ছিনতাই
Published: 16th, February 2025 GMT
কিশোরগঞ্জে পুলিশ পরিচয়ে এক ব্যবসায়ীকে সিএনজিতে তুলে নিয়ে টাকা ছিনতাই করার অভিযোগ পাওয়া গেছে। শনিবার দুপুরে শহরের ঈশাখাঁ সড়কে ফায়ার সার্ভিস কার্যালয়ের কাছে এ ঘটনা ঘটে।
পাকুন্দিয়া উপজেলার তারাকান্দি বাজারের শরবত ব্যবসায়ী ইলিয়াস মিয়া জানান, মালামাল কেনার জন্য তিনি কিশোরগঞ্জ শহরে গিয়েছিলেন। দুপুর ১২টার দিকে তিনি ঈশাখাঁ সড়কে ড্রেনের পাশে দাঁড়িয়ে ছিলেন। এ সময় তিন যুবক পুলিশ পরিচয়ে তার কাছে ইয়াবা থাকার অভিযোগ এনে ভয় দেখায় এবং থানায় নেওয়ার কথা বলে জোরপূর্বক একটি সিএনজিতে তুলে নেয়।
পথে দুর্বৃত্তরা ছুড়ি দেখিয়ে তার কাছে থাকা ২,৮৪০ টাকা ছিনিয়ে নেয়। পরে মাত্র ১০০ টাকা ফেরত দিয়ে দ্রুত সিএনজি নিয়ে পালিয়ে যায়।
এদিকে, তন্ময় মাহমুদ নামে আরেক ব্যক্তি জানান, একই দিন আখড়াবাজার পিটিআই গলির কবরস্থান এলাকায় কয়েকজন ছিনতাইকারী তার কাছ থেকে ৫,৪৬০ টাকা ছিনিয়ে নেয়। তিনি এ ঘটনায় সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে একটি পোস্টও করেছেন।
এ বিষয়ে কিশোরগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.
উৎস: Samakal
কীওয়ার্ড: ব যবস য় ক অপহরণ ক শ রগঞ জ ব যবস
এছাড়াও পড়ুন:
ইফতার কিনে বাড়ি ফেরা হলো না মইদুলের
ইফতার কিনে বাড়ি ফেরার পথে নাটোরের লালপুরে প্রাইভেটকার ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে মইদুল ইসলাম (৩৫) নামের মোটরসাইকেল আরোহী এক যুবক নিহত হয়েছেন। শুক্রবার সন্ধ্যা ৬টার দিকে লালপুর-ঈশ্বরদী আঞ্চলিক সড়কের চামটিয়া মসজিদ এলাকায় এ দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী অপর একজন গুরুতর আহত হয়েছেন।
নিহত মইদুল ইসলাম চামসটিয়া এলাকার ইউসুফ আলীর ছেলে।
প্রত্যাক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা যায়, মইদুল ইসলাম ঈশ্বরদী থেকে ইফতার কিনে বাড়ি ফিরছিলেন। এসময় চামটিয়া এলাকায় বিপরীত দিক থেকে আসা ঈশ্বরদীগামী প্রাইভেটকারের সঙ্গে তার মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই মাইদুল নিহত হন। মোটরসাইকেলে থাকা অপর এক আরোহী গুরুতর আহত হন। স্থানীয়রা আহত ব্যাক্তিকে উদ্ধার করে লালপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।
পরে খবর পেয়ে লালপুর থানার পুলিশ এসে দুর্ঘটনাকবলিত প্রাইভেটকার ও মোটরসাইকেল ও নিহত মাইদুলের মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে যায়।
এ বিষয়ে জানতে লালপুর থানার ওসি মো. নাজমুল হকের মুঠোফোনে যোগাযোগ করলে ওসি পরে কল করতে বলেন।