মাদারীপুরের শিবচরে পদ্মা সেতুসংলগ্ন এক্সপ্রেসওয়েতে ডাম্প ট্রাক ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে মোটরসাইকেল আরোহী দুই বন্ধু নিহত হয়েছেন। গতকাল শনিবার রাত সাড়ে ১১টার দিকে ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়ের শিবচর উপজেলার পূর্ব সন্যাসীরচর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত দুই বন্ধু হলেন শিবচর উপজেলার দ্বিতীয়খণ্ড ইউনিয়নের ঠেঙ্গামারা গ্রামের লিমন ব্যাপারী (২৮) ও একই উপজেলার মাদবেরচর ইউনিয়নের বাখরেরকান্দি এলাকার নয়ন হাওলাদার (২৫)। তাঁরা দুজনই দত্তপাড়া ইউনিয়নের সূর্যনগর বাজারে মোটরসাইকেল গ্যারেজে কাজ করতেন।

হাইওয়ে পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, সূর্যনগর বাজারে গ্যারেজে কাজ শেষে মোটরসাইকেলে করে বাড়ি ফিরছিলেন নয়ন ও লিমন। ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়ের পূর্ব সন্যাসীরচর এলাকায় বিপরীত দিক থেকে আসা বালুবাহী ডাম্প ট্রাকের সঙ্গে তাদের মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই মোটরসাইকেলের চালক লিমনের মৃত্যু হয়। নয়ন গুরুতর আহত হন। নয়নকে উদ্ধার করে প্রথমে স্থানীয় একটি হাসপাতালে ভর্তি করা হয়। পরে রাতেই উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তিনি মারা যান।

শিবচর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জহিরুল ইসলাম বলেন, ঘটনাস্থলে একজন ও ঢাকায় নেওয়ার পথে আরও একজনের মৃত্যু হয়। ট্রাকটি জব্দ করে থানায় আনা হয়েছে, পলাতক চালককে ধরতে কাজ করছে পুলিশ। এ ব্যাপারে নিহত ব্যক্তিদের পরিবার থেকে লিখিত অভিযোগ পেলে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

.

উৎস: Prothomalo

কীওয়ার্ড: শ বচর

এছাড়াও পড়ুন:

ঈদে উত্তরায় স্টার সিনেপ্লেক্সের নতুন শাখা

দর্শক চাহিদা বিবেচনায় মাল্টিপ্লেক্স সিনেমা হলের সম্প্রসারণের কাজ চলমান। ঈদুল ফিতরে ঢাকায় চালু হতে যাচ্ছে স্টার সিনেপ্লেক্সের নতুন একটি শাখা। এয়ারপোর্ট সংলগ্ন ‘সেন্টার পয়েন্ট শপিং মলে’ নতুন এই শাখা নির্মিত হয়েছে।

দর্শকদের জন্য ঈদ উপহার হিসেবে ঈদের দিন এটি চালু হবে বলে জানিয়েছেন সিনেপ্লেক্স কর্তৃপক্ষ। ওই দিন থেকেই দর্শকরা শাখাটিতে সিনেমা দেখতে পারবেন। এয়ারপোর্টের আশেপাশের এলাকা এবং উত্তরার দর্শকদের ঈদ বিনোদনে বাড়তি আনন্দ যোগ করবে এই মাল্টিপ্লেক্স। 

স্টার সিনেপ্লেক্সের মিডিয়া অ্যান্ড মার্কেটিং বিভাগের সিনিয়র ম্যানেজার মেসবাহ উদ্দিন আহমেদ বলেন, “এই এলাকার দর্শকদের দীর্ঘদিনের আকাঙ্খা ছিল এটি। অনেক দর্শক আমাদেরকে সরাসরি এবং অনলাইনে দাবি জানিয়ে আসছিলেন উত্তরা এলাকায় একটি শাখা চালু করার। অবশেষে সেই দাবি পূরণ করতে পেরে আমরা আনন্দিত।” 

আরো পড়ুন:

মুক্তির অনুমতি পেয়েছে ‘মাস্তুল’

বর্ষার বক্তব্য নিয়ে তারকাদের সমালোচনা

জানা গেছে, এই মাল্টিপ্লেক্সে চারটি হল থাকবে। যার মধ্যে একটি ভিআইপি হল, একটি রয়্যাল হল এবং দু’টি প্রিমিয়াম হল রয়েছে। আসন সংখ্যা যথাক্রমে— ৮৩, ৪৮, ১৭৫ ও ৩৩১টি।

বরাবরের মতো নান্দনিক পরিবেশ, সর্বাধুনিক প্রযুক্তিসম্বলিত সাউন্ড সিস্টেম, জায়ান্ট স্ক্রিনসহ বিশ্বমানের সিনেমা হলের যাবতীয় সুযোগ-সুবিধা নিয়ে হলগুলো নির্মিত হয়েছে।

নতুন এই শাখা স্থানীয় দর্শক, বিশেষ করে উত্তরার দর্শকদের জন্য স্বস্তি বয়ে আনবে। এ তথ্য উল্লেখ করে মেসবাহ উদ্দিন আহমেদ বলেন, “দেশব্যাপী অনেকগুলো সিনেমা হল নির্মাণের পরিকল্পনার কথা আগেই জানিয়েছিলাম। ধারাবাহিকভাবে সেই পরিকল্পনা বাস্তবায়নের কাজ এগিয়ে চলছে। দেশের সিনেমা ইন্ডাস্ট্রির প্রসারে এই উদ্যোগ অব্যাহত থাকবে। আমাদের রাজধানী ঢাকায় প্রচুর দর্শক রয়েছেন। যানজটসহ নানা কারণে দূর-দূরান্তের দর্শকরা ভোগান্তিতে পড়ছেন। উত্তরা, টঙ্গী, সাভার, গাজীপুরসহ আশপাশের এলাকার দর্শকদের সুবিধার কথা বিবেচনা করে উত্তরার কাছাকাছি বড় পরিসরে এই শাখা স্থাপনের উদ্যোগ নিই আমরা।”

বিশ্বমানের প্রযুক্তি, রুচিসম্মত পরিবেশের কারণে জনপ্রিয় হয়ে উঠেছে দেশের প্রথম মাল্টিপ্লেক্স সিনেমা হল স্টার সিনেপ্লেক্স। যার ফলে দিনে দিনে এর পরিধি বেড়ে চলেছে। বর্তমানে ঢাকার বসুন্ধরা সিটি শপিং মল, সীমান্ত সম্ভার, এসকেএস টাওয়ার, সামরিক জাদুঘর এবং মিরপুর সনি স্কয়ারে স্টার সিনেপ্লেক্সের শাখা রয়েছে।

দর্শকদের সুবিধার্থে ঢাকার বিভিন্ন এলাকায় নতুন নতুন শাখা চালু করা হচ্ছে। ঢাকার বাইরে নারায়নগঞ্জ, বগুড়া ও চট্টগ্রামে নতুন শাখার কাজ চলছে। এ ছাড়া ঢাকার বিভিন্ন এলাকায় আরো শাখা চালু করার পরিকল্পনা রয়েছে বলে জানা গেছে।

সম্পর্কিত নিবন্ধ