সিটি ব্যাংকের প্রয়াত উদ্যোক্তা পরিচালক মো. আলী হোসেনের শেয়ার মনোনীতকদের নামে স্থানান্তর করা হয়েছে। ঢাকা স্টক এক্সচেঞ্জের ওয়েবসাইটের ঘোষণায় এই শেয়ার স্থানান্তরের তথ্য দেওয়া হয়েছে।

ওয়েবসাইটের ঘোষণায় বলা হয়েছে, আলী হোসেনের মনোনীতক সাকিবা শবনম ও ফারিয়া শবনমের নামে ২ কোটি ৫৮ লাখ ৪৮ হাজার ৫৬৬টি শেয়ার স্থানান্তর করা হয়েছে। সিটি ব্রোকারেজ লিমিটেড এই শেয়ার স্থানান্তরের তথ্য নিশ্চিত করেছে।

সিটি ব্যাংক পিএলসির উদ্যোক্তা মো.

আলী হোসেন গত ২ জানুয়ারি মারা গেছেন। তাঁর মৃত্যুর পর ২ ফেব্রুয়ারি এই শেয়ার স্থানান্তরসংক্রান্ত বিজ্ঞপ্তি ঢাকা স্টক এক্সচেঞ্জের ওয়েবসাইটে প্রকাশ করা হয়। এরপর স্থানান্তর সম্পন্ন হওয়ায় আজ রোববার তার বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে।

দেশের ব্যাংক খাতের কোম্পানিগুলোর মধ্যে সিটি ব্যাংকের আর্থিক অবস্থান শক্তিশালী। সম্প্রতি মূলধন ভিত্তি শক্তিশালী ও ব্যবসায়িক প্রবৃদ্ধি চলমান রাখতে ৮০০ কোটি টাকার বন্ড ছাড়ার সিদ্ধান্ত নিয়েছে পুঁজিবাজারের তালিকাভুক্ত কোম্পানি সিটি ব্যাংক।

২০২৪ সালের জানুয়ারি থেকে সেপ্টেম্বর পর্যন্ত ৯ মাসে সিটি ব্যাংকের সমন্বিত পরিচালন মুনাফা বেড়েছে। গত বছরের একই সময়ের তুলনায় পরিচালনা মুনাফা বেড়েছে ৭৭ শতাংশ।

২০২৩ সালের প্রথম ৯ মাসে সিটি ব্যাংক মুনাফা করেছিল ৯৩২ কোটি টাকা; ২০২৪ সালে তা বেড়ে দাঁড়িয়েছে ১ হাজার ৬৫৩ কোটি টাকা। সতর্কতার সঙ্গে ঋণের বিপরীতে বেশি প্রভিশন সংরক্ষণের কারণে কর-পরবর্তী মুনাফা বেড়েছে ১৯ শতাংশ। ২০২৩ সালে প্রথম ৯ মাসে মুনাফা ছিল ৩৭৯ কোটি টাকা, ২০২৪ সালে যা বেড়ে দাঁড়িয়েছে ৪৫১ কোটি টাকা।

গত এক বছরে সিটি ব্যাংকের শেয়ারের সর্বোচ্চ দাম ছিল ২৬ টাকা ৭০ পয়সা এবং সর্বনিম্ন দাম ছিল ১৭ টাকা ৩০ পয়সা। এ ছাড়া কোম্পানিটি ২০২৩ সালে ১৫ শতাংশ নগদ ও ১০ শতাংশ বোনাস; ২০২২ সালে ১০ শতাংশ নগদ ও ২ শতাংশ বোনাস; ২০২১ সালে ১২ দশমিক ৫০ শতাংশ নগদ ও ১২ দশমিক ৫০ শতাংশ বোনাস; ২০২০ সালে ১৭ দশমিক ৫০ শতাংশ নগদ ও ৫ শতাংশ বোনাস লভ্যাংশ দিয়েছে।

উৎস: Prothomalo

কীওয়ার্ড: শ নগদ ও

এছাড়াও পড়ুন:

অভিনয় ছাড়ছেন পবন কল্যাণ?

ভারতের দক্ষিণী সিনেমার জনপ্রিয় অভিনেতা পবন কল্যাণ। অভিনয়ের পাশাপাশি রাজনীতিতেও সক্রিয়। জনসেনা পার্টির প্রধান তিনি। চব্বিশের লোকসভা নির্বাচনে অন্ধ্রপ্রদেশে তার দল দুটো আসনে প্রতিদ্বন্দ্বিতা করে দুটোতেই জয় লাভ করে। বর্তমানে অন্ধ্রপ্রদেশের উপ-মুখ্যমন্ত্রীর দায়িত্ব পালন করছেন এই তারকা।

প্রশাসনিক ও রাজনৈতিক কর্মকাণ্ড নিয়ে দারুণ ব্যস্ত সময় পার করছেন পবন কল্যাণ। গত বছর তার অভিনীত কোনো সিনেমা মুক্তি পায়নি। ফলে, কিছুদিন ধরে জোর গুঞ্জন উড়ছে, অভিনয় ছেড়ে দিচ্ছেন পবন। ব্যাপারটি নিয়ে নানা চর্চা হলেও নীরবতা পালন করেন এই ‘গব্বর সিং’।

তামিল ভাষার তানদি টিভিকে সাক্ষাৎকার দিয়েছেন পবন কল্যাণ। এ আলাপচারিতায় অভিনয় ছাড়া নিয়ে কথা বলেন। তিনি বলেন, “অনেক নেতার ব্যবসা আছে। তারা যদি ব্যবসা করেও রাজনীতিতে ভালো করতে পারেন, তাহলে আমিও পারব। আপনাকে আগ্রহী অভিনেতা এবং আগ্রহী রাজনৈতিক নেতা হতে হবে।”

অভিনয় ছাড়ার গুঞ্জন উড়িয়ে পবন কল্যাণ বলেন, “নব্বই দশকের মাঝামাঝি সময়ে অভিনয় করতাম, তখন প্রশাসনিক কাজ শিখেছিলাম, জননীতি নিয়ে পড়াশোনা করেছিলাম। যতক্ষণ আমার টাকার প্রয়োজন, ততক্ষণ আমি অভিনয় করতে চাই। তবে প্রশাসনিক ও রাজনৈতিক কর্মকাণ্ড ঠিক রেখে।”

পবন কল্যাণ কখনো টাকা জমাননি। তা স্মরণ করে এই অভিনেতা বলেন, “আমি হেনরি ডেভিড থোরিওর কাছ থেকে অনেক অনুপ্রেরণা নিয়েছি। তোমরা নিঃস্বার্থভাবে কিছু করো, মানুষের জন্য কাজ করো। আমি এটাই ভেবেছিলাম। আমি কখনো টাকাকড়ি জমাইনি। আমি কখনো কোনো ব্যবসা শুরু করিনি, চলচ্চিত্র প্রযোজনা করিনি। আমার একমাত্র আয়ের উৎস সিনেমা। যেহেতু আমি চলচ্চিত্রের প্রতি প্রতিশ্রুতিবদ্ধ, তাই এখন আমাকে ন্যায়বিচার করতে হবে।”

সিনেমায় অভিনয় করে মোটা অঙ্কের অর্থ আয় করে থাকেন পবন কল্যাণ। ২০২৩ সালে এক কর্মী সমাবেশে বক্তৃতা দিতে গিয়ে পবন কল্যাণ বলেন— “আমি দেশের বড় অভিনেতাদের একজন। একজন সাধারণ নায়ক হিসেবে অন্য সেরা নায়কদের সঙ্গে প্রতিযোগিতা করি না। প্রতি বছর ২০০ দিন কাজ করি এবং ৪০০ কোটি রুপি (বাংলাদেশি মুদ্রায় ৫২৮ কোটি টাকার বেশি) আয় করি। কিন্তু আমি যদি প্রতিযোগিতা করতে চাই, তবে বছরে এক থেকে দেড় হাজার কোটি রুপি (বাংলাদেশি মুদ্রায় ১৩০০ থেকে ১৯০০ কোটি টাকার বেশি) আয় করতে পারি। এটাই আমার সামর্থ্য। কিন্তু আমি অন্ধ্রপ্রদেশের মানুষের জন্য কল্যাণমূলক কাজ করতে চাই।”

পবন কল্যাণ অভিনীত সর্বশেষ মুক্তিপ্রাপ্ত সিনেমা ‘ব্রো’। ২০২৩ সালের ২৮ জুলাই মুক্তি পায় এটি। বর্তমানে পবন কল্যাণের হাতে চারটি সিনেমার কাজ রয়েছে। ‘হরি হারা বীরা মালু’ পরিচালনা করছেন কৃষ। এতে ২৮ বছর বয়সী অভিনেত্রী নিধি আগরওয়াল জুটি বেঁধে অভিনয় করছেন। সিনেমাটির সিক্যুয়েল নির্মাণের কাজও চলমান। তা ছাড়াও ‘ওস্তান ভগত সিং’, ‘ওজি’ সিনেমার কাজ তার হাতে রয়েছে।

তথ্যসূত্র: ইন্ডিয়া টুডে

ঢাকা/শান্ত

সম্পর্কিত নিবন্ধ

  • ‘ঢাকা ১৭, বগুড়া ৪ ও ৬ আসনের এমপি পদ ফিরিয়ে দেওয়া হোক’, দাবি হিরো আলমের
  • অপুর কাছে শাহরুখ খান, বুবলীর কাছে মহারাজা
  • শাকিবের জন্মদিনে কী বার্তা দিলেন অপু-বুবলী?
  • শাকিবের জন্মদিনের শুভেচ্ছাবার্তায় কী লিখলেন অপু-বুবলী
  • ৩ মাসে ডেঙ্গু রোগীর সংখ্যা এত বাড়ার কারণ কী
  • লোকসানের ধারায় আছে বিডি সার্ভিস
  • ছেলেকে সাড়ে ৮ লাখ শেয়ার উপহার দেবেন প্রাইম ব্যাংকের পরিচালক আজম জে চৌধুরী
  • খান ব্রাদার্সের কারসাজি: এবাদুলের ৩ সহযোগীর বিও হিসাব স্থগিত
  • অভিনয় ছাড়ছেন পবন কল্যাণ?
  • প্রতিদিন গড়ে ৩০ শিশু হত্যা করছে ইসরায়েলি বাহিনী