বিরোধপূর্ণ জমিতে সেচ দেওয়া নিয়ে দুপক্ষের সংঘর্ষ, গুলিবিদ্ধসহ আহত ১৫
Published: 16th, February 2025 GMT
নাটোরের সিংড়ায় ধানখেতে সেচ দেওয়া নিয়ে বিরোধের জের ধরে দুপক্ষের সংঘর্ষে গুলিবিদ্ধসহ ১৫ জন আহত হয়েছেন। শনিবার (১৫ ফেব্রুয়ারি) রাত ৮টার দিকে উপজেলার ২ নম্বর ডাহিয়া ইউনিয়নের কদমকুড়ি গ্রামের মাঠে এই ঘটনা ঘটে।
আহতরা হলেন— ইব্রাহিম (৩২), ইলাহী (২৭), সোহেল (১৯), নাসিম (২২), সাহাদত (৩৯), আবজাল (৪৪), রফিকুল (৪৮), মান্নান (৫৮), সাকিল (১৭), ফরিদ (৩৮), আলামিন (১৭) ও হনুফা (৪২)।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, কদমকুড়ি মাঠের একখণ্ড জমির মালিকানা নিয়ে গ্রামের বাসিন্দা জমসেদ আলী ও জিয়াউর রহমানের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। গতকাল রাতে বিরোধপূর্ণ জমিতে সেচ দিতে গেলে উভয় পক্ষের মধ্যে মারামারি শুরু হয়। এ সময় আগ্নেয়াস্ত্র থেকে গুলি ছোড়ার ঘটনা ঘটে। এতে অন্তত ১৫ জন আহত হন।
সিংড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) আসমাউল হক বলেন, ‘‘খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ আনে। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। আহতদের উদ্ধার করে সিংড়া ও নাটোর সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় এখনো কেউ লিখিত অভিযোগ দেয়নি।’’
ঢাকা/আরিফ/রাজীব
.উৎস: Risingbd
এছাড়াও পড়ুন:
অটোরিকশার সঙ্গে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ, প্রাণ গেল ২ ভাইয়ের
গাজীপুরে শ্রীপুরে ব্যাটারিচালিত অটোরিকশার সঙ্গে মুখিমুখি সংঘর্ষে মোটরসাইকেলের দুই আরোহী নিহত হয়েছেন। শ্রীপুরের শৈলাট-কাচিনা সড়কের শৈলাট গ্ৰামে রোববার সন্ধ্যায় এ দুর্ঘটনা হয়।
নিহত মোটরসাইকেল আরোহী দুজনের একজন অনিক মণ্ডল (২৫), তিনি উপজেলার গাজীপুর ইউনিয়নের শৈলাট গ্রামের মজিবর রহমানের ছেলে। অপরজন একই গ্রামের শামীম আল মামুনের ছেলে রিয়াদ মণ্ডল (২২)। তারা একে অপরের চাচাতো ভাই।
প্রত্যক্ষদর্শীরা জানান, শৈলাট থেকে কাচিনা যাওয়ার পথে শৈলাট গ্ৰামের শিপ্রা গার্মেন্ট কারখানার সামনে দুর্ঘটনা ঘটে। সেখানে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাককে অতিক্রমের সুযোগ দিয়ে এগিয়ে যাওয়ার সময় অন্য একটি ব্যাটারিচালিত অটোরিকশার সঙ্গে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে গুরুতর আহত হয়ে সড়কে ছিটকে পড়েন মোটরসাইকেল আরোহী দুজন। পরে চিকিৎসার জন্য মোটরসাইকেল আরোহী অনিককে উদ্ধার করে রাজধানীর ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরোসায়েন্সেস হাসপাতাল ও রিয়াদকে বাংলাদেশ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে চিকিৎসা দেওয়া হয়। এর পর চিকিৎসাধীন অবস্থায় রোববার রাত সাড়ে ১০টার দিকে রিয়াদ ও রাত ১১টায় অনিকের মৃত্যু হয়।
শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জয়নাল আবেদীন মণ্ডল দুজন নিহতের বিষয়টি নিশ্চিত করেছেন।