ভ্যালেন্টাইনের সঙ্গে পরিচয় করালেন পরীমণি
Published: 16th, February 2025 GMT
গ্ল্যামার কন্যা পরীমণি তার ভ্যালেন্টাইনের সঙ্গে পরিচয় করিয়ে দেওয়ার ঘোষণা আগেই দিয়েছিলেন। গতকাল (১৫ ফেব্রুয়ারি) দিবাগত রাতে ফেসবুক লাইভে এসে রীতিমতো হইচই ফেলে দেন এই নায়িকা।
ফেসবুক স্ট্যাটাসে পরীমণি জানান, রাত ১০টায় নিজের ভ্যালেন্টাইনকে সকলের সামনে আনবেন। তার এই পোস্ট নেট দুনিয়ায় দারুণ সাড়া ফেলে। প্রতিশ্রুতি অনুযায়ী, লাইভে আসার মাত্র এক ঘণ্টায় তার সঙ্গে যুক্ত হন প্রায় ১.
তবে আগ্রহী ভক্তদের কিছুটা হতাশ করেছেন এই তারকা। কারণ লাইভে একটি ম্যাটার্নিটি ব্র্যান্ডের পোশাকের সঙ্গে সকলের পরিচয় করিয়ে দেন, কোনো মানুষ নয়। তার সঙ্গে লাইভে যোগ দেন পোশাকগুলোর ডিজাইনার রুহুল চৌধুরী।
আরো পড়ুন:
ভালোবাসার মানুষকে নিয়ে দুনিয়া জয় করা যায়: পরীমণি
পরীর প্রেমে মগ্ন সেই সাদী!
‘বডি বাই পরী’ নামের এই ম্যাটার্নিটি ওয়্যার ব্র্যান্ডটির সঙ্গে পরীমণির আবেগ জড়িয়ে আছে। নিজের মাতৃত্বকালীন ফ্যাশন-স্ট্রাগল আর সেসময় স্টাইলিশ অথচ আরামদায়ক কিছু পরার তাগিদের স্মৃতি থেকেই এই প্রজেক্টের সঙ্গে তিনি যুক্ত হয়েছেন বলেও জানান। এসময় পরী তার মা হওয়ার পুরো জার্নিতে ভক্তদের সাপোর্ট ও অনুপ্রেরণার জন্য তাদেরকে আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান।
পরীমণি জানান, এখানে মা ও শিশুদের জন্য পণ্য পাওয়া যাবে। প্রাথমিকভাবে ম্যাটার্নিটি ড্রেস আর বাচ্চাদের পোশাক থাকছে।
সম্প্রতি ‘গোলাপ’ সিনেমায় যুক্ত হয়েছেন চিত্রনায়িকা পরীমণি। এতে তার বিপরীতে অভিনয় করছেন নিরব। প্রথমবারের মতো রূপালি পর্দায় জুটি বাঁধছেন এই দুই তারকা। গেল মাসে ‘গোলাপ’ সিনেমার ফার্স্টলুক পোস্টার প্রকাশ পায়; যেখানে নিরবের দেখা মেলে।
ঢাকা/রাহাত/শান্ত
উৎস: Risingbd
এছাড়াও পড়ুন:
বনানীতে বাস উল্টে আহত ৪২ শ্রমিক
রাজধানীর বনানী এলাকায় একটি বাস উল্টে ৪২ পোশাক শ্রমিক আহত হয়েছেন। আজ শুক্রবার ভোরে এ দুর্ঘটনা ঘটে। আহতদের কুর্মিটোলা জেনারেল হাসপাতাল ও ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে। দুর্ঘটনার কারণে ওই সড়কে যান চলাচল ব্যাহত হয়।
বনানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাসেল সারোয়ার সমকালকে বলেন, ভোর সাড়ে ৫টার দিকে ৪২ পোশাক শ্রমিককে বহনকারী একটি বাস গাজীপুরে যাচ্ছিল। পথে বনানী ওভারপাসের আগে বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়। এতে সব যাত্রী আহত হন। তাদের উদ্ধার করে প্রথমে কুর্মিটোলা জেনারেল হাসপাতালে নেওয়া হয়। প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর গুরুতর আহত ছয়জনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। তারা শঙ্কামুক্ত বলে জানিয়েছেন চিকিৎসক।
ওসি জানান, দুর্ঘটনার আধাঘণ্টা পরই বাসটি সরিয়ে ফেলা সম্ভব হয়। এরপর পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।