স্বায়ত্তশাসিত বিশ্ববিদ্যালয়গুলোতে অভিন্ন প্রশ্নপত্রে ভর্তি পরীক্ষার প্রস্তাব জাহাঙ্গীরনগর উপাচার্যের
Published: 16th, February 2025 GMT
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) আগামী বছর ২০২৫-২৬ শিক্ষাবর্ষের (৫৫তম ব্যাচ) স্নাতক (সম্মান) প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা জাবিসহ অন্য তিনটি স্বায়ত্তশাসিত বিশ্ববিদ্যালয়ে নেওয়ার প্রস্তাব করার কথা জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক মোহাম্মদ কামরুল আহসান। এ ছাড়া অভিন্ন প্রশ্নপত্রে পরীক্ষা নেওয়ার প্রস্তাব করবেন বলেও জানিয়েছেন তিনি। ১৩ ফেব্রুয়ারি দুপুরে সমাজবিজ্ঞান অনুষদের ভর্তি পরীক্ষা কার্যক্রম পরিদর্শন শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।
এ সময় সাংবাদিকদের অধ্যাপক কামরুল আহসান বলেন, ‘জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় যদি তার সমপর্যায়ের বিশ্ববিদ্যালয়ের সম্মতি ও সহযোগিতা পায়, তাহলে ঢাকা বিশ্ববিদ্যালয়, রাজশাহী বিশ্ববিদ্যালয় ও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা গ্রহণ করা হবে। আমরাও অন্য বিশ্ববিদ্যালয়কে এখানে ভর্তি পরীক্ষা নিতে সহযোগিতা করব। প্রশ্নপত্রের নিরাপত্তা ও পরিদর্শকদের অঙ্গীকার ও মান রক্ষা করতে পারলে অভিন্ন প্রশ্নপত্রে পরীক্ষা নেওয়া সম্ভব।’
আরও পড়ুনমেডিকেলে ভর্তিতে আবার সময় বৃদ্ধি১৭ ঘণ্টা আগেউপাচার্য বলেন, ‘এ ক্ষেত্রে আমরা চোখ বন্ধ করে ঢাকা, রাজশাহী ও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়কে বিশ্বাস করতে পারি। তাই আমি ব্যক্তিগতভাবে আগামী ফোরামে অভিন্ন প্রশ্নপত্রে পরীক্ষা নেওয়ার প্রস্তাব দিতে চাই।’
এ সময় আরও উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক মাহফুজুর রহমান, সহ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক সোহেল আহমেদ, কোষাধ্যক্ষ অধ্যাপক এম আবদুর রব, সমাজবিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক শামসুল আলম, প্রক্টর অধ্যাপক এ কে এম রাশিদুল আলম, সহকারী প্রক্টর সহযোগী অধ্যাপক মুহাম্মদ রেজাউল রাকিব ও শৃঙ্খলা কমিটির অন্য সদস্যরা।
আরও পড়ুনবিদেশে পড়াশোনা, বিশ্ববিদ্যালয়–বিষয় বেছে নিতে অনুসরণ করুন এই ১২ ধাপ ২ ঘণ্টা আগে৯ ফেব্রুয়ারি ‘ডি’ ইউনিটের (জীববিজ্ঞান অনুষদ) মাধ্যমে জাবির ২০২৪-২৫ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা শুরু হয়েছে ও ‘সি-১’ ইউনিট কলা ও মানবিক অনুষদ (নাটক ও নাট্যতত্ত্ব বিভাগ এবং চারুকলা বিভাগ) এবং ‘বি’ ইউনিটের (সমাজবিজ্ঞান অনুষদ) পরীক্ষার মাধ্যমে ১৭ ফেব্রুয়ারি (সোমবার) তা শেষ হবে।
উল্লেখ্য, এ বছরের ভর্তি পরীক্ষায় মোট ১ হাজার ৮১৪টি আসনের বিপরীতে আবেদন জমা পড়েছে ২ লাখ ৬২ হাজার ৪৫০টি। সেই হিসাবে প্রতিটি আসনের জন্য লড়বেন ১৪৫ জন শিক্ষার্থী।
আরও পড়ুনজাতীয় বিশ্ববিদ্যালয়ে প্রফেশনাল মাস্টার্স, ফি ৩০০ টাকা২২ ঘণ্টা আগে.উৎস: Prothomalo
কীওয়ার্ড: উপ চ র য পর ক ষ বর ষ র
এছাড়াও পড়ুন:
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে মার্কেটিংয়ে এমবিএ, আবেদন শেষ ২৪ এপ্রিল
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে মার্কেটিং বিভাগে ফল সেমিস্টার-২০২৪ শিক্ষাবর্ষে এমবিএ ইন মার্কেটিং প্রোগ্রামে ভর্তির প্রক্রিয়া শুরু হয়েছে। আবেদনের শেষ তারিখ ২৪ এপ্রিল।
কোর্সের বিস্তারিত—
১. প্রোগ্রামের মেয়াদ ১৬ মাস।
২. আবেদন ফি ১২০০ টাকা।
৩. এটা ৪৮ ক্রেডিট ঘণ্টার এমবিএ প্রোগ্রাম।
৪. ক্লাস হবে শুক্র ও শনিবার।
যাঁরা আবেদন করতে পারবেন—
১. আবেদনকারীকে যেকোনো বিষয়ে অবশ্যই চার বছরের ব্যাচেলর ডিগ্রি বা তিন বছরের অনার্সসহ মাস্টার্স ডিগ্রি সম্পন্ন করতে হবে।
২. ব্যাচেলর ডিগ্রিতে সিজিপিএ ২.৫০ পেতে হবে (৪.০০–এর মধ্যে) বা দ্বিতীয় শ্রেণিতে পাস করতে হবে।
৩. আবেদন করতে দেখতে পারেন
৪. পরীক্ষার সময় প্রার্থীকে সব পরীক্ষার মূল সার্টিফিকেট, ট্রান্সক্রিপ্ট ও অভিজ্ঞতার সনদপত্র অবশ্যই দেখাতে হবে।
আরও পড়ুনজাতীয় বিশ্ববিদ্যালয়ে অনার্স পড়ুয়া শিক্ষার্থীদের বৃত্তি দেবে সরকার, আবেদন শুরু১৫ এপ্রিল ২০২৫ভর্তি পরীক্ষার বিস্তারিত—
১. ভর্তি এমসিকিউ, লিখিত ও মৌখিক পরীক্ষার মাধ্যমে হবে।
২. এমসিকিউ নম্বর ৮০। বিষয়: গণিত ৩০, ইংরেজি ৩০, সাধারণ জ্ঞান ১০, বিশ্লেষণের দক্ষতা ১০ নম্বর।
৩. লিখিত অংশের নম্বর ১০।
৪. মৌখিক পরীক্ষার নম্বর ১০। মোট নম্বর ১০০।
ভর্তির দরকারি তারিখ—
১. আবেদনের শেষ তারিখ: ২৪ এপ্রিল ২০২৫।
২. লিখিত ও মৌখিক পরীক্ষার তারিখ: ২৫ এপ্রিল ২০২৫।
৩. লিখিত পরীক্ষার সময়: বেলা ১১টা থেকে দুপুর ১২.১০টা।
৪. মৌখিক পরীক্ষার সময়: দুপুর ১২.২০টা থেকে বেলা ১.২০টা।
* বিস্তারিত তথ্য জানতে ওয়েবসাইট
আরও পড়ুনএসএসসি–২০২৫ পরীক্ষা, শিক্ষার্থীদের শেষ মুহূর্তের করণীয়০৬ এপ্রিল ২০২৫