বিজ্ঞান ও গণিতের দুনিয়ায় আলোচিত এক নাম স্যার আইজ্যাক নিউটন। ১৭০৪ সালে স্যার আইজ্যাক নিউটনের তাঁর লেখা চিঠিতে পৃথিবী কখন ধ্বংস হবে তা নিয়ে লিখেছিলেন। গতি ও মাধ্যাকর্ষণ সূত্রের জন্য বিখ্যাত স্যার আইজ্যাক নিউটন পৃথিবী ২০৬০ সালে ধ্বংস হয়ে যাবে বলে ভবিষ্যদ্বাণী করেছিলেন। নিউটন প্রায় ৩০০ বছরের বেশি সময় আগে গাণিতিক গণনার একটি সিরিজের উপরে চিঠি লিখেছিলেন। সেই চিঠিতে ধ্বংস সম্পর্কে সতর্ক করে লিখেছিলেন।

স্যার আইজ্যাক নিউটন বাইবেলের বিভিন্ন ঘটনার প্রতি বেশ বিশ্বাসী ছিলেন। তিনি বাইবেলের বিভিন্ন ঘটনাকে বিশ্লেষণ করে ভবিষ্যদ্বাণী করেছিলেন। নিউটন তাঁর চিঠিতে বাইবেলের ইতিহাস বিশ্লেষণে গণিত ব্যবহার করে তারিখ অনুমান করেন। ভবিষ্যদ্বাণী ব্যাখ্যা করার জন্য তিনি বাইবেল শাস্ত্রে উল্লেখিত বিভিন্ন দিন ও বছর হিসাবের জন্য ব্যবহার করেছিলেন। নিউটন ইতিহাস অধ্যয়ন করে পৃথিবীর শেষ সময় ২০৬০ সাল হিসেবে নির্ধারণ করেন।

চিঠিতে তিনি লিখেছেন, আমরা জানি পৃথিবী ২০৬০ সালে শেষ হবে। ১৭০৪ সালে লেখা সেই চিঠিতে দেখা যায়, বাইবেলে যেসব দিনের কথা বলা আছে, তা বছর হিসাব করে গণনা করেন নিউটন। খ্রিষ্টপূর্ব ৮০০ সাল থেকে হিসাব কষে তিনি পৃথিবীর শেষ সময় ২০৬০ নির্ধারণ করেন। কানাডার  হ্যালিফ্যাক্সের কিংস কলেজ বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞান ও প্রযুক্তির ইতিহাসের অধ্যাপক স্টিফেন ডি স্নোবেলেন বলেন, নিউটনের ভবিষ্যদ্বাণীতে তার উদ্ভাবিত ক্যালকুলাসের মতো জটিল কোনো কিছুর ব্যবহার ছিল না। শিশুরা পারে এমন সহজ পাটিগণিত ব্যবহার করেন। নিউটন ১২৬০, ১২৯০, ১৩৩৫ ও ২৩০০ দিন ব্যবহার করেছিলেন, যা খ্রিষ্টানদের কাছে পবিত্র বুক অব ড্যানিয়েল ও রেভেলেশনসে পাওয়া যায়।

আইজ্যাক নিউটনের ভবিষ্যদ্বাণী.

উৎস: Prothomalo

কীওয়ার্ড: কর ছ ল ন

এছাড়াও পড়ুন:

টসে জিতে ইংল্যান্ডে ব্যাটিংয়ে পাঠালেন স্মিথ 

দুপুর ৩টায় (২২ ফেব্রুয়ারি, ২০২৫) মাঠে নামছে দুই চিরপ্রতিদ্বন্দ্বী অস্ট্রেলিয়া-ইংল্যান্ড। লাহরের গাদ্দাফি স্টেডিয়ামে এই মহারণের আগে চাপে আছে দুই দলই। নিজেদের শেষ ওয়ানডে সিরিজে হোয়াইটওয়াশ হয়েছে এই দুই ক্রিকেট পরাশক্তি।

এদিকে টস জিতে অস্ট্রেলিয়ার অধিনায়ক স্টিভ স্মিথ প্রথমে ফিল্ডিং করার সিদ্ধান্ত নিয়েছেন। করছে। স্মিথের মতে, “উইকেটটি বেশ ভালো মনে হচ্ছে। অনুশীলনের সময় কিছু শিশির পড়েছিল গতরাতে”। স্মিথ নিশ্চিত করেছেন যে ফর্মে থাকা অ্যালেক্স ক্যারি মিডল অর্ডারে খেলছেন।

অন্যদিকে ইংল্যান্ডের অধিনায়ক জস বাটলার বলেছেন প্রথমে ব্যাটিংয়ে সমস্যা নেই তার। বাটলার বলেন, “ আমি টসে জিতলে প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত ৫০-৫০ ছিল। আমরা আমাদের খেলোয়াড়দের ওপর খুবই আত্মবিশ্বাসী। মাঠে নামতে উদগ্রীব সবাই।”

ঢাকা/নাভিদ

সম্পর্কিত নিবন্ধ