নাটোরে বিরোধপূর্ণ জমিতে সেচ দেওয়া নিয়ে দুই পক্ষের সংঘর্ষ, গুলিবিদ্ধসহ আহত ১৫
Published: 16th, February 2025 GMT
নাটোরের সিংড়া উপজেলায় রাতে ধানখেতে সেচ দেওয়া নিয়ে বিরোধের জের ধরে দুই পক্ষের সংঘর্ষে গুলিবিদ্ধসহ ১৫ জন আহত হয়েছেন। গতকাল শনিবার রাত ৮টার দিকে উপজেলার ডাহিয়া ইউনিয়নের কদমকুড়ি গ্রামের মাঠে এই ঘটনা ঘটে।
সিংড়া থানা ও এলাকাবাসী সূত্রে জানা যায়, কদমকুড়ি মাঠের একখণ্ড জমির মালিকানা নিয়ে গ্রামের বাসিন্দা জমসেদ আলী ও জিয়াউর রহমানের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। গতকাল রাত ৮টার দিকে বিরোধপূর্ণ জমিতে সেচ দিতে গেলে উভয় পক্ষের মধ্যে মারামারি শুরু হয়। এ সময় আগ্নেয়াস্ত্র থেকে গুলি ছোড়ার ঘটনা ঘটে। এতে একই গ্রামের অন্তত ১৫ জন আহত হন।
উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা মোজাহেদুল ইসলাম বলেন, আহত ব্যক্তিদের প্রথমে সিংড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। পরে গুরুতর আহত ব্যক্তিদের নাটোর সদর হাসপাতালে স্থানান্তর করা হয়।
কৃষক মাহবুব হোসেন বলেন, কদমকুড়ি মাঠের একটা জমি নিয়ে জমসেদ আলী ও জিয়াউর রহমানের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছে। এর আগে একাধিকবার বিচার সালিস হয়েছে। গতকাল রাতে এক পক্ষ ধানের জমিতে সেচ দিতে গেলে অন্য পক্ষ বাধা দেয়। এ নিয়ে সংঘর্ষ ছড়িয়ে পড়ে।
সিংড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসমাউল হক বলেন, সেচ দেওয়া নিয়ে বিরোধের জেরে সংঘর্ষের ঘটনা ঘটে। খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছিল। আহত ব্যক্তিদের চিকিৎসার জন্য হাসপাতালে পাঠানো হয়েছে। আজ রোববার সকাল পর্যন্ত পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। এখনো কেউ লিখিত অভিযোগ দেয়নি।
.উৎস: Prothomalo
এছাড়াও পড়ুন:
নিজের জন্য কিছুই কেনেননি সুনেরা
বড় হয়ে যাওয়ায় ঈদটা এখন আর আগের মতো নেই। তবে এখনো আগের মতোই শৈশবের ঈদকে ফিরে পেতে চান অভিনেত্রী সুনেরা বিনতে কামাল। কিন্তু বাস্তবতা সেই অবসর দেয় না। ২৬ মার্চ পর্যন্ত টানা ব্যস্ততা ছিল ঈদুল আজহার একটি সিনেমার শুটিং ঘিরে। শুটিং শেষে এখন সুনেরা ব্যস্ত ঈদুল ফিতরের সিনেমা ‘দাগি’ নিয়ে। সিনেমায় গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা যাবে এই অভিনেত্রীকে। এর মধ্যেই ঈদের কেনাকাটা, ঈদ সালামিসহ নানা প্রসঙ্গে কথা বললেন এই অভিনেত্রী।
সুনেরা বিনতে কামাল জানালেন, কাজের ভারে ক্লান্ত। ঠিকমতো নাকি ঘুমও হচ্ছে না। অথচ কয়েক বছর আগেও এই সময়ে ব্যস্ত থাকতেন ঈদের কেনাকাটা নিয়ে, বাড়তি কোনো চিন্তা ছিল না।। ঈদ ঘিরেই থাকত পুরো পরিকল্পনা।
সুনেরা বিনতে কামাল। ছবি: শিল্পীর সৌজন্যে