বইমেলায় কামরান চৌধুরীর ২য় গল্পগ্রন্থ ‘কমলা রোদ্দুর’
Published: 16th, February 2025 GMT
কবি ও কথাসাহিত্যিক কামরান চৌধুরীর দ্বিতীয় গল্পগ্রন্থ ‘কমলা রোদ্দুর’ প্রকাশিত হয়েছে এবারের অমর একুশে বইমেলায়। বইটি প্রকাশ করছে অন্ত্যমিল প্রকাশনী।
বইটি সম্পর্কে লেখক বলেন, “এই গল্পগ্রন্থের চরিত্রগুলোর মাধ্যমে বর্তমান সমাজে একটি শিক্ষামূলক বার্তা দেওয়া হয়েছে। এছাড়া, বইটিতে ভালোবাসা, দ্রোহ, রম্য ও বাস্তবধর্মী কিছু গল্প রয়েছে, যা পাঠকদের মুগ্ধ করবে বলে আশা করছি।”
কামরান চৌধুরীর প্রকাশিত বই- গল্পগ্রন্থ ‘নিথর ইস্টিশন’(২০২২), কাব্যগ্রন্থ ‘অখ্যায়িকা’।
আরো পড়ুন:
জনবিচ্ছিন্ন হয়ে লেখার বিলাসিতা আমার নেই: কিযী তাহ্নিন
বইমেলায় প্রকাশিত হয়েছে অঞ্জন আচার্যের গল্পগ্রন্থ ‘সাদা রাত’
ঢাকা/লিপি
.উৎস: Risingbd
এছাড়াও পড়ুন:
সরাসরি: টস জিতে ব্যাটিংয়ে পাকিস্তান
আইসিসি চ্যাম্পিয়নস ট্রফির সবচেয়ে কাঙ্খিত ম্যাচে দুপুর ৩টায় মাঠে নামছে পাকিস্তান-ভারত। চির প্রতিদ্বন্দ্বীদের এই লড়াইয়ে টস জিতে ভারতকে ফিল্ডিংয়ে পাঠিয়েছেন পাকিস্তান অধিনায়ক মোহাম্মদ রিজওয়ান। পাক শিবিরে একটা পরিবর্তন। ফখর জামানের জায়গায় একাদশে এসেছেন ইমাম উল হক।
পাকিস্তান দল: মোহাম্মদ রিজওয়ান (অধিনায়ক), আগা সালমান, বাবর আজম, ইমাম-উল-হক, তৈয়ব তাহির, সৌদ শাকিল, খুশদিল শাহ, আবরার আহমেদ, শাহিন শাহ আফ্রিদি, নাসিম শাহ, হারিস রউফ।
বাংলাদেশের বিপক্ষে প্রথম ম্যাচের জয়ী একাদশটাই অপরিবর্তিত রেখেছে