কবি ও কথাসাহিত্যিক কামরান চৌধুরীর দ্বিতীয় গল্পগ্রন্থ ‘কমলা রোদ্দুর’ প্রকাশিত হয়েছে এবারের অমর একুশে বইমেলায়। বইটি প্রকাশ করছে অন্ত্যমিল প্রকাশনী।

বইটি সম্পর্কে লেখক বলেন, “এই গল্পগ্রন্থের চরিত্রগুলোর মাধ্যমে বর্তমান সমাজে একটি শিক্ষামূলক বার্তা দেওয়া হয়েছে। এছাড়া, বইটিতে ভালোবাসা, দ্রোহ, রম্য ও বাস্তবধর্মী কিছু গল্প রয়েছে, যা পাঠকদের মুগ্ধ করবে বলে আশা করছি।”

কামরান চৌধুরীর প্রকাশিত বই- গল্পগ্রন্থ ‘নিথর ইস্টিশন’(২০২২), কাব্যগ্রন্থ ‘অখ্যায়িকা’।

আরো পড়ুন:

জনবিচ্ছিন্ন হয়ে লেখার বিলাসিতা আমার নেই: কিযী তাহ্‌নিন

বইমেলায় প্রকাশিত হয়েছে অঞ্জন আচার্যের গল্পগ্রন্থ ‘সাদা রাত’

ঢাকা/লিপি

.

উৎস: Risingbd

কীওয়ার্ড: চ কর চ কর

এছাড়াও পড়ুন:

শনিবার পিকিং বিশ্ববিদ্যালয়ে ভাষণ দেবেন প্রধান উপদেষ্টা

চীনের পিকিং বিশ্ববিদ্যালয়ে (পিকেইউ) শনিবার বক্তব্য রাখবেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস।

শনিবার (২৮ মার্চ) সকাল ১০টার দিকে পিকিং বিশ্ববিদ্যালয়ের অনুষ্ঠানে যোগ দেবেন তিনি।

প্রধান উপদেষ্টার উপ-প্রেস সচিব আবুল কালাম আজাদ মজুমদার এ তথ্য জানিয়েছেন।

আরো পড়ুন:

চীন থেকে ২১০ কোটি ডলারের প্রতিশ্রুতি পেল বাংলাদেশ

মিয়ানমারে বাংলাদেশি নাগ‌রিকরা নিরাপদে রয়েছেন: রাষ্ট্রদূত

জানা গেছে, পিকিং বিশ্ববিদ্যালয় বাংলাদেশের প্রধান উপদেষ্টাকে সম্মানসূচক ডক্টরেট ডিগ্রি প্রদান করবে।

প্রধান উপদেষ্টা বর্তমানে চীনে চার দিনের সফরে রয়েছেন। যেখানে তিনি চীনের নেতা ও বিনিয়োগকারীদের সঙ্গে বৈঠক করে পারস্পরিক সহযোগিতা বাড়ানোর বিষয়ে আলোচনা করছেন।

শুক্রবার ড. ইউনূস এবং আশিক চৌধুরী বেইজিংয়ে তিনটি ইন্টারঅ্যাকটিভ সেশনে বিশ্বের বৃহত্তম কিছু কোম্পানিসহ ১০০টিরও বেশি চীনা প্রতিষ্ঠানের কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেন। সেখানে তারা বাংলাদেশে, বিশেষ করে উন্নত বস্ত্রশিল্প, ওষুধশিল্প, হালকা প্রকৌশল এবং নবায়নযোগ্য জ্বালানি খাতে বিনিয়োগের আহ্বান জানান।

চীনা সরকার ও কোম্পানিগুলোর কাছ থেকে ২ দশমিক ১ বিলিয়ন ডলারের বিনিয়োগ, ঋণ ও অনুদানের প্রতিশ্রুতি পেয়েছে বাংলাদেশ। অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের ঐতিহাসিক সফরের ফলস্বরূপ এ প্রতিশ্রুতি পাওয়া গেছে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা।

ঢাকা/হাসান/সাইফ

সম্পর্কিত নিবন্ধ