ঢাকার বিভিন্ন সড়কে অটোরিকশাচালকদের বিক্ষোভ
Published: 16th, February 2025 GMT
মিটারে না চালানোর এক দফা দবিতে ঢাকার বিভিন্ন পয়েন্টে সড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন সিএনজিচালিত অটোরিকশাচালকরা।
রবিবার (১৬ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৯টার পর থেকে শ্যামলী, শিশুমেলা, মাজার রোড, মিরপুর ১৪, কালশী, বিআরটিএর সামনের সড়কে, রামপুরা, রায়েরবাগ, যাত্রাবাড়ীতে তারা সড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন বলে খবর পাওয়া গেছে।
সপ্তাহের প্রথম কর্মদিবসে ঢাকার ব্যস্ততম সড়কগুলোতে অটোরিকশাচালকদের অবস্থানের কারণে ভোগান্তিতে পড়েন সাধারণ মানুষ।
বিস্তারিত আসছে…
ঢাকা/মামুন/রায়হান/ইভা
.উৎস: Risingbd
এছাড়াও পড়ুন:
অস্ট্রেলিয়ার বদলে ভারতের জাতীয় সঙ্গীত, ব্যাখ্যা চাইলো পিসিবি
ইংল্যান্ডের বিপক্ষে ঐতিহাসিক জয় দিয়ে চ্যাম্পিয়ন্স ট্রফির যাত্রা শুরু করেছে অস্ট্রেলিয়া। তবে ম্যাচের আগে একটি বিতর্কিত ঘটনা আলোচনার কেন্দ্রবিন্দুতে চলে এসেছে। অস্ট্রেলিয়ার জাতীয় সংগীত বাজানোর পরিবর্তে ভুল করে ভারতের জাতীয় সংগীত বাজানো হয়, যা নিয়ে আইসিসির কাছে ব্যাখ্যা চেয়েছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)।
শনিবার (২২ ফেব্রুয়ারি) ম্যাচের আনুষ্ঠানিকতা চলাকালে ইংল্যান্ডের জাতীয় সংগীত সঠিকভাবে বাজানো হলেও, এরপর অস্ট্রেলিয়ার জাতীয় সংগীতের বদলে বাজতে শুরু করে ভারতের জাতীয় সংগীত। উপস্থিত দর্শক-সমর্থকরা এতে বিস্মিত হন, এবং মুহূর্তের মধ্যেই ঘটনাটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে।
এই অনাকাঙ্ক্ষিত ঘটনায় আয়োজকদের তীব্র সমালোচনা শুরু হয়। পাকিস্তানের সংবাদমাধ্যমগুলো জানিয়েছে, পিসিবি এই ভুলের ব্যাখ্যা চেয়ে আইসিসির সঙ্গে যোগাযোগ করেছে। তাদের মতে, “চ্যাম্পিয়ন্স ট্রফির সংগীত বাজানোর দায়িত্ব আইসিসির হাতে থাকায় এই ভুলের দায়ও তাদেরই নিতে হবে। বিশেষ করে, যেখানে ভারত পাকিস্তানে খেলছেই না, সেখানে তাদের জাতীয় সংগীত বাজানো হলো কীভাবে?”
যদিও কিছুক্ষণ পর সংশোধন করে অস্ট্রেলিয়ার সঠিক জাতীয় সংগীত বাজানো হয়, তবে ততক্ষণে বিতর্ক তৈরি হয়ে গেছে। সামাজিক যোগাযোগমাধ্যমে আয়োজকদের কড়া সমালোচনা চলছে, যদিও ক্রিকেট সংশ্লিষ্ট অনেকে এই ঘটনার জন্য সরাসরি পিসিবিকে দায়ী করছেন না।
এ নিয়ে দুই দিনের ব্যবধানে দ্বিতীয়বার আইসিসির কাছে ব্যাখ্যা চাইলো পিসিবি। এর আগে দুবাইয়ে ভারতের বিপক্ষে বাংলাদেশের ম্যাচের সম্প্রচার ক্রিনের এক কোনায় টুর্নামেন্টের লোগো থেকে পাকিস্তানের নাম সরিয়ে ফেলায় ব্যাখ্যা চেয়েছিল সংস্থাটি। পিসিবি মনে করছে, এই ভুলের মাধ্যমে চ্যাম্পিয়ন্স ট্রফির স্বাগতিক দেশ হিসেবে পাকিস্তানকে ছোট করা হচ্ছে।