প্রিমিয়ার লিগে বহুদিন পর পুরনো রূপে দেখা মিলল ম্যানচেস্টার সিটির। নিউক্যাসল ইউনাইটেডের বিপক্ষে মিশরীয় তারকা মারমোউসের দুর্দান্ত হ্যাটট্রিকে ৪-০ গোলের বড় জয় তুলে নিয়েছে পেপ গার্দিওলার দল।

ইতিহাদ স্টেডিয়ামে মঙ্গলবার (২৩ জানুয়ারি) ম্যাচের ১৯, ২৪ ও ৩৩ মিনিটে তিনটি গোল করেন মারমোউস, যা তার প্রিমিয়ার লিগ ক্যারিয়ারের প্রথম হ্যাটট্রিক। মাত্র ১৩ মিনিটের ব্যবধানে তিনটি গোল করে ইতিহাস গড়েন তিনি।

প্রথম গোলটিতে মারমোউসকে অ্যাসিস্ট করেন সিটি গোলরক্ষক এডারসন। এর মাধ্যমে তিনি প্রিমিয়ার লিগ ইতিহাসে সর্বোচ্চ অ্যাসিস্টকারী গোলরক্ষকের কীর্তি গড়েন, যেখানে তার মোট ৬টি অ্যাসিস্ট রয়েছে, এর মধ্যে চলতি মৌসুমেই করেছেন ৩টি।

মারমোউসের দ্বিতীয় গোলের যোগান দেন ইলকায় গুন্দোয়ান, আর তৃতীয় গোলটি আসে সাভিনিওর চমৎকার পাস থেকে। প্রথমার্ধেই ৪-০ ব্যবধানে এগিয়ে যায় সিটি। ম্যাচের ৮৪তম মিনিটে দলের হয়ে চতুর্থ ও শেষ গোলটি করেন জেমস ম্যাকাটি।

এই জয়ে লিগের চতুর্থ স্থানে উঠে এসেছে ম্যানচেস্টার সিটি, তাদের সংগ্রহ ২৫ ম্যাচে ৪৪ পয়েন্ট। শীর্ষে থাকা লিভারপুলের পয়েন্ট ৫৭ (২৪ ম্যাচে)। এ হারে ৭ম স্থানে নেমে গেছে নিউক্যাসল, যাদের সংগ্রহ ৪১ পয়েন্ট।

.

উৎস: Samakal

এছাড়াও পড়ুন:

থাইল্যান্ড ভ্রমণে বাধ্যতামূলক হলো ডিজিটাল অ্যারাইভাল কার্ড

দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশ থাইল্যান্ড এবার বিদেশি পর্যটকদের জন্য নতুন নিয়ম জারি করেছে। নতুন নিয়মে বিদেশি পাসপোর্টধারী সব পর্যটকের জন্য ডিজিটাল অ্যারাইভাল কার্ড (টিডিএসি) বাধ্যতামূলক করেছে দেশটি। আগামী মে মাস থেকে এ নিয়ম কার্যকর হবে।

মঙ্গলবার (১ এপ্রিল) জারি করা এক নির্দেশনায় এ তথ্য জানিয়েছে ট্যুরিজম অথরিটি অব থাইল্যান্ড (টিএটি)।

থাইল্যান্ডের পর্যটন ও ক্রীড়া মন্ত্রণালয়ের অধীন এ সংস্থা দেশটির পর্যটন শিল্পের প্রচার এবং পরিবেশ রক্ষায় দায়িত্ব পালন করে।

মঙ্গলবার নিজেদের ওয়েবসাইটে দেওয়া ওই নির্দেশনায় ট্যুরিজম অথরিটি অব থাইল্যান্ড বলেছে, থাইল্যান্ড ভ্রমণকারীদের জন্য গুরুত্বপূর্ণ আপডেট! আগামী ১ মে, ২০২৫ থেকে আকাশপথে, স্থলপথে বা সমুদ্রপথে থাইল্যান্ডে আসার আগেই থাই নাগরিক নন এমন সকলকে অনলাইনে থাইল্যান্ড ডিজিটাল অ্যারাইভাল কার্ড (টিডিএসি) পূরণ করতে হবে।

এতে আরো বলা হয়েছে, নতুন এই ডিজিটাল ব্যবস্থা অভিবাসন প্রক্রিয়াকে দ্রুততর, সহজ এবং আরো নিরাপদ করে তুলবে। এখন থেকে আর কাগজের ফর্মের প্রয়োজন নেই।

নির্দেশনায় বলা হয়েছে, থাইল্যান্ডে আসার আগে তিন দিনের মধ্যে নিবন্ধন করতে হবে। আবেদন করতে হবে এখানে—https://tdac.immigration.go.th । ভুলে যাবেন না— আগামী ১ মে, ২০২৫ থেকে টিডিএসি বাধ্যতামূলক।

দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশগুলোর মধ্যে সবচেয়ে জনপ্রিয় পর্যটন গন্তব্য থাইল্যান্ড। দেশটিতে প্রতিবছর বহু পর্যটক ভ্রমণ করেন।

ঢাকা/হাসান/রফিক

সম্পর্কিত নিবন্ধ