প্রিমিয়ার লিগে বহুদিন পর পুরনো রূপে দেখা মিলল ম্যানচেস্টার সিটির। নিউক্যাসল ইউনাইটেডের বিপক্ষে মিশরীয় তারকা মারমোউসের দুর্দান্ত হ্যাটট্রিকে ৪-০ গোলের বড় জয় তুলে নিয়েছে পেপ গার্দিওলার দল।

ইতিহাদ স্টেডিয়ামে মঙ্গলবার (২৩ জানুয়ারি) ম্যাচের ১৯, ২৪ ও ৩৩ মিনিটে তিনটি গোল করেন মারমোউস, যা তার প্রিমিয়ার লিগ ক্যারিয়ারের প্রথম হ্যাটট্রিক। মাত্র ১৩ মিনিটের ব্যবধানে তিনটি গোল করে ইতিহাস গড়েন তিনি।

প্রথম গোলটিতে মারমোউসকে অ্যাসিস্ট করেন সিটি গোলরক্ষক এডারসন। এর মাধ্যমে তিনি প্রিমিয়ার লিগ ইতিহাসে সর্বোচ্চ অ্যাসিস্টকারী গোলরক্ষকের কীর্তি গড়েন, যেখানে তার মোট ৬টি অ্যাসিস্ট রয়েছে, এর মধ্যে চলতি মৌসুমেই করেছেন ৩টি।

মারমোউসের দ্বিতীয় গোলের যোগান দেন ইলকায় গুন্দোয়ান, আর তৃতীয় গোলটি আসে সাভিনিওর চমৎকার পাস থেকে। প্রথমার্ধেই ৪-০ ব্যবধানে এগিয়ে যায় সিটি। ম্যাচের ৮৪তম মিনিটে দলের হয়ে চতুর্থ ও শেষ গোলটি করেন জেমস ম্যাকাটি।

এই জয়ে লিগের চতুর্থ স্থানে উঠে এসেছে ম্যানচেস্টার সিটি, তাদের সংগ্রহ ২৫ ম্যাচে ৪৪ পয়েন্ট। শীর্ষে থাকা লিভারপুলের পয়েন্ট ৫৭ (২৪ ম্যাচে)। এ হারে ৭ম স্থানে নেমে গেছে নিউক্যাসল, যাদের সংগ্রহ ৪১ পয়েন্ট।

.

উৎস: Samakal

এছাড়াও পড়ুন:

কুয়েট শিক্ষার্থীদের ওপর হামলা: বিএনপি ও যুবদলের ৪ নেতাকর্মী গ্রেপ্তার

খুলনা প্রকৌশল ও প্রযুুক্তি বিশ্ববিদ্যালয়ের (কুয়েট) শিক্ষার্থীদের ওপর হামলার ঘটনায় দায়ের করা মামলায় বিএনপি ও যুবদলের চার নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার (২২ ফেব্রুয়ারি) রাতে পুলিশের পক্ষ থেকে এতথ্য জানানো হয়েছে। এর আগে, গত শুক্রবার তাদের গ্রেপ্তার দেখিয়ে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়।

এদিকে, খুলনা মহানগর বিএনপির এক বিজ্ঞপ্তিতে তাদের দলীয় পরিচয় নিশ্চিত করে গ্রেপ্তারের নিন্দা জানানো হয়েছে।

গ্রেপ্তারকৃতরা হলেন- বিএনপি নেতা আবদুল করিম মোল্লা, যুবদল নেতা আনোয়ার হোসেন, ইব্রাহিম হাওলাদার ও বিএনপি সর্মথক শফিকুল। 

আরো পড়ুন:

ব্রাহ্মণবাড়িয়ায় ‘বোমা’ হামলায় বিএনপি নেতা আহত

জমি নিয়ে বিরোধে চিত্রনায়িকা দিতির বাড়িতে হামলা, আহত ২

মামলার তদন্ত কর্মকর্তা খানজাহান আলী থানার এস এস রিকাবুল ইসলাম বলেন, “সংঘর্ষের দিন পাঁচজনকে আটক করে পুলিশে হস্তান্তর করেছিল সেনা সদস্যরা। তাদের প্রিজন সেলে রেখে চিকিৎসা দেওয়া হচ্ছিল। শুক্রবার তাদের মধ্যে চারজনকে গ্রেপ্তার দেখিয়ে কারাগারে পাঠানো হয়েছে।”

খুলনা মহানগর বিএনপির নিন্দা: 
কুয়েটের মামলায় বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের হয়রানির ঘটনায় গভীর উদ্বেগ, নিন্দা ও ক্ষোভ প্রকাশ করেছে খুলনা মহানগর বিএনপি। এক বিবৃতিতে তারা জানায়, ইতোমধ্যে ভুক্তভোগী শিক্ষার্থীদের বক্তব্য, সংবাদমাধ্যমে আসা প্রতিবেদন ও ছবি, ভিডিও ফুটেজ পাওয়া প্রমাণের ভিত্তিতে দেশবাসী জানতে পেরেছে, খুলনা প্রযুক্তি ও প্রকৌশলী বিশ্ববিদ্যালয়-কুয়েটে যে অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেছে তার সূত্রপাত গুপ্ত একটি ছাত্র সংগঠন ঘটিয়েছে।

ঘটনার সূত্রপাত রাহুল জাবেদ, ইফাজ ও ইউসুফ নামের তিনজন ছাত্রদল সমর্থকের ওপর অতর্কিত হামলার মধ্য দিয়ে। সেই ঘটনায় কুয়েট কর্তৃপক্ষ অজ্ঞাতনামা ৫ শতাধিক আসামি করে থানায় মামলা দায়ের করলে পুলিশ কোনো ধরণের তদন্ত ছাড়াই বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের হয়রানি করছে। ইতোমধ্যে গুপ্ত ছাত্র সংগঠনের নেতাকর্মীদের হামলায় মারাত্মক আহত খুলনা মেডিকেল কলেজে চিকিৎসাধীন বিএনপি নেতা আব্দুল করিম মোল্লা, যুবদল নেতা আনোয়ার হোসেন, ইব্রাহিম হাওলাদার ও বিএনপির সর্মথক শফিকুলকে গ্রেপ্তার দেখিয়ে অসুস্থ অবস্থায় কারাগারে প্রেরণ করেছে। যা রীতিমতো নিন্দনীয় ও উদ্দেশ্য প্রনোদিত।

বিবৃতিদাতারা হলেন- বিএনপি জাতীয় নির্বাহী কমিটির ছাত্র বিষয়ক সম্পাদক রকিবুল ইসলাম বকুল, তথ্যবিষয়ক সম্পাদক আজিজুল বারী হেলাল, খুলনা মহানগর বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট শফিকুল আলম মনা, সদস্য সচিব শফিকুল আলম তুহিন।

ঢাকা/নূরুজ্জামান/মাসুদ

সম্পর্কিত নিবন্ধ