দক্ষিণ আমেরিকা বরাবরই ফুটবলের সোনার খনি। পৃথিবীকে অসংখ্য তারকা উপহার দিয়েছে মহাদেশটি। ব্রাজিল এবং আর্জেন্টিনা তো ফুটবলের সবচেয়ে সফল দেশগুলোরই অন্যতম। শুধু সাফল্যের নিরিখে নয়, নান্দনিকতার দিক থেকেও লাতিন ফুটবলের অবস্থান সবার ওপরে।

যদিও সাম্প্রতিক সময়ে ইউরোপিয়ান ফুটবলের আধিপত্যে লাতিন ফুটবলের স্বকীয়তা কিছুটা হলেও নষ্ট করেছে। এরপরও নতুন তারকার আবির্ভাবের জন্য গোটা পৃথিবী তাকিয়ে থাকে লাতিন আমেরিকার দিকে। যেখান থেকে উঠে আসবে আরেকজন পেলে, ডিয়েগো ম্যারাডোনা, লিওনেল মেসি এবং নেইমার।

এমন প্রত্যাশা থেকেই সবার চোখ ছিল দক্ষিণ আমেরিকান অনূর্ধ্ব-২০ প্রতিযোগিতার দিকে। যেখানে অংশ নিয়েছে ব্রাজিল-আর্জেন্টিনাসহ লাতিন পরাশক্তিদের যুবারা। সেই প্রতিযোগিতার শেষ দিনের লড়াই গড়াবে আজ রাতে। যেখানে আলাদা ম্যাচে শিরোপার জন্য লড়াই করবে ব্রাজিল ও আর্জেন্টিনা। শিরোপা লড়াইয়ের আগে এবারের আসরে আলো ছড়ানো কয়েকজনের কথা।

রায়ান ভিতর
ব্রাজিল, ১৮ বছর

আর্জেন্টিনার কাছে ৬-০ গোলে হেরে এবারের দক্ষিণ আমেরিকান অনূর্ধ্ব-১৯ চ্যাম্পিয়নশিপে যাত্রা শুরু করে ব্রাজিল। কিন্তু এই হারের পর দারুণভাবে ঘুরে দাঁড়ায় ‘সেলেসাও’রা। এখন শেষ ম্যাচ দিয়ে শিরোপা স্বপ্নও দেখছে তারা। আর ব্রাজিলের ঘুরে দাঁড়ানোর পথে দারুণ অবদান রেখেছেন রায়ান ভিতর। বিশেষ করে টুর্নামেন্টের শেষ দিকে এসে দারুণভাবে আলো ছড়াচ্ছেন এই ফরোয়ার্ড।

আরও পড়ুনঅমীমাংসিত আর্জেন্টিনা–ব্রাজিল লড়াই, শেষ ম্যাচেই শিরোপা নির্ধারণ১৪ ফেব্রুয়ারি ২০২৫

চূড়ান্ত পর্বে প্যারাগুয়ের বিপক্ষে ম্যাচে গোল করা রায়ান সর্বশেষ গোলটি করেছে আর্জেন্টিনার বিপক্ষে বাঁচা-মরার লড়াইয়ে। সেদিন ম্যাচে আগে গোল খাওয়া ব্রাজিল তখন শিরোপা হাতছাড়া করার শঙ্কায় কাঁপছিল আর তখনই ঠান্ডা মাথার ফিনিশিংয়ে গোল এনে দিয়ে ব্রাজিলকে ম্যাচে ফেরান রায়ান।

রায়ানের গোল উদ্‌যাপন.

উৎস: Prothomalo

কীওয়ার্ড: আর জ ন ট ন ফ টবল র আম র ক

এছাড়াও পড়ুন:

পরপর ফিরলেন শাকিল-রিজওয়ান

ভারতের বিপক্ষেষ টস জিতে ব্যাট করতে নেমে দুই ওপেনারকে হারিয়ে চাপে পড়ে পাকিস্তান। ওই চাপ তিনে নামা সৌদ শাকিল ও চারে নামা অধিনায়ক মোহাম্মদ রিজওয়ান সামলে নেন। শাকিলকে ফিরিয়ে ১০৪ রানের জুটি ভাঙেন হার্ডিক পান্ডিয়া। পরেই ফিরেছেন রিজওয়ান।

পাকিস্তান ৩৬ ওভারে ৪ উইকেট হারিয়ে ১৬৫ রান তুলেছে। ক্রিজে আছেন সালমান আঘা ও তায়েব তাহির। 

তিনে নামা সূদ শাকিল ৭৬ বলে ৬২ রানের ইনিংস খেলেছেন। তার ব্যাট থেকে পাঁচটি চারের শট আসে। চারে নামা অধিনায়ক মোহাম্মদ রিজওয়ান ৭৭ বল খেলে ৪৬ রানে আউট হয়েছেন। 

এর আগে ইমাম উল ১০ রানে রান আউট হন। বাবর আজম ২৩ বলে ২৬ রানের ইনিংস খেলে আউট হন। তিনি পাঁচটি চারের শট মারেন। তাকে তুলে নেন হার্ডিক পান্ডিা। 

পাকিস্তান দল: মোহাম্মদ রিজওয়ান (অধিনায়ক), আগা সালমান, বাবর আজম, ইমাম-উল-হক, তৈয়ব তাহির, সৌদ শাকিল, খুশদিল শাহ, আবরার আহমেদ, শাহিন শাহ আফ্রিদি, নাসিম শাহ, হারিস রউফ।

ভারতের একাদশ: রোহিত শর্মা (অধিনায়ক), বিরাট কোহলি, শুবমান গিল (সহ-অধিনায়ক), শ্রেয়াস আইয়ার, লোকেশ রাহুল, হার্দিক পান্ডিয়া, অক্ষর প্যাটেল, কুলদীপ যাদব, হর্ষিত রানা, মোহাম্মদ শামি, রবীন্দ্র জাদেজা। 

সম্পর্কিত নিবন্ধ