পাকিস্তানের শীর্ষ গোয়েন্দা সংস্থার সদর দপ্তরের একটি ছোট কিন্তু গুরুত্বপূর্ণ মিলনায়তনে দাঁড়িয়ে, তখনকার ক্ষমতাধর গোয়েন্দাপ্রধান জেনারেল ফয়েজ হামিদ বলেছিলেন, ‘অনেকে একমত নন, কিন্তু আমি মনে করি তেহরিক-ই-তালিবান পাকিস্তান (টিটিপি) ও আফগান তালিবান একই মুদ্রার এপিঠ-ওপিঠ।’

কয়েক সপ্তাহ পর ফয়েজ হামিদ কাবুলের এক ঐতিহাসিক হোটেলের লবিতে দাঁড়িয়ে কফি হাতে অপেক্ষা করছিলেন আফগানিস্তানের নতুন তালিবান শাসকদের সঙ্গে দেখা করার জন্য।

তখন তিনি ব্রিটিশ সাংবাদিক লিন্ডসে হিলসামকে বলেছিলেন, ‘চিন্তা করবেন না, সব ঠিক হয়ে যাবে।’ আজ তিনি সামরিক বিচারের মুখোমুখি। রাজনৈতিক হস্তক্ষেপের অভিযোগে আটক। এখন হয়তো তিনি ভাবছেন, পাকিস্তানের গোয়েন্দা সংস্থা এত কিছু সামলানোর পরও কীভাবে আফগান তালিবান ও টিটিপির সম্পর্কের হিসাব ভুল করল।

২০২১ সালের আগস্টের পর থেকে পাকিস্তানে সন্ত্রাসী হামলা ও হতাহতের সংখ্যা দ্রুত বেড়েছে। টিটিপিকে নিয়ন্ত্রণে রাখার জন্য আফগান তালিবানের ওপর ভরসা করার আশাবাদ দুঃস্বপ্নে পরিণত হয়েছে। খাইবার পাখতুনখাওয়ার সাম্প্রতিক সহিংসতা দেখলেই তা বোঝা যায়।

২০২১ সালে ৫৭২টি সন্ত্রাসী হামলা হয়েছিল। ২০২৪ সালে তা বেড়ে দাঁড়িয়েছে ২ হাজার ১৭৩। বৃদ্ধির হার ২৭৯ দশমিক ৮ শতাংশ। একইভাবে হতাহতের সংখ্যা ২৩৮ থেকে বেড়ে ৭৮৮-এ পৌঁছেছে। ২৩১ শতাংশ বৃদ্ধি।

২০২৩ সালের তুলনায় ২০২৪ সালে খাইবার পাখতুনখাওয়ায় সন্ত্রাসী হামলার সংখ্যা ৫৪ দশমিক ৮৯ শতাংশ বৃদ্ধি পেয়েছে। আর হতাহতের হার বেড়েছে ১১ দশমিক ৯ শতাংশ। গড়ে প্রতিদিন দুজন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে নিরাপত্তা বাহিনীর সদস্য, আইনশৃঙ্খলা রক্ষাকারী সংস্থার কর্মী ও সাধারণ নাগরিক রয়েছেন।

প্রদেশের দক্ষিণাঞ্চল এখনো সবচেয়ে বেশি অশান্ত। বিশেষ করে উত্তর ও দক্ষিণ ওয়াজিরিস্তান, ডেরা ইসমাইল খান, ট্যাংক, লাক্কি মারওয়াত ও কারাকে হামলার সংখ্যা বেড়েছে। তবে মালাকান্দ ও হাজারা অঞ্চলে তুলনামূলক শান্ত অবস্থা বজায় থাকলেও ২০২৪ সালের মার্চে সাংলায়ার বিশাম এলাকায় চীনা কর্মীদের ওপর হামলাটি ব্যতিক্রম। কুররাম ও খাইবারের তিরাহ উপত্যকায় জঙ্গি তৎপরতা নতুন করে মাথাচাড়া দিয়ে উঠেছে। তা পেশোয়ারের নিরাপত্তার জন্য নতুন হুমকি হয়ে দাঁড়িয়েছে।

এর বিপরীতে আফগানিস্তানের নিরাপত্তা পরিস্থিতির চিত্র ভিন্ন। তালিবানের ক্ষমতা গ্রহণের আগে ও পরে সেখানে পরিস্থিতির নাটকীয় পরিবর্তন হয়েছে। ব্রাসেলসভিত্তিক আন্তর্জাতিক সংকট পর্যবেক্ষণ সংস্থা (আইসিজি) ২০২২ সালের আগস্টের প্রতিবেদনে জানায়, তালিবানের প্রথম ১০ মাসের শাসনামলে যুদ্ধ, বিস্ফোরণ ও অন্যান্য সহিংস ঘটনার হার আশরাফ গণির শাসনামলের তুলনায় পাঁচ গুণ কমে গেছে।

খাইবার পাখতুনখাওয়ায় ক্রমবর্ধমান হামলার মধ্যে সেনাবাহিনী ছোট পরিসরের ও গোয়েন্দাভিত্তিক অভিযান শুরু করে। সেনাবাহিনীর গণমাধ্যম শাখার প্রধান এক সংবাদ সম্মেলনে জানান, ২০২৪ সালে পাকিস্তানজুড়ে ৫৯ হাজারের বেশি গোয়েন্দাভিত্তিক অভিযান চালানো হয়েছে। গড়ে প্রতিদিন ১৬১টি। সরকারি তথ্য অনুযায়ী, সারা দেশে এই অভিযানে ৩৮৪ জন জঙ্গি নিহত হয়েছেন।

তবে জঙ্গিদের তুলনায় নিরাপত্তা বাহিনীর ক্ষয়ক্ষতির পরিমাণ অনেক বেশি। টিটিপি ও তাদের সহযোগী গোষ্ঠীগুলো স্থায়ী ঘাঁটি গড়তে না পারলেও তাদের বিস্তার বহুগুণে বেড়েছে। এক অভ্যন্তরীণ সূত্র মারফত জানা যায়, বর্তমান কৌশল স্পষ্টতই তেমন কার্যকর হচ্ছে না। পরিস্থিতি মূল্যায়ন করে নতুন কৌশল নির্ধারণ করা জরুরি।

কেন ব্যাপক প্রচেষ্টার পরও পাকিস্তানের সন্ত্রাসবিরোধী অভিযান কাঙ্ক্ষিত সাফল্য আনতে পারছে না, সে বিষয়ে মতভেদ রয়েছে। তবে এর পেছনে একাধিক কারণ রয়েছে।

পাকিস্তানের পশ্চিম প্রতিবেশী আফগানিস্তান এখনো বড় চ্যালেঞ্জ হয়ে আছে। কূটনৈতিক আলোচনায় তালিবান নেতৃত্ব আবারও টিটিপি সমস্যার সমাধানের জন্য সময় চেয়েছে। তাদের দাবি, জঙ্গি ও তাদের পরিবারগুলোকে সীমান্ত থেকে সরিয়ে আফগানিস্তানের কেন্দ্রীয় প্রদেশ গজনিতে স্থানান্তর করা হচ্ছে। এক নির্ভরযোগ্য সূত্র জানিয়েছে, এই পুনর্বাসনের জন্য প্রয়োজনীয় বাড়িঘর নির্মাণ ও অন্যান্য খরচ হিসেবে কয়েক মিলিয়ন ডলার একটি মিত্ররাষ্ট্র বহন করেছে।

পাকিস্তান স্পষ্টভাবে জানিয়েছে যে তালিবান সরকারকে টিটিপিকে নিয়ন্ত্রণ করতে হবে। এর বিপরীতে আফগানিস্তান কিছু বাণিজ্য–সুবিধা ও ভিসানীতিতে ছাড় চেয়েছে। এ বিষয়ে কয়েকটি চুক্তি স্বাক্ষরের জন্যও তারা প্রস্তুত। তবে পাকিস্তান বলেছে, তালিবান কী ব্যবস্থা নেয়, তা পর্যবেক্ষণ করেই কোনো প্রতিশ্রুতি বাস্তবায়নের বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।

এ ছাড়া পাকিস্তান আফগান তালিবানকে বলেছে, তারা যেন টিটিপির কাছ থেকে উন্নত মার্কিন অস্ত্র উদ্ধার করে, সীমান্ত অতিক্রমে নিরুৎসাহিত করে আর যারা সীমান্ত লঙ্ঘনকারীদের আটক করে। কিন্তু পাকিস্তানি কর্মকর্তারা অভিযোগ করেছেন যে আফগান কর্তৃপক্ষ সীমান্ত পারাপারে বাধা দিচ্ছে না। দোষীদের বিরুদ্ধে কোনো শাস্তিমূলক ব্যবস্থাও নেওয়া হচ্ছে না।

সন্ত্রাসবিরোধী লড়াইয়ে রাজনৈতিক নেতৃত্বের দায়ভার গ্রহণ নিয়ে সম্প্রতি এক উচ্চপর্যায়ের বৈঠকে উত্তপ্ত আলোচনা হয়। খাইবার পাখতুনখাওয়া নিয়ে সরকার যে দ্বিধাগ্রস্ত, তা সেখানে স্পষ্ট হয়ে ওঠে। এক জ্যেষ্ঠ কর্মকর্তা জানান, বৈঠকে মুখ্যমন্ত্রীকে স্পষ্ট জানানো হয় যে সংবিধানের ২৪৫ অনুচ্ছেদের আওতায় প্রাদেশিক সরকারের অনুরোধেই সেখানে সেনাবাহিনী মোতায়েন রয়েছে। তাই সরকারকে এখন পুরো দায়িত্ব নিয়ে এগিয়ে আসতে হবে। এ ছাড়া সন্ত্রাসবিরোধী বিভাগকে আরও কার্যকর করতে সরকারকে অতিরিক্ত সম্পদ বরাদ্দ দেওয়ার আহ্বান জানানো হয়। উদ্দেশ্য, উন্নত মার্কিন অস্ত্রে সজ্জিত প্রতিপক্ষের বিরুদ্ধে লড়াই করতে আরও উন্নত অস্ত্র সংগ্রহ করা।

তবে প্রতিষ্ঠানের প্রতি অসন্তোষের কারণে প্রায় সব রাজনৈতিক দলই বড় আকারের সামরিক অভিযানের পক্ষে সরাসরি অবস্থান নিতে চাইছে না। তবে তারা প্রদেশের নিরাপত্তা পরিস্থিতির অবনতি নিয়ে উদ্বিগ্ন।

জাতীয় পর্যায়ে চলমান রাজনৈতিক বিভক্তি এই লড়াইকে আরও জটিল করে তুলেছে। শুধু খাইবার পাখতুনখাওয়ার রাজনৈতিক পরিবেশেই নয়, সামগ্রিকভাবে এটি এমন এক পরিস্থিতি সৃষ্টি করেছে, যেখানে ভিন্নমতাবলম্বী দলগুলো পর্যন্ত সামরিক অভিযানের বিরুদ্ধে অনানুষ্ঠানিকভাবে একত্র হয়েছে।

টিটিপি পরিস্থিতিকে আরও জটিল করে তুলেছে। তারা আফগান তালিবানের কৌশল গ্রহণ করে বলেছে যে তারা কেবল নিরাপত্তা বাহিনীর সদস্যদের টার্গেট করবে। সাধারণ নাগরিকদের আক্রমণ করবে না। এর মাধ্যমে তারা নিরাপত্তা বাহিনী ও সাধারণ জনগণের মধ্যে বিভাজন তৈরির চেষ্টা করছে।

বিশ্লেষক ও কর্মকর্তারা মনে করেন, এখন পর্যন্ত পাকিস্তান রাষ্ট্রের প্রচেষ্টা মূলত টিটিপির বিস্তার নিয়ন্ত্রণের দিকেই বেশি ছিল। তবে চূড়ান্তভাবে সমস্যা সমাধান করতে হলে পর্যাপ্তসংখ্যক বাহিনী মোতায়েন করে সন্ত্রাসীদের নির্মূল করতে হবে।

ধাপে ধাপে কয়েকটি অঞ্চলে সামরিক অভিযান পরিচালনার বিষয়ে একটি সাধারণ ঐকমত্য রয়েছে। তবু জনসমর্থন ও রাজনৈতিক সমর্থনের অভাব এবং নতুন করে বাস্তুচ্যুতির সম্ভাবনা পরিস্থিতিকে আরও জটিল করে তুলছে।

বিশ্লেষকদের মতে, সন্ত্রাসবিরোধী কৌশল নতুন করে পর্যালোচনা করার সময় এসেছে। এর মধ্যে প্রযুক্তির কার্যকর ব্যবহার, যেমন নজরদারি, ট্র্যাকিং ও নির্দিষ্ট লক্ষ্যে হামলার কৌশল গ্রহণ করা জরুরি। পাশাপাশি, দীর্ঘমেয়াদি সমাধান নিশ্চিত করতে রাজনৈতিক, আইনি ও প্রশাসনিক সংস্কারও দরকার।

ইসমাইল খান সম্পাদক (উত্তর), ডেইলি ডন

ডেইলি ডন থেকে নেওয়া, ইংরেজি থেকে অনুবাদ জাভেদ হুসেন

.

উৎস: Prothomalo

কীওয়ার্ড: আফগ ন ত ল ব ন আফগ ন স ত ন ২০২৪ স ল র জন ত ক পর স থ ত র জন য গ রহণ

এছাড়াও পড়ুন:

বাগেরহাট জেলা পরিষদের এককালীন শিক্ষা বৃত্তি

বাগেরহাট জেলা পরিষদের ২০২৪-২৫ অর্থ বছরের রাজস্ব তহবিলের অর্থায়নে মেধাবী ছাত্রছাত্রীদের এককালীন শিক্ষা বৃত্তি প্রদান করবে।

যারা আবেদন করতে পারবেন—

২০২৪ সালে এসএসসি/সমমান এবং এইচএসসি/সমমান পরীক্ষায় জিপিএ ৫.০০ প্রাপ্ত এবং ২০২৫ সালে বিভিন্ন সরকারি বিশ্ববিদ্যালয়/মেডিকেল কলেজ/প্রকৌশল বিশ্ববিদ্যালয়ে ভর্তির সুযোগ প্রাপ্তদের শিক্ষা বৃত্তি প্রদান করা হবে।

আরও পড়ুনমাধ্যমিকের সংশোধিত ছুটির তালিকা, এসএসসির প্রাক-নির্বাচনি ও নির্বাচনি পরীক্ষার নতুন তারিখ১৮ ফেব্রুয়ারি ২০২৫শর্তাবলী—

১. আবেদনকারীকে বাগেরহাট জেলার স্থায়ী বাসিন্দা হতে হবে। ধনী/সচ্ছল পরিবারের সন্তানদের আবেদন করার প্রয়োজন নেই।

২. আবেদনকারী ছাত্রছাত্রীদের ২০২৪ সালে অনুষ্ঠিত এসএসসি/সমমান এবং এইচএসসি/সমমান পরীক্ষায় জিপিএ -৫.০০ থাকতে হবে।

(আবেদন ফরম-ক এর জন্য প্রযোজ্য)।

৩. আবেদনকারী ২০২৪-২৫ শিক্ষাবর্ষে যে কোন সরকারি বিশ্ববিদ্যালয়/মেডিকেল কলেজ/প্রকৌশল বিশ্ববিদ্যালয় এ ভর্তির সুযোগ

পেয়েছেন তার প্রমাণক সংযুক্ত করতে হবে (আবেদন ফরম-খ এর জন্য প্রযোজ্য)।

৪. আবেদনপত্রের সাথে শিক্ষাগত যোগ্যতার মার্কশিট/সনদের ফটোকপি এবং সদ্য তোলা দুই কপি পাসপোর্ট সাইজের ছবি

(অধ্যক্ষ/বিভাগীয় প্রধান/প্রধান শিক্ষক কর্তৃক সত্যায়িত) দাখিল করতে হবে।

৫. আবেদনকারীকে অবশ্যই বাগেরহাট জেলার স্থায়ী বাসিন্দা মর্মে ইউপি প্রশাসক/পৌর প্রশাসক/যথাযথ কর্তৃপক্ষ কর্তৃক প্রদত্ত সনদপত্র এবং আর্থিক অসচ্ছলতার প্রমাণ হিসেবে আবেদন ফরমের ১১ নম্বর ক্রমিকে শিক্ষা প্রতিষ্ঠান প্রধানের সুপারিশ থাকতে হবে (আবেদন ফরম ক এর জন্য প্রযোজ্য)।

আরও পড়ুনএসএসসি পরীক্ষা ২০২৫-এর কোন পরীক্ষা কবে২০ ফেব্রুয়ারি ২০২৫

৬. ২০২৪ সালে উত্তীর্ণ ছাত্রছাত্রী, যারা এখনও কোন শিক্ষা প্রতিষ্ঠানে ভর্তি হতে পারেননি তারা সর্বশেষ শিক্ষা প্রতিষ্ঠান প্রধানের সুপারিশসহ আবেদন করতে পারবেন।

৭. আবেদন ফরম বাগেরহাট জেলা পরিষদ কার্যালয়/জেলা প্রশাসকের কার্যালয়/সকল উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয় হতে বিনামূল্যে সংগ্রহ করা যাবে। এছাড়াও www.zpbagerhat.gov.bd ওয়েবসাইট হতে ডাউনলোড করা যাবে।

৮. আবেদনকারীকে নিজ হাতে ফরম পূরণ করে পূর্ণনামসহ স্বাক্ষর করতে হবে। অসম্পূর্ণ/ক্রুটিপূর্ণ আবেদন সরাসরি বাতিল বলে গণ্য হবে।

৯. এককালীন শিক্ষা বৃত্তি প্রদানের ক্ষেত্রে কর্তৃপক্ষের সিদ্ধান্ত চুড়ান্ত বলে বিবেচিত করবে।

আবেদনের নির্ধারিত ফরম জমার শেষ তারিখ: ১৬/৩/২০২৫ ।

**বিস্তারিত তথ্য জানতে এখানে ক্লিক করুন

আরও পড়ুনএইচএসসি পরীক্ষার রুটিন প্রকাশ, শুরু ২৬ জুন১৯ ফেব্রুয়ারি ২০২৫

সম্পর্কিত নিবন্ধ

  • বাগেরহাট জেলা পরিষদের এককালীন শিক্ষা বৃত্তি
  • চুয়েটে স্নাতক ভর্তি পরীক্ষায় সেরা হলেন যাঁরা
  • পাবলিক অডিট বিলের খসড়া নিয়ে গোপনীয়তায় টিআইবির উদ্বেগ
  • ভারতের বিপক্ষে টস জিতে ব্যাটিংয়ে বাংলাদেশ
  • শেয়ার স্থানান্তর করবেন আলিফ ইন্ডাস্ট্রিজের পরিচালক আজিমুল ইসলাম
  • বইমেলায় শাহ্ আলমের ‘হৃদয়ে জুলাই ৩৬’
  • শুরুতে প্রতিপক্ষ বাংলাদেশ হলে চ্যাম্পিয়ন হয় ভারত, বললেন কোহলি
  • গোপালগঞ্জে প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তাসহ ৩ জনের নামে দুদকের মামলা
  • বিজিবির আপত্তির মুখে অস্থায়ী পোস্ট স্থাপন থেকে সরে এল বিএসএফ
  • আইডিইএ প্রকল্পের অসমাপ্ত কাজ বাস্তবায়ন করবে বিএমটিএফ