বিদ্যুৎস্পর্শে স্বামীর সঙ্গে প্রাণ গেল স্ত্রীরও
Published: 16th, February 2025 GMT
গাজীপুরের কাপাসিয়ায় পানির মোটর চালুর সময় বিদ্যুৎস্পর্শ হন স্বামী। তাঁকে বাঁচাতে গিয়ে আহত হন স্ত্রী। দু’জনের কাউকেই বাঁচানো যায়নি। শুক্রবার বিকেলে বারিষাব ইউনিয়নের সেলদিয়া গ্রামে এ দুর্ঘটনা ঘটে। ঢাকায় নেওয়ার পথে রাত ৯টার দিকে মারা যান তারা।
মৃত দম্পতির মধ্যে মো. শহীদুল্লাহ ভূঁইয়া (৫৪) একই ইউনিয়নের কীর্ত্তুনিয়া ইছবআলী ভূঁইয়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক, তাঁর স্ত্রী ফেরদৌসী আক্তার (৪২) গৃহিণী। গতকাল শনিবার বিকেলে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাদের দাফন সম্পন্ন হয়েছে। এ দম্পতির মৃত্যুতে পুরো এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
স্থানীয় লোকজন জানিয়েছেন, শুক্রবার বিকেলে শহীদুল্লাহ ভূঁইয়া বাড়ির পাশের পুকুর থেকে মাছ ধরার প্রস্তুতি নেন। পানি সেচের জন্য বাড়ি থেকে বৈদ্যুতিক সংযোগ এনে মোটরে যুক্ত করতে যান। বিদ্যুৎসংযোগ দেওয়ার সঙ্গে সঙ্গে তিনি বিদ্যুতায়িত হয়ে পড়েন। তাঁকে বাঁচাতে এসে বিদ্যুতায়িত হন স্ত্রী ফেরদৌসী আক্তারও।
স্বজন দু’জনকে গুরুতর অবস্থায় উদ্ধার করেন। স্থানীয়ভাবে প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নেওয়ার উদ্দেশে রওয়ানা হন পরিবারের সদস্যরা। পথেই রাত ৯টার দিকে দু’জন মারা যান।
কাপাসিয়া থানার ওসি মো.
উৎস: Samakal
এছাড়াও পড়ুন:
এয়ার ইন্ডিয়ার ওপর ক্ষোভ ঝাড়লেন মন্ত্রী
ভারতের কেন্দ্রীয় সরকারের কৃষিমন্ত্রী শিবরাজ সিং চৌহান জানিয়েছেন, তাঁর কাছে ভাঙা সিটের টিকিট বিক্রি করেছে এয়ার ইন্ডিয়া।
গতকাল শনিবার এ নিয়ে ক্ষোভ জানিয়ে সামাজিক মাধ্যম এক্সে তিনি লেখেন, এয়ার ইন্ডিয়া ‘যাত্রীদের সঙ্গে প্রতারণা’ করছে।
তিনি জানান, ভাঙা সিটের ব্যাপারে বিমানের এক ক্রুকে জিজ্ঞেস করা হলে তাঁকে বলা হয়, সিটটিতে যে ত্রুটি রয়েছে, সেটি সংস্থাকে জানানো হয়েছিল। এর টিকিট বিক্রি না করতেও বলা হয়েছিল।
এক্সে শিবরাজ সিং লেখেন, ‘পুসার কিষাণ মেলা উদ্বোধন করতে আজ আমার ভোপাল থেকে দিল্লি আসতে হয়। সেখানে বিভিন্ন প্রতিনিধিদের সঙ্গে আমার আলোচনা হয়। আমি এয়ার ইন্ডিয়ার ফ্লাইট নাম্বার এআই৪৩৬ এ একটি টিকিট বুক করি। আমাকে ৮সি সিটটি দেওয়া হয়। বসতে গিয়ে দেখি সিটটি ভাঙা; নিচু হয়ে আছে। সেখানে বসতে অস্বস্তি হচ্ছিল।’ এনডিটিভি।